নয়াদিল্লি: মাইক্রোসফ্টের সিইও সত্য নডেলা এই বছর প্রায় ৬৬৬ কোটি টাকা স্যালারি প্যাকেজ পাবেন। সত্য নডেলার বেতনের তথ্য প্রকাশিত হওয়ার পর, এখন সবাই জানতে আগ্রহী যে বিশ্বে কোন ভারতীয় সবচেয়ে বেশি বেতন পান।
সত্য নডেলার পাশাপাশি গুগল সিইও সুন্দর পিচাই, অ্যাডোব সিইও শান্তনু নারায়ণ, মাইক্রোটেকের সঞ্জয় মেহরোত্রা এবং আইবিএমের আরবিন্দ কৃষ্ণও নিজেদের বেতনের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। আপনাদের জানিয়ে দেওয়া ভাল, গুগল সিইও সুন্দর পিচাই বর্তমানে সবচেয়ে বেশি স্যালারি পাচ্ছেন। সুন্দর পিচাইয়ের বেতন প্রায় ১৮৪৬ কোটি টাকা। অর্থাৎ, তিনি সত্য নডেলার থেকে প্রায় তিনগুণ বেশি বেতন পান।
আরও পড়ুন: ‘এআই-এর মাধ্যমে বিশ্বকে চমকে দেবে ভারত’, Nvidia সিইওকে বললেন মুকেশ আম্বানি
নডেলাকে দেওয়া হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বেতন। এর আগে 2014 সালে তাকে ৮৪ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল। গত অর্থবছরে, অর্থাৎ ২০২৩ সালে, নডেলাকে ৪৮.৫ মিলিয়ন ডলার (বর্তমান মূল্য অনুযায়ী প্রায় ৪০৮ কোটি টাকা) দেওয়া হয়েছিল। নিয়ামকীয় নথির অনুযায়ী, নডেলা নিজে ৪২ কোটি টাকা কম বেতন নিতে চেয়েছিলেন, যাতে কোম্পানির অন্যান্য কর্মচারীরা ঠিক মতো বোনাস পান।
কেমন স্যালারি পাচ্ছেন বাকিরা? মাইক্রোসফ্টের পাশাপাশি গুগল, অ্যাডোব, মাইক্রোটেক এবং আইবিএমও তাদের সিইওদের বিপুল বেতন দিচ্ছে। সুন্দর পিচাইয়ের পর সবচেয়ে বেশি স্যালারি পাচ্ছেন সত্য নডেলা। তৃতীয় স্থানে অ্যাডোব সিইও শান্তনু নারায়ণ আছেন, যিনি বছরে ৩০০ কোটি টাকা স্যালারি পান। মাইক্রোন টেকের সিইও সঞ্জয় মেহরোত্রাও ভালো বেতন পান, যার বার্ষিক স্যালারি প্রায় ২০৬ কোটি টাকা। আইবিএমের আরবিন্দ কৃষ্ণ প্রায় ১৬৫ কোটি টাকার স্যালারি নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
আরও পড়ুন: আপনার কনফার্ম সিটে বসে রয়েছে অপরিচিত লোক! বললেও উঠছে না? এখন চুটকিতে হবে সমাধান, করতে হবে এই কাজ
এই প্রযুক্তি কোম্পানির সিইওরা বেতন হিসেবে শেয়ারও পান। কোম্পানির শেয়ারের দাম বাড়লে তারা এর মাধ্যমে অনেক উপকার পান। মাইক্রোসফ্ট সিইও সত্য নডেলাও এর সুবিধা পেয়েছেন এবং শেয়ার থেকে তাঁর আয় গত বছর ছিল প্রায় ৩৯ মিলিয়ন ডলার (প্রায় ৩২৮ কোটি টাকা), চলতি বছরে তা বেড়ে ৭১ মিলিয়ন ডলার (৫৯৭ কোটি টাকা) হয়েছে।