(Photo Courtesy- AP)

IND vs NZ 2nd Test: নিজেদের পাতা ফাঁদেই ফাঁসল ভারত! পুণেতেও ব্যাটিং বিপর্যয়, বিশাল চাপে টিম ইন্ডিয়া

এ যেন বেঙ্গালুরুর প্রথম ইনিংসের অনেকটাই পুনরাবৃত্তি পুণেতে। মাঠ বদলালেও প্রথম ইনিংসে ভাগ্য যেন বদলাচ্ছে না ভারতীয় দলের। বলা চলে পুণেতে নিজেদের পাতা ফাঁদেই যেন ফেঁসে গেল ভারতীয় দল।  (Photo Courtesy- AP)
এ যেন বেঙ্গালুরুর প্রথম ইনিংসের অনেকটাই পুনরাবৃত্তি পুণেতে। মাঠ বদলালেও প্রথম ইনিংসে ভাগ্য যেন বদলাচ্ছে না ভারতীয় দলের। বলা চলে পুণেতে নিজেদের পাতা ফাঁদেই যেন ফেঁসে গেল ভারতীয় দল। (Photo Courtesy- AP)
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২৫৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। পুণের উইকেট যে স্পিনারদের স্বর্গরাজ্য তা বুঝিয়ে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও রবিচনদ্র্ন অশ্বিন। এই উইকেটে ২৫৯ রান যে যথেষ্ট চ্যালেঞ্জিং তাও বোঝা যাচ্ছিল।  (Photo Courtesy- AP)
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২৫৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। পুণের উইকেট যে স্পিনারদের স্বর্গরাজ্য তা বুঝিয়ে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও রবিচনদ্র্ন অশ্বিন। এই উইকেটে ২৫৯ রান যে যথেষ্ট চ্যালেঞ্জিং তাও বোঝা যাচ্ছিল। (Photo Courtesy- AP)
প্রথম দিনের শেষেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে ছিল ভারতীয় দল। মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসের ঘূর্ণির সামনে দ্বিতীয় দিনের সকালেই ভারতের ব্যাটিং বিপর্যয়। দাঁড়াতে পারলেন টপ অর্ডারের কোনও ব্যাটার।  (Photo Courtesy- AP)
প্রথম দিনের শেষেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে ছিল ভারতীয় দল। মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসের ঘূর্ণির সামনে দ্বিতীয় দিনের সকালেই ভারতের ব্যাটিং বিপর্যয়। দাঁড়াতে পারলেন টপ অর্ডারের কোনও ব্যাটার। (Photo Courtesy- AP)
যে ভারতীয় দলকে স্পিনের সামনে বিশ্বের সেরার ব্যাটিং মনে করা হয়, তারাই অসহায় আত্মসমর্পণ কর কিউই স্পিনারদের সামনে। রোহিত, কোহলি, পন্থ, সরফরাজ সকলেই ব্যর্থ। তার মধ্যে রোহিত, কোহলি ও পন্থ যেভাবে বোল্ড হয়েছেন তা নিয়ে সমালোচনা হতেই পারে।  (Photo Courtesy- AP)
যে ভারতীয় দলকে স্পিনের সামনে বিশ্বের সেরার ব্যাটিং মনে করা হয়, তারাই অসহায় আত্মসমর্পণ কর কিউই স্পিনারদের সামনে। রোহিত, কোহলি, পন্থ, সরফরাজ সকলেই ব্যর্থ। তার মধ্যে রোহিত, কোহলি ও পন্থ যেভাবে বোল্ড হয়েছেন তা নিয়ে সমালোচনা হতেই পারে। (Photo Courtesy- AP)
লাঞ্চ পর্যন্ত ভারতীয় ব্যাটিং লাইনে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। দুজনেই ৩০ রান করেছেন। মধ্যান্য বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১০৭ রানে ৭ উইকেট। ক্রিজে সুন্দর ও জাদেজা।  (Photo Courtesy- AP)
লাঞ্চ পর্যন্ত ভারতীয় ব্যাটিং লাইনে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। দুজনেই ৩০ রান করেছেন। মধ্যান্য বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১০৭ রানে ৭ উইকেট। ক্রিজে সুন্দর ও জাদেজা। (Photo Courtesy- AP)
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের ৯১ রানে মোট ৬ উইকেট পড়েছে। ফলে প্রথম সেশন কিউইদের নামে। স্যান্টনার ৪টি ও ফিলিপস দুটি উইকেট নিয়েছে। পুণেতেও বিশাল চাপে টিম ইন্ডিয়া। সামনে সিরিজ হারের ভ্রুকুটি।  (Photo Courtesy- AP)
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের ৯১ রানে মোট ৬ উইকেট পড়েছে। ফলে প্রথম সেশন কিউইদের নামে। স্যান্টনার ৪টি ও ফিলিপস দুটি উইকেট নিয়েছে। পুণেতেও বিশাল চাপে টিম ইন্ডিয়া। সামনে সিরিজ হারের ভ্রুকুটি। (Photo Courtesy- AP)