Tag Archives: Business News

Income Tax News: নতুন আর্থিক বছরে করদাতাদের এই বিষয়গুলি মাথায় না রাখলে বিপদে পড়তে হবে, জেনে নিন এক ঝলকে

মুম্বই: নতুন আর্থিক বছর আমাদের সামনে এসে উপস্থিত। এর সঙ্গে কর এবং সঞ্চয় পরিকল্পনাকে ২৪-২৫ অর্থবছরের জন্য গুছিয়ে নেওয়ার সুযোগ এসেছে। এই বছর, নতুন ট্যাক্স ব্যবস্থা ডিফল্ট বিকল্পে পরিণত হওয়ার সঙ্গে একটি মূল পরিবর্তন রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক যাত্রা শুরু করা ট্যাক্স এবং সঞ্চয় পরিকল্পনার জন্য তাই একটি কৌশলগত পদ্ধতির দাবি করে। যেহেতু ব্যক্তিরা ট্যাক্স আইন এবং বিনিয়োগের বিকল্পগুলির জটিল প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যান, তাই মূল বিষয় জানা সর্বোপরি জটিল হয়ে ওঠে।

ট্যাক্স স্ল্যাব এবং রেট বোঝানো থেকে ট্যাক্স-সঞ্চয় বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগানো পর্যন্ত, এই যাত্রার প্রতিটি পদক্ষেপই তাৎপর্য বহন করে। তাই আর্থিক বছর ২৪-২৫ এ ট্যাক্স এবং সঞ্চয় পরিকল্পনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।

আরও পড়ুনInflation Calculator: ২০ বছর পর ৫০ হাজার টাকার মূল্য কত হবে? হিসেব দেখলে মাথা ঘুরে যাবে

ট্যাক্স রেজিম –

নতুন ট্যাক্স রেজিম ডিফল্ট – অন্তর্বর্তী বাজেট ২০২৪ অনুযায়ী, নতুন ট্যাক্স রুল হল ডিফল্ট বিকল্প। কেউ যদি পুরনো আইনের অধীনে ছাড়ের সুবিধা চান তাহলে রিটার্ন ফাইল করার সময় তাঁকে বিশেষভাবে এটি বেছে নিতে হবে।

ট্যাক্স সংরক্ষণের বিকল্পগুলি বোঝা –

ধারা ৮০সি এর অধীনে ডিডাকশন – ধারা ৮০সি এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য ডিডাকশন দাবি করা যেতে পারে। জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে রয়েছে –

– পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)

– কর্মচারী ভবিষ্যত তহবিল (EPF)

– ইক্যুইটি লিঙ্কড সেভিং স্কিম (ELSS)

– ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)

– সুকন্যা সমৃদ্ধি যোজনা (মেয়েদের জন্য)

– ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান (ইউলিপ)

ট্যাক্স স্ল্যাব এবং হার –

আর্থিক বছর ২৪-২৫ এর বাজেটে প্রবর্তিত যে কোনও পরিবর্তন সহ ব্যক্তিদের জন্য প্রযোজ্য সর্বশেষ ট্যাক্স স্ল্যাব এবং হারগুলি বুঝতে হবে।

NPS অবদান –

ধারা ৮০সিসিডি(১বি) এর অধীনে অতিরিক্ত কর সুবিধার জন্য ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) অবদান রাখার কথা বিবেচনা করতে হবে।

স্বাস্থ্য বিমা –

আয়কর আইনের ধারা ৮০ডি-এর অধীনে ছাড় পেতে নিজের এবং নিজেদের পরিবারের জন্য স্বাস্থ্য বিমা পলিসিতে বিনিয়োগ করতে হবে।

হোম লোনের সুদ –

কারও যদি হোম লোন থাকে, তাহলে ধারা ২৪(বি) এর অধীনে সুদের উপাদানের উপর কর্তন এবং ধারা ৮০সি এর অধীনে মূল পরিশোধের দাবি করতে ভুলবেন না।

শিক্ষা ঋণ –

নিজের বা নিজের উপরে নির্ভরশীল ব্যক্তিরা যদি শিক্ষা ঋণ নিয়ে থাকেন, তাহলে এতে প্রদত্ত সুদ ধারা ৮০ই-এর অধীনে কাটার যোগ্য।

