অনিকেতের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের! কেন?

Junior Doctor Protest: অনিকেত মাহাতোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের! কেন?

কলকাতা: বাইরে থেকে লোক নিয়ে এসে পরিবেশ নষ্ট করা হচ্ছে! শনিবার আরজি কর সমাবেশেও বেশিরভাগই বাইরের লোক, অভিযোগ জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন আত্মপ্রকাশ করল শনিবার। দুপুর তিনটেয় কলকাতা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই সংগঠন নিজেদের প্রকাশ্যে আনল। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন’ নাম হতে চলেছে এই নতুন সংগঠনের।

আরজি কর মেডিক্যাল কলেজের ইন্টার্ন শ্রীষ চক্রবর্তীর দাবি, “অভয়ার মৃত্যু সামনে রেখে কয়েকজন অরাজকতা তৈরির চেষ্টা করে! আন্দোলন আমরাই শুরু করেছিলাম। থ্রেট কালচারের মিথ্যে অভিযোগ এনে সাসপেনশন করায়। হাইকোর্ট যাব আমরা। অনিকেত মাহাতো আমাদের সমাজের সামনে ম্যালাইন করার চেষ্টা করেছে। ৪.৫ কোটি টাকা তোলা হয়েছে অভয়া দিদির নামে। টেররিস্ট কালচার চালাচ্ছে ওরা।”

আরও পড়ুন- উইলে ড্রাইভার, রাঁধুনিরও নাম রয়েছে, কিন্তু ভাই নোয়েলকে কিছুই দেননি রতন টাটা? কেমন ছিল তাঁদের সম্পর্ক?

আরজিকর হাসপাতালে হুমকি সংস্কৃতির সঙ্গে যাদের নাম জড়িয়ে,যাদের হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালে প্রবেশ করতে হয়েছে, তাঁরাই মূলত এই সংগঠন তৈরি করছে বলে জানা যায়। সংগঠনের পেছনে তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যক্ষ মদত হয়েছে বলেও অভিযোগ।

আরও পড়ুন- আইফোন চাই! পরিবারকে চাপ দিয়েছিল কিশোর, না পেয়ে সে যা করল…! শিউরে উঠবেন 

প্রেস মিটিংয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাক্তারি ছাত্র আন্সারুল হক বললেন, “রিয়া বেরা, অভয়ার পোস্ট মরটেম যিনি সই করেছিলেন, তাঁরও আজ ২৮ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স। আমাদের নামে মিথ্যে বলেছে অনিকেত মাহাতোরা। আমাদের নামে কোনও কেস নেই।” নতুন সংগঠনের ডাক্তারদের দাবি, অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা চলছে।

অন্য দিকে, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে আবার চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অবিলম্বে কেন্দ্রীয় বেড মনিটর করার ব্যবস্থা চালু করা নিয়ে উল্লেখ করা হয়েছে চিঠিতে। জরুরি ভিত্তিতে সরকারি হাসপাতালে রোগীদের বেড কত প্রয়োজন, সেটা নির্ধারণ করে দ্রুত বেড বাড়ানোর কথাও বলা হয়েছে। স্বচ্ছতা ও গুরুত্ব সহকারে প্রতিনিয়ত দালাল প্রথা, হুমকি সংস্কৃতির অবসান ঘটাতে আর্জি জানানো হয়েছে চিঠিতে।

শুধু তাই নয়, ইমেলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কী কী খামতি, তাও তুলে ধরা হয়েছে। সেন্ট্রাল রেফারেল সিস্টেমের জন্য পৃথক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার আবেদনও করা হয়েছে। এছাড়া, কোন হাসপাতালে কী কী পরিষেবা পাওয়া যায়, তা সঠিকভাবে প্রদর্শিত করা হোক রোগীদের সামনে অর্থাৎ ডিসপ্লে বোর্ড লাগানো হোক হাসপাতালগুলিতে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অবিলম্বে এই সমস্ত ব্যবস্থা কার্যকর করার আবেদন জানানো হয়েছে মুখ্যসচিবের কাছে।