Health Tips: পলাশের মতোই উজ্জ্বল হবে ত্বক! বীজ শরীরকে রাখবে ভিতর থেকেও ভাল, জানুন কী করতে হবে

বসন্তের আগমন এখনও দুই ঋতু অতিক্রান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। এখন চলছে হেমন্ত, এর পরে নামবে শীত, সবার শেষে ঋতুচক্রে বসন্তের আগমনে প্রকৃতি আবিল হবে। এই সময়ে চোখ জুড়িয়ে দেবে গাছে গাছে পলাশের বাহার। উজ্জ্বল লাল ফুল সগৌরবে নীল আকাশের দিকে মাথা তুলে জীবনীশক্তির জয়গান গেয়ে যাবে।
বসন্তের আগমন এখনও দুই ঋতু অতিক্রান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। এখন চলছে হেমন্ত, এর পরে নামবে শীত, সবার শেষে ঋতুচক্রে বসন্তের আগমনে প্রকৃতি আবিল হবে। এই সময়ে চোখ জুড়িয়ে দেবে গাছে গাছে পলাশের বাহার। উজ্জ্বল লাল ফুল সগৌরবে নীল আকাশের দিকে মাথা তুলে জীবনীশক্তির জয়গান গেয়ে যাবে।
বস্তুত, পলাশ সব দিক থেকেই নবজীবনের প্রতীক। বসন্তের আগমন হলে প্রকৃতি শীতের অবগুণ্ঠন উন্মোচন করে নতুন প্রাণ পায়, ফুলের উজ্জ্বলতায় এ তো চোখেই পড়ে। যেটা চোখ এড়িয়ে যায়, তা হল পলাশের বীজ আমাদের শরীরকেও একই ভাবে নবজীবনের রাগে সমৃদ্ধ করতে পারে। যে গোপন রহস্য জানেন কেবল আয়ুর্বেদিক চিকিৎসকেরা।
বস্তুত, পলাশ সব দিক থেকেই নবজীবনের প্রতীক। বসন্তের আগমন হলে প্রকৃতি শীতের অবগুণ্ঠন উন্মোচন করে নতুন প্রাণ পায়, ফুলের উজ্জ্বলতায় এ তো চোখেই পড়ে। যেটা চোখ এড়িয়ে যায়, তা হল পলাশের বীজ আমাদের শরীরকেও একই ভাবে নবজীবনের রাগে সমৃদ্ধ করতে পারে। যে গোপন রহস্য জানেন কেবল আয়ুর্বেদিক চিকিৎসকেরা।
পলাশ সর্বভারতীয় স্তরে ঢক নামে সুপরিচিত। ঢক বীজ বা পলাশ বীজ, যা-ই বলা হোক না কেন, ঠিক যেন এক অলৌকিক আয়ুর্বেদিক ওষুধ, যা ব্যবহারে পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা দ্রুত সেরে যায়। এটি ত্বককে উজ্জ্বল করে এবং ইউরিন ইনফেকশন দূর করে শরীরকে সুস্থ রাখতেও কাজ করে। তবে হ্যাঁ, এটি ডাক্তারের তত্ত্বাবধানে এবং প্রয়োজনীয় পরিমাণ জেনে ব্যবহার করা উচিত।
পলাশ সর্বভারতীয় স্তরে ঢক নামে সুপরিচিত। ঢক বীজ বা পলাশ বীজ, যা-ই বলা হোক না কেন, ঠিক যেন এক অলৌকিক আয়ুর্বেদিক ওষুধ, যা ব্যবহারে পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা দ্রুত সেরে যায়। এটি ত্বককে উজ্জ্বল করে এবং ইউরিন ইনফেকশন দূর করে শরীরকে সুস্থ রাখতেও কাজ করে। তবে হ্যাঁ, এটি ডাক্তারের তত্ত্বাবধানে এবং প্রয়োজনীয় পরিমাণ জেনে ব্যবহার করা উচিত।