দীর্ঘমেয়াদী মূলধন লাভ (LTCG) –

ইক্যুইটি বিনিয়োগ এবং সম্পত্তি লেনদেন থেকে দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর করের প্রভাব সম্পর্কে সচেতন হওয়া দরকার। ইক্যুইটি থেকে এলটিসিজি ১০% হারে ট্যাক্স ধরা হয় যদি এটি এক আর্থিক বছরে ১ লক্ষ টাকার বেশি হয়।

ফর্ম ১৫জি/১৫এইচ –

যদি কারও মোট আয় করযোগ্য সীমার নিচে হয়, তাহলে সুদের আয়ের উপর TDS কাটা এড়াতে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ফর্ম ১৫জি/১৫এইচ জমা দিতে হবে৷

অগ্রিম কর – নিজেদের ট্যাক্সের দায় একটি আর্থিক বছরে ১০,০০০ টাকার বেশি হলে জরিমানা এড়াতে অগ্রিম ট্যাক্সের সময়মতো পেমেন্ট নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনGold Price: সোনার দাম কি এই বছর ৭০ হাজার টাকা ছাড়িয়ে যাবে? এখুনি সোনা কিনে রাখবেন ?

উৎসে কর কর্তন (TDS) –

যাচাই করতে হবে যে নিয়োগকর্তা, ব্যাঙ্ক বা অন্যরা নিজেদের প্যানের বিপরীতে টিডিএস যথাযথভাবে কাটা এবং জমা করেছে কি না।

ফ্রিল্যান্সার এবং ব্যবসার মালিকদের জন্য ট্যাক্স প্ল্যানিং –

কেউ যদি স্ব-নিযুক্ত হন বা একটি ব্যবসার মালিক হন, তাহলে ছাড়যোগ্য খরচের ট্র্যাক রাখতে হবে এবং যোগ্য হলে অনুমানমূলক ট্যাক্সেশন স্কিমগুলির মতো বিধানগুলি ব্যবহার করুন।

উপহার ট্যাক্স –

কেউ যদি নির্দিষ্ট সীমা অতিক্রম করে উপহার দেন বা গ্রহণ করেন তবে উপহার ট্যাক্সের প্রভাবগুলি বুঝতে হবে।

বিনিয়োগের পর্যালোচনা –

নিজের বিনিয়োগের পোর্টফোলিওটি নিজেদের আর্থিক লক্ষ্য এবং ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে পর্যালোচনা করুন।

জরুরি তহবিল –

অপ্রত্যাশিত খরচ কভার করার জন্য একটি জরুরি তহবিল বজায় রাখতে হবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ বেছে নিতে হবে।

ট্যাক্স বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ –

যদি কারও আর্থিক পরিস্থিতি জটিল হয় বা যদি কোনও ট্যাক্স পরিকল্পনা কৌশল সম্পর্কে অনিশ্চিত হন, তাহলে ট্যাক্স পরামর্শদাতা বা আর্থিক পরিকল্পনাবিদদের কাছ থেকে পরামর্শ নিন।

আরও পড়ুনPost Office Schemes: এই পোস্ট অফিস স্কিমে ৫০০০ টাকা বিনিয়োগ করে হয়ে উঠুন কোটিপতি, রইল হিসাব

পরিকল্পনা এবং অপ্টিমাইজেশন:

তাড়াতাড়ি শুরু করুন –

কর-সাশ্রয়ী বিনিয়োগ করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা চলবে না। একটি সুশৃঙ্খল পদ্ধতির জন্য সারা বছর জুড়ে তাদের ছড়িয়ে দিতে হবে।

সঠিক ট্যাক্স ব্যবস্থা নির্বাচন –

নিজেদের আয়, কর্তন এবং বিনিয়োগের উপর ভিত্তি করে নতুন এবং পুরনো ট্যাক্স ব্যবস্থা মূল্যায়ন করতে হবে যে, কোনটি বেশি উপকৃত করে।

লক্ষ্যগুলির সঙ্গে বিনিয়োগগুলি সারিবদ্ধ করুন –

ট্যাক্স-সঞ্চয় বিনিয়োগের বিকল্পগুলি বেছে নেওয়ার সময় নিজেদের আর্থিক লক্ষ্যগুলি (অবসর, সন্তানের শিক্ষা) বিবেচনা করতে হবে। কেন না, সব বিনিয়োগ বিকল্প ট্যাক্স সুবিধার পাশাপাশি উচ্চ রিটার্ন অফার করে না।

১ লাখ কোটি টাকার বেশি সম্পত্তি, গ্রামের দরিদ্র মহিলাদের ব্যবসায় সাহায্য করেন, অনন্যা বিড়লাকে চেনেন?

শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা বিড়লা। দেশের অন্যতম ধনী পরিবারের সন্তান। প্রথা অনুযায়ী পারিবারিক ব্যবসাতেই বসার কথা ছিল। কিন্তু সে পথে হাঁটেননি তিনি। অনন্যা তৈরি করেছেন নিজস্ব পরিচয়।
শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা বিড়লা। দেশের অন্যতম ধনী পরিবারের সন্তান। প্রথা অনুযায়ী পারিবারিক ব্যবসাতেই বসার কথা ছিল। কিন্তু সে পথে হাঁটেননি তিনি। অনন্যা তৈরি করেছেন নিজস্ব পরিচয়।
ব্যবসার হিসেব নিকেশের বদলে বেছে নিয়েছেন ড্রাম, গিটার। অনন্যা এখন প্রতিষ্ঠিত গায়িকা, সঙ্গে গীতিকারও। তবে ব্যবসা অনন্যার রক্তে। পারিবারিক ব্যবসায় না বসলেও নিজেই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। গ্রামীণ এবং নিম্ন আয়ের মহিলাদের ব্যবসা শুরু করতে সাহায্য করেন তিনি।
ব্যবসার হিসেব নিকেশের বদলে বেছে নিয়েছেন ড্রাম, গিটার। অনন্যা এখন প্রতিষ্ঠিত গায়িকা, সঙ্গে গীতিকারও। তবে ব্যবসা অনন্যার রক্তে। পারিবারিক ব্যবসায় না বসলেও নিজেই দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। গ্রামীণ এবং নিম্ন আয়ের মহিলাদের ব্যবসা শুরু করতে সাহায্য করেন তিনি।
অনন্যা মুম্বইয়ের আমেরিকান স্কুল অফ বম্বেতে পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষার জন্য যান মার্কিন যুক্তরাষ্ট্রে। অক্সফোর্ড থেকে অর্থনীতি এবং ম্যানেজমেন্টে স্নাতক হন। এরপর দেশে ফিরে প্রতিষ্ঠা করেন ‘স্বতন্ত্র মাইক্রোফিনান্স’।
অনন্যা মুম্বইয়ের আমেরিকান স্কুল অফ বম্বেতে পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষার জন্য যান মার্কিন যুক্তরাষ্ট্রে। অক্সফোর্ড থেকে অর্থনীতি এবং ম্যানেজমেন্টে স্নাতক হন। এরপর দেশে ফিরে প্রতিষ্ঠা করেন ‘স্বতন্ত্র মাইক্রোফিনান্স’।
তিনিই এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও। গ্রামের মহিলা এবং বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের মহিলা উদ্যোক্তাদের ব্যবসা করতে সাহায্য করেন তিনি। পাশাপাশি তিনি Currocarte-এর প্রতিষ্ঠাতাও। এটি বিলাসবহুল ই-কমার্স প্ল্যাটফর্ম। সারা বিশ্বের কারিগরদের হাতে তৈরি পণ্য বিক্রি হয় এখানে।
তিনিই এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও। গ্রামের মহিলা এবং বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের মহিলা উদ্যোক্তাদের ব্যবসা করতে সাহায্য করেন তিনি। পাশাপাশি তিনি Currocarte-এর প্রতিষ্ঠাতাও। এটি বিলাসবহুল ই-কমার্স প্ল্যাটফর্ম। সারা বিশ্বের কারিগরদের হাতে তৈরি পণ্য বিক্রি হয় এখানে।
অনন্যার মোট সম্পদ: একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, অনন্যা বিড়লার মোট সম্পদের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১ লাখ কোটি টাকার বেশি। অনন্যার মাসিক বেতন জানা যায়নি। তবে দুটি সফল কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে তিনি ভাল আয় করেন ধরে নেওয়া যায়। এছাড়া তাঁর গানও বেশ জনপ্রিয়। অনেক জায়গায় পারফর্ম করেন। সেই পারিশ্রমিকও তাঁর মোট সম্পদে যোগ হয়।
অনন্যার মোট সম্পদ: একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, অনন্যা বিড়লার মোট সম্পদের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১ লাখ কোটি টাকার বেশি। অনন্যার মাসিক বেতন জানা যায়নি। তবে দুটি সফল কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে তিনি ভাল আয় করেন ধরে নেওয়া যায়। এছাড়া তাঁর গানও বেশ জনপ্রিয়। অনেক জায়গায় পারফর্ম করেন। সেই পারিশ্রমিকও তাঁর মোট সম্পদে যোগ হয়।
সঙ্গীতশিল্পী অনন্যা বিড়লা: অনন্যা বিড়লা সফল গায়িকা। তাঁর 'লিভিন' দ্য লাইফ', 'হোল্ড অন' সহ বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানের জন্য একাধিক পুরস্কারও জিতেছেন। অনন্যা মানসিক স্বাস্থ্যের উপর জোর দেন। উদ্বেগ এবং বিষণ্ণতার সঙ্গে নিজের লড়াইয়ের কথা সোচ্চারে বলতে দ্বিধা করেন না। মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচার এবং ভারতে মানসিক স্বাস্থ্য উদ্যোগের পাশে দাঁড়াতে অনন্যা বিড়লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন তিনি। ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং মানবিক ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অনুদান প্রদান করে।
সঙ্গীতশিল্পী অনন্যা বিড়লা: অনন্যা বিড়লা সফল গায়িকা। তাঁর ‘লিভিন’ দ্য লাইফ’, ‘হোল্ড অন’ সহ বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানের জন্য একাধিক পুরস্কারও জিতেছেন। অনন্যা মানসিক স্বাস্থ্যের উপর জোর দেন। উদ্বেগ এবং বিষণ্ণতার সঙ্গে নিজের লড়াইয়ের কথা সোচ্চারে বলতে দ্বিধা করেন না। মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচার এবং ভারতে মানসিক স্বাস্থ্য উদ্যোগের পাশে দাঁড়াতে অনন্যা বিড়লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন তিনি। ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং মানবিক ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অনুদান প্রদান করে।

