পুণে: জমে গেল পুণে টেস্ট৷ দ্বিতীয় ইনিংসে অশ্বিন, জাদেজা, ওয়াশিংটন সুন্দরদের দাপটে ২৫৫ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড৷ যার ফলে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফেরাতে ভারতের লক্ষ ৩৫৯ রানের৷ যদিও বিরাট, রোহিতরা যেরকম ফর্মে রয়েছেন, তাতে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা যথেষ্টই কঠিন চ্যালেঞ্জের৷
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে চার উইকেট নেন ওয়াশিংটন সুন্দর৷ রবীন্দ্র জাদেজার পেয়েছেন তিনটি উইকেট, দুটি উইকেট নেন আর অশ্বিন৷
আরও পড়ুন: ফুলটস বলে আউট! বিরাট কোহলির আউট নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার
তৃতীয় দিনের শুরুতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গিয়েছেন রোহিতরা৷ ফলে পুণে টেস্টেও যে ফলাফল হচ্ছে, তা একরকম নিশ্চিত৷ ঘরের মাটিতে সম্মান রক্ষাই এখন রোহিতদের সামনে বড় চ্যালেঞ্জ৷
২০০৮ সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮৬ রান তাড়া করে জিতেছিল ভারত৷ পুণেতে রোহিতরা সেরকমই স্মরণীয় কোনও জয় এনে দিতে পারেন কি না, সেটাই দেখার৷ তবে তৃতীয় দিনেই উইকেট থেকে ভারতীয় স্পিনাররা যেভাবে সাহায্য পেয়েছেন, সেখানে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে মিচেল স্যান্টনাররাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন৷
বেঙ্গালুরু টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত৷ পুণে টেস্টে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতেই এখন মরিয়া রোহিতরা৷ পাশাপাশি এই টেস্টে হারলে ১৩ বছর পর দেশের মাটিতে কোনও সিরিজ হারবে ভারত৷ প্রশ্নের মুখে পড়তে হবে নতুন কোচ গৌতম গম্ভীরকেও৷