দেশ Ṁorning walk: ভোর চারটেয় উঠে হাঁটতে বেরোতেন, হঠাৎ কেন মর্নিং ওয়াক বন্ধ করলেন প্রধান বিচারপতি? Gallery October 25, 2024 Bangla Digital Desk শরীর ভাল রাখতে মর্নিং ওয়াকের বিকল্প হয় না৷ যদিও দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন, সম্প্রতি মর্নিং ওয়াক বন্ধ করে দিয়েছেন তিনি৷ কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি? তিনি জানিয়েছেন, যেভাবে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বাড়ছে তাতে মর্নিং ওয়াক করার সাহস পাচ্ছেন না তিনি৷ প্রধান বিচারপতি জানিয়েছেন, তাঁর চিকিৎসকই তাঁকে সকালের দিকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন৷ কারণ দিল্লির বাতাসের যা অবস্থা, তাতে সকালে হাঁটতে বেরোলেই বরং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হতে পারেন তিনি৷ বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন, ‘আমি আজ থেকেই প্রাতঃভ্রমণ বন্ধ করে দিয়েছি৷ এমনিতে আমি ভোর ৪টে- ৪.১৫ নাগাদ উঠে হাঁটতে বেরোই৷’ প্রতি বছরই শীত পড়ার আগে থেকেই দিল্লির বায়ুদূষণের মাত্রা বাড়তে থাকে৷ বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ করেও কাজের কাজ হয়নি৷ আগামী ১০ নভেম্বর অবসর নেবেন দেশের ৫০তম প্রধান বিচারপতি৷ তাঁর জায়গায় নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন সঞ্জীব খন্না৷