Medicine Price: মাথায় হাত! ১ এপ্রিল থেকে ৮০০ বাড়ছে ওষুধের দাম? বড় সম্ভাবনা তৈরি হচ্ছে

পয়লা এপ্রিল থেকে বাড়ছে ওষুধের দাম ৷ সব মিলিয়ে প্রায় ৮০০ ওষুধের দাম বাড়তে চলেছে, এমনই খবর ৷ প্রতীকী ছবি ৷
পয়লা এপ্রিল থেকে বাড়ছে ওষুধের দাম ৷ সব মিলিয়ে প্রায় ৮০০ ওষুধের দাম বাড়তে চলেছে, এমনই খবর ৷ প্রতীকী ছবি ৷
বেশ কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, ইনফেকশন্যাল ওষুধের দাম বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
বেশ কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, ইনফেকশন্যাল ওষুধের দাম বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
ইকনোমিক্স টাইমস সূত্রে জানতে পারা যাচ্ছে হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) কেন্দ্রের পক্ষ থেকে ওষুধ নিমায়ক সংস্থাকে সবুজ সঙ্কেত দিতে চলেছে যাতে পয়লা এপ্রিল থেকে বাড়তে চলেছে ওষুধের দাম ৷ প্রতীকী ছবি ৷