এই প্রসঙ্গে ডা. সরফরাজ আহমেদ লোকাল 18-কে জানান, পলাশের বীজ একটি অলৌকিক আয়ুর্বেদিক ওষুধ, যা যে কোনও বাজারে সহজেই পাওয়া যায়। এটা অনেক উপায়ে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে ডা. সরফরাজ আহমেদ লোকাল 18-কে জানান, পলাশের বীজ একটি অলৌকিক আয়ুর্বেদিক ওষুধ, যা যে কোনও বাজারে সহজেই পাওয়া যায়। এটা অনেক উপায়ে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
পলাশের বীজ আয়ুর্বেদে বহুল রূপে ব্যবহার করা হয়ে থাকে পেটের অসুখ সারাতে। এটি মূলত ইউরিন ইনফেকশন সারাতে, পাকস্থলীর ভিতরে বেড়ে ওঠা কৃমি দূর করতে এবং পেটের গুরুতর রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
পলাশের বীজ আয়ুর্বেদে বহুল রূপে ব্যবহার করা হয়ে থাকে পেটের অসুখ সারাতে। এটি মূলত ইউরিন ইনফেকশন সারাতে, পাকস্থলীর ভিতরে বেড়ে ওঠা কৃমি দূর করতে এবং পেটের গুরুতর রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
তিনি বলেন, এটি হৃদরোগেও ব্যবহৃত হয়। এর ব্যবহারে ইউরিন ইনফেকশন দ্রুত সেরে যায়। এর ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়। এটি ত্বকের সংক্রমণ দ্রুত নিরাময় করে এবং শরীরকে উজ্জ্বল করে।
তিনি বলেন, এটি হৃদরোগেও ব্যবহৃত হয়। এর ব্যবহারে ইউরিন ইনফেকশন দ্রুত সেরে যায়। এর ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়। এটি ত্বকের সংক্রমণ দ্রুত নিরাময় করে এবং শরীরকে উজ্জ্বল করে।
পলাশের বীজ আমরা তিনভাবে সেবন করতে পারি বলে জানিয়েছেন ডা. আহমেদ। এটি দুধ বা জলের সঙ্গে পাউডার আকারে সেবন করা যেতে পারে। পেস্ট বানিয়ে শরীরে লাগিয়ে ব্যবহার করা যায়। আবার ক্বাথ তৈরি করেও ব্যবহার করতে পারি আমরা।
পলাশের বীজ আমরা তিনভাবে সেবন করতে পারি বলে জানিয়েছেন ডা. আহমেদ। এটি দুধ বা জলের সঙ্গে পাউডার আকারে সেবন করা যেতে পারে। পেস্ট বানিয়ে শরীরে লাগিয়ে ব্যবহার করা যায়। আবার ক্বাথ তৈরি করেও ব্যবহার করতে পারি আমরা।
যদিও ডা. আহমেদের সতর্কতা এক্ষেত্রে কোনও ভাবেই উপেক্ষা করা চলবে না। এর ব্যবহারে শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি শরীরকে শক্তিশালী করতে কাজ করে। তবে যখনই কেউ এটি ব্যবহার করবেন, কেবল একজন ডাক্তারের তত্ত্বাবধানে করা উচিত এবং শুধুমাত্র তাঁর দ্বারা নির্ধারিত পরিমাণে এটি সেবন করা উচিত।
যদিও ডা. আহমেদের সতর্কতা এক্ষেত্রে কোনও ভাবেই উপেক্ষা করা চলবে না। এর ব্যবহারে শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি শরীরকে শক্তিশালী করতে কাজ করে। তবে যখনই কেউ এটি ব্যবহার করবেন, কেবল একজন ডাক্তারের তত্ত্বাবধানে করা উচিত এবং শুধুমাত্র তাঁর দ্বারা নির্ধারিত পরিমাণে এটি সেবন করা উচিত।