লাইফস্টাইল Knowledge Story: ১০০ জনের ৮০ জনই পারবে না…! আচ্ছা বলুন তো বাদাম ফল না বীজ? পারলে আপনিই জিনিয়াস Gallery October 25, 2024 Bangla Digital Desk জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না। আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি। কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি। আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন। আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ প্রায়শই এসে থাকে। সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায় আজকাল পত্র-পত্রিকা, বই এর পাশাপাশি ইন্টারনেটে প্রচুর পরিমাণে নানা বিষয়ের সাধারণ জ্ঞানের খোঁজ পাওয়া যায় যা জীবনের নানা ওঠাপড়ায় বেশ কাজেও লাগে। আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হল, যেগুলি আগামী দিনে নানা ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারে। সাধারণ জ্ঞানের পরিমণ্ডলে বিজ্ঞানের নানা বিষয় যেমন থাকবে তেমনই থাকবে দেশ, বিশ্ব এবং ইতিহাস সম্পর্কিত একাধিক তথ্য। এই তালিকায় এমন কিছু প্রশ্নও রয়েছে যা শুনলে আমাদের খুব সহজ মনে হলেও উত্তর প্রায় কারোরই জানা নেই। বা প্রশ্ন শুনে মাথা চুলকোবেন অনেকে। বাদাম বলতে কী বোঝানো হয়৷ বাদাম হল, এক ধরনের ড্রাই ফ্রুট৷ এটির বাইরে একটি আস্তরণ থাকে৷ তবে কোনটি বোট্যানিক্যাল বাদাম ও কোনটি রান্নার বাদাম, সেটির পার্থক্যের বিভেদরেখা তেমন শক্তিশালী নয়৷ অনেকের মধ্যে সেই কারণে কোন ধরনের বাদামকে বীজ বলা চলে আর কোন ধরনের বাদামকে বলা চলে ফল, তা নিয়ে নানারকম তর্ক আছে৷ এ বার ধরা যাক, একটি বীজ কাকে বলা হয়৷ বিজ্ঞানের ভাষায় বলা হয়, এটির মধ্যে থাকবে একটি এমব্রায়ো, এন্ডোস্পার্ম ও একটি সিড কোট৷ কোনও কোনও বীজকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি৷ অনেক সময় বীজের সিড কোটের ভিতরের বস্তুটি আমরা খাই৷ কখনও কখনও সিড কোটকে আলাদা করা যায় না, সেক্ষেত্রে সেটি খাওয়া যায় না৷ ফলে বাদামকে সরাসরি বীজ বা ফল, কোনওটাই নির্দিষ্ট করে বলা চলে না৷ কোনও কোনও ক্ষেত্রে বাদম বলতে যে বস্তুটিকে আমরা বুঝি, সেটিকে আসলে সেই গাছের বীজ৷ আবার কোনও কোনও ক্ষেত্রে বাদাম বলতে যেটিকে বোঝানো হয়, সেটি একটি ফল৷