ইকনোমিক্স টাইমস সূত্রে জানতে পারা যাচ্ছে হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) কেন্দ্রের পক্ষ থেকে ওষুধ নিমায়ক সংস্থাকে সবুজ সঙ্কেত দিতে চলেছে যাতে পয়লা এপ্রিল থেকে বাড়তে চলেছে ওষুধের দাম ৷ প্রতীকী ছবি ৷
দীর্ঘদিন ধরেই ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে ওষুধের দাম বৃদ্ধির জন্য ৷ প্রতীকী ছবি ৷
দীর্ঘদিন ধরেই ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে ওষুধের দাম বৃদ্ধির জন্য ৷ প্রতীকী ছবি ৷
এর আগে ২০২২ সালে বিভিন্ন ওষুধের দাম ১২, ১০ শতাংশ দাম বৃদ্ধি হয়েছে ৷ ওষুধের পত্রের দাম বছরে একবার বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এর আগে ২০২২ সালে বিভিন্ন ওষুধের দাম ১২, ১০ শতাংশ দাম বৃদ্ধি হয়েছে ৷ ওষুধের পত্রের দাম বছরে একবার বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
বিগত কয়েক বছরে ১৫ থেকে ১৩০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি হয়েছে ৷ প্যারাসিটামেলের দাম ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বিগত কয়েক বছরে ১৫ থেকে ১৩০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি হয়েছে ৷ প্যারাসিটামেলের দাম ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷
অ্যাক্সিসিয়েন্টসের দাম ১৮-২৬২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে ৷ এছাড়াও বেশ কিছু জিনিসপত্রের দাম দ্বিগুণ বৃদ্ধি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
অ্যাক্সিসিয়েন্টসের দাম ১৮-২৬২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে ৷ এছাড়াও বেশ কিছু জিনিসপত্রের দাম দ্বিগুণ বৃদ্ধি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
একহাজারের বেশি ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে কেন্দ্রের কাছে অবেদন করা হয়েছে যাতে ওষুধপত্রের দাম বৃদ্ধি পায় ৷ প্রতীকী ছবি ৷
একহাজারের বেশি ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে কেন্দ্রের কাছে অবেদন করা হয়েছে যাতে ওষুধপত্রের দাম বৃদ্ধি পায় ৷ প্রতীকী ছবি ৷
বিগত ২ বার ধরে জীবনদায়ী ওষুধের দাম দুই সংখ্যায় বৃদ্ধি পেয়েছে ৷ তালিকায় এমন ওষুধপত্রের দাম বৃদ্ধির দাবি করা হয়েছে ৷ বেশিরভাগই প্রতিনিয়ত কাজে লাগবে ৷ প্রতীকী ছবি ৷
বিগত ২ বার ধরে জীবনদায়ী ওষুধের দাম দুই সংখ্যায় বৃদ্ধি পেয়েছে ৷ তালিকায় এমন ওষুধপত্রের দাম বৃদ্ধির দাবি করা হয়েছে ৷ বেশিরভাগই প্রতিনিয়ত কাজে লাগবে ৷ প্রতীকী ছবি ৷
প্যারাসিটামল, এজিথ্রেমাইসিন, ভিটামিন বি, মিনারেল ইত্যাদি রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
প্যারাসিটামল, এজিথ্রেমাইসিন, ভিটামিন বি, মিনারেল ইত্যাদি রয়েছে ৷ প্রতীকী ছবি ৷

PPF-SSY: এইগুলি আজই সেরে ফেলুন, ৩১ মার্চের পরে পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট

বর্তমানে মার্চ মাস চলছে, এই মার্চ মাসেই অর্থনৈতিক বেশ কিছু পরিবর্তন হতে চলেছে ৷ স্মল সেভিংস স্কিমে টাকা সঞ্চয় করে আয়করে ছাড় পেতে পারেন বিনিয়োগকারীরা ৷ প্রতীকী ছবি ৷
বর্তমানে মার্চ মাস চলছে, এই মার্চ মাসেই অর্থনৈতিক বেশ কিছু পরিবর্তন হতে চলেছে ৷ স্মল সেভিংস স্কিমে টাকা সঞ্চয় করে আয়করে ছাড় পেতে পারেন বিনিয়োগকারীরা ৷ প্রতীকী ছবি ৷
কেননা ৩১ মার্চের মধ্যে এই স্কিমে টাকা না জমা দিলে এখনও সময় আছে ৷ যদি ৩১ মার্চের মধ্যে টাকা জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে বড়সড় জরিমানার মুখে পড়তে হবে ৷ প্রতীকী ছবি ৷
কেননা ৩১ মার্চের মধ্যে এই স্কিমে টাকা না জমা দিলে এখনও সময় আছে ৷ যদি ৩১ মার্চের মধ্যে টাকা জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে বড়সড় জরিমানার মুখে পড়তে হবে ৷ প্রতীকী ছবি ৷
এখানেই শেষ নয়, বন্ধ হতে পারে অ্যাকাউন্ট ৷ কমপক্ষে ৫০০ টাকা জমা দিতেই হবে ৩১ মার্চ ২০২৪-এর মধ্যে ৷ প্রতীকী ছবি ৷
এখানেই শেষ নয়, বন্ধ হতে পারে অ্যাকাউন্ট ৷ কমপক্ষে ৫০০ টাকা জমা দিতেই হবে ৩১ মার্চ ২০২৪-এর মধ্যে ৷ প্রতীকী ছবি ৷
পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অন্তর্গত ২০১৯-এর নিয়ম অনুযায়ী এক অর্থবর্ষে ৫০০ টাকা জমা দিতে হবে নইলে অ্যাকাউন্ট বন্ধ হবে ৷ প্রতীকী ছবি ৷
পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অন্তর্গত ২০১৯-এর নিয়ম অনুযায়ী এক অর্থবর্ষে ৫০০ টাকা জমা দিতে হবে নইলে অ্যাকাউন্ট বন্ধ হবে ৷ প্রতীকী ছবি ৷
আবার বন্ধ হওয়া পিপিএফ অ্যাকাউন্ট ৫০ টাকা জরিমানা দিয়ে শুরু করতে পারেন ৷ একই সঙ্গে মিনিমাম ডিপোজিট বা বিনিয়োগ হবে অতি সহজেই ৷ প্রতীকী ছবি ৷
আবার বন্ধ হওয়া পিপিএফ অ্যাকাউন্ট ৫০ টাকা জরিমানা দিয়ে শুরু করতে পারেন ৷ একই সঙ্গে মিনিমাম ডিপোজিট বা বিনিয়োগ হবে অতি সহজেই ৷ প্রতীকী ছবি ৷
সুকন্যা সমৃদ্ধি যোজনায় কমপক্ষে ২৫০ টাকা বিনিয়োগ করা যায় ৷ যদি আর বছরে বিনিয়োগ না করা হয় সেক্ষেত্রে ৫০ টাকা জরিমানা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
সুকন্যা সমৃদ্ধি যোজনায় কমপক্ষে ২৫০ টাকা বিনিয়োগ করা যায় ৷ যদি আর বছরে বিনিয়োগ না করা হয় সেক্ষেত্রে ৫০ টাকা জরিমানা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷

Income News: রঙিন এই মাছে বদলে যাবে ভাগ্য! রোজগার হবে প্রচুর টাকা!

পড়াশোনা শেষ করার পর। শুধুমাত্র চাকরির পেছনে ছুটে যাওয়া নয়। তার পাশাপাশি সামান্যই এই কাজের মধ্যে দিয়ে বদলে দিতে পারেন নিজের ভাগ্যের চাকা। রয়েছে প্রচুর ইনকাম করার সুযোগ।

Money Making Tips: ৫০ হাজার খরচ করে ৫ লক্ষ টাকা পান, রোজগারের সুবর্ণসুযোগ দিচ্ছে এই বিশেষ ভেষজ! জানুন

কলকাতা: সারা ভারত জুড়েই এখন কৃষকেরা ঐতিহ্যগত চাষাবাদের পরিবর্তে আধুনিক পদ্ধতিতে চাষের কথা ভাবছেন। বিশেষ করে সরকারের পক্ষ থেকে নানা অনুদান ও উৎসাহ পাওয়ায় এখন অনেক কৃষকই নতুন ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং প্রথাগত ফসলের পরিবর্তে আধুনিক ও লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন।

এই ফল বা প্রথাগত চাষে চাষিরা বেশ মোটা টাকা আয় করতে পারেন। এর মধ্যে অন্যতম হল লেমনগ্রাস। লেমনগ্রাসের চাষ এখন চাষিদেরও আকৃষ্ট করছে। এই চাষের মাধ্যমে কম বিনিয়োগেও চাষিদের বেশি আয় করা সম্ভব। লেমনগ্রাস চাষে কৃষক মাত্র ৫০ হাজার টাকা খচর করে এক বছরে সহজেই ৪ থেকে ৫ লক্ষ টাকা লাভ করতে পারেন।

আরও পড়ুন: মুখের ক্যানসার প্রতিরোধ সম্ভব? আয়ুর্বেদ বলছে, রয়েছে ‘মহৌষধ’; করতে হবে ‘গণ্ডূষ’! জানুন

প্রসাধনীতে ব্যবহৃত লেমনগ্রাস

ড. বীরেন্দ্র পাল গাংওয়ার, সিনিয়র বৈজ্ঞানিক ফ্লোরিকালচারিস্ট, জানিয়েছেন যে, লেমনগ্রাসের চাষ কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক। এই ঘাসের বিশেষ বৈশিষ্ট্য হল এটি খুব সহজেই বেড়ে ওঠে। লেমনগ্রাস প্রায়ই প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়। লেমনগ্রাস তেলও এখন প্রচুর মানুষ ব্যবহার করেন।

এটি আমাদের মানসিক শান্তি বজায় রাখতে, অনিদ্রার সমস্যায় ও অন্যান্য প্রসাধনী জিনিস তৈরিতে খুবই ব্যবহার করা হয়। প্রসাধনী ছাড়াও লেমনগ্রাস সাবান এবং অন্যান্য ডিটারজেন্ট তৈরিতেও ব্যবহার করা হয়। ওষুধ তৈরির জন্যও অনেকক্ষেত্রে লেমনগ্রাস ব্যবহার করা হয়।

