আবীর ঘোষাল ও অভিজিৎ চন্দ, কলকাতা: ঘূর্ণিঝড় ‘দানা’-র কারণে আজ, শুক্রবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় স্থলভাগের ভিতরের দিকে যত প্রবেশ করবে, তত শক্তি হারাতে শুরু করবে। আজ, শুক্রবার বিকেলের দিকে এটি প্রবল ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা। শনিবার ভোরের মধ্যে আরও শক্তি হারিয়ে নিম্নচাপে রূপ নেবে। শিয়ালদহ দক্ষিণ ও হাসনাবাদ শাখায় সকাল ৯’টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। (শিয়ালদহের উদ্দেশ্যে) ৷ সকাল ১০টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। হাওড়া ডিভিশনে মেন ও কর্ড সেকশনে সকাল ১০টা পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল ছিল। ১০টার পরে পরিস্থিতি স্বাভাবিক হবে।
আরও পড়ুন– ‘দানা’-র জেরে ১২ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিষেবা চালু
শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে ৷ সকাল ৯টা ৫০-এর ডাউন সোনারপুর লোকাল সকাল দশটায় প্রথম ছাড়ে এদিন ৷ এরপর সকাল ১০:০৭ মিনিটে ডায়মন্ড হারবার লোকাল ছাড়ে ৷ যাত্রীরা কয়েকজন রাতভর শিয়ালদহ স্টেশনে কাটিয়েছেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিছুটা সমস্যায় স্বভাবতই পড়েছেন তাঁরা ৷
ঘূর্ণিঝড়ের পর শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশাতেও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।