আরও পড়ুন: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন

লেমনগ্রাস তেলের চাহিদা বেশি

লেমনগ্রাস তেল বর্তমানে খুবই জনপ্রিয়। এক টন লেমনগ্রাস থেকে প্রায় ৫ লিটার তেল পাওয়া যায়, যা বাজারে বিক্রি হয় প্রতি লিটার ১২০০ থেকে ১৫০০ টাকায়। লেমনগ্রাস তেল কেনার জন্য ঠিকঠাক কোম্পানি খুঁজে পেলে কৃষকরা ভাল টাকা লাভ করতে পারেন।

প্রতি হেক্টরে ১২ থেকে ১৩ টন লেমনগ্রাস উৎপাদন হয়

কৃষকরা আরও জানিয়েছেন যে, প্রায় ১ হেক্টর জমিতে একসঙ্গে ১২ থেকে ১৩ টন লেমনগ্রাস উৎপাদন করা যায়। ফলে সারা বছর ৬০ থেকে ৬৫ টন লেমনগ্রাস উৎপাদন করা সম্ভব।

5 Rupees Note: ঘরে বসেই শুয়ে থাকা ভাগ্য জাগবে! একটি মাত্র ৫ টাকার নোটই এনে দেবে লক্ষ লক্ষ টাকা

বিশ্ব বাজারে পুরনো নোট, কয়েন বেচাকেনার ক্ষেত্রে বিরাট চাহিদা তৈরি হচ্ছে ৷ পুরনো নোট বদলে লক্ষ লক্ষ টাকা জিতে নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বিশ্ব বাজারে পুরনো নোট, কয়েন বেচাকেনার ক্ষেত্রে বিরাট চাহিদা তৈরি হচ্ছে ৷ পুরনো নোট বদলে লক্ষ লক্ষ টাকা জিতে নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
আন্তর্জাতিক বাজারে বেশ কিছু ওয়েবসাইট আছে যারা ৫ টাকার নোটের বিনিময়ে ৭ লক্ষ পাওয়ার সুযোগ থাকে ৷ প্রতীকী ছবি ৷
আন্তর্জাতিক বাজারে বেশ কিছু ওয়েবসাইট আছে যারা ৫ টাকার নোটের বিনিময়ে ৭ লক্ষ পাওয়ার সুযোগ থাকে ৷ প্রতীকী ছবি ৷
পুরনো নোট বিক্রি করার জন্য বিরাট সুযোগ এই সুযোগ অতি হাত থেকে চলে গেলে বিপদে পড়তে হবে ৷ ৫ টাকার নোট বিক্রি করতে গেলে এর বিশেষত্ব জানতে হবে ৷ প্রতীকী ছবি ৷
পুরনো নোট বিক্রি করার জন্য বিরাট সুযোগ এই সুযোগ অতি হাত থেকে চলে গেলে বিপদে পড়তে হবে ৷ ৫ টাকার নোট বিক্রি করতে গেলে এর বিশেষত্ব জানতে হবে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে কোনও ধরনের সমস্যার মুখোমুখি হতে হবেনা ৷ তাই বাড়িতে রাখা নোট নিয়ে আর কোনও চিন্তা করতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
এরফলে কোনও ধরনের সমস্যার মুখোমুখি হতে হবেনা ৷ তাই বাড়িতে রাখা নোট নিয়ে আর কোনও চিন্তা করতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
তবে যে নোট থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার হতে পারে সেই নোট সম্পর্কে একটু জেনে নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
তবে যে নোট থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার হতে পারে সেই নোট সম্পর্কে একটু জেনে নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
সবার আগে দেখতে হবে নোটের সিলিয়াল নম্বর 786 আছে কি না? পিছনের দিকে কৃষক ট্র্যাক্টর চালাচ্ছেন সেই ছবি অবশ্যই থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
সবার আগে দেখতে হবে নোটের সিলিয়াল নম্বর 786 আছে কি না? পিছনের দিকে কৃষক ট্র্যাক্টর চালাচ্ছেন সেই ছবি অবশ্যই থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
এই ধরনের নোট বিক্রি করতে গেলে কয়েকটি বিষয় রাখতে হবে মাথায় ৷ ৫ টাকার তিনটি নোট বিক্রি হতে পারে ২১ লক্ষ টাকায় ৷ প্রতীকী ছবি ৷
এই ধরনের নোট বিক্রি করতে গেলে কয়েকটি বিষয় রাখতে হবে মাথায় ৷ ৫ টাকার তিনটি নোট বিক্রি হতে পারে ২১ লক্ষ টাকায় ৷ প্রতীকী ছবি ৷
এই টাকা বিক্রি করতে গেলে সবার আগে ক্যুইকার ওয়েবসাইটে যেতে হবে ৷ সেখানে ছবি পরিষ্কার করে তুলে আপলোড করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
এই টাকা বিক্রি করতে গেলে সবার আগে ক্যুইকার ওয়েবসাইটে যেতে হবে ৷ সেখানে ছবি পরিষ্কার করে তুলে আপলোড করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
সংস্থার পক্ষ থেকে এরফলে যোগাযোগ করা হলে কেনাবেচার প্রক্রিয়া শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷
সংস্থার পক্ষ থেকে এরফলে যোগাযোগ করা হলে কেনাবেচার প্রক্রিয়া শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷

Bank News: দেশের বড় বড় ব্যাঙ্কের দুরন্ত সুদের হার, সরকারি থেকে বেসরকারি বিরাট ধামাকা মধ্যবিত্তের জন্য

বেশ কয়েকটি ব্যাঙ্ক নির্বাচিত মেয়াদে তাদের প্রান্তিক ব্যয়ের লোনের হার (MCLR) উর্ধ্বমুখীভাবে সংশোধন করেছে। প্রতীকী ছবি ৷
বেশ কয়েকটি ব্যাঙ্ক নির্বাচিত মেয়াদে তাদের প্রান্তিক ব্যয়ের লোনের হার (MCLR) উর্ধ্বমুখীভাবে সংশোধন করেছে। প্রতীকী ছবি ৷
ICICI ব্যাঙ্ক ১০ বেসিস পয়েন্ট (bps) বাড়িয়েছে, PNB ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। প্রতীকী ছবি ৷
ICICI ব্যাঙ্ক ১০ বেসিস পয়েন্ট (bps) বাড়িয়েছে, PNB ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। প্রতীকী ছবি ৷
অন্য দিকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একক মেয়াদে ৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। প্রতীকী ছবি ৷
অন্য দিকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একক মেয়াদে ৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। প্রতীকী ছবি ৷
এক নজরে দেখে নেওয়া যাক ICICI ব্যাঙ্ক, PNB, Bank of India এবং Yes Bank-এর সাম্প্রতিকতম MCLR, যা ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হয়েছে। প্রতীকী ছবি ৷
এক নজরে দেখে নেওয়া যাক ICICI ব্যাঙ্ক, PNB, Bank of India এবং Yes Bank-এর সাম্প্রতিকতম MCLR, যা ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হয়েছে। প্রতীকী ছবি ৷
ICICI ব্যাঙ্কের লোনের সুদের হার - ICICI ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক ১ জানুয়ারি ২০২৪ থেকে তার MCLR ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর একদিনের সুদের হার ৮.৫% থেকে বেড়ে ৮.৬% হয়েছে। প্রতীকী ছবি ৷
ICICI ব্যাঙ্কের লোনের সুদের হার – ICICI ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক ১ জানুয়ারি ২০২৪ থেকে তার MCLR ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর একদিনের সুদের হার ৮.৫% থেকে বেড়ে ৮.৬% হয়েছে। প্রতীকী ছবি ৷
এক মাসের জন্য MCLR ভিত্তিক লোনের সুদের হার ৮.৫% থেকে বেড়ে ৮.৬% হয়েছে। তিন মাসের সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে ৮.৬৫% হয়েছে। প্রতীকী ছবি ৷
এক মাসের জন্য MCLR ভিত্তিক লোনের সুদের হার ৮.৫% থেকে বেড়ে ৮.৬% হয়েছে। তিন মাসের সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে ৮.৬৫% হয়েছে। প্রতীকী ছবি ৷
এর ৬ মাসের সুদের হার ৮.৯০% থেকে বেড়ে ৯% হয়েছে। এক বছরের সুদের হার ৯% থেকে বেড়ে ৯.১০% হয়েছে। প্রতীকী ছবি ৷
এর ৬ মাসের সুদের হার ৮.৯০% থেকে বেড়ে ৯% হয়েছে। এক বছরের সুদের হার ৯% থেকে বেড়ে ৯.১০% হয়েছে। প্রতীকী ছবি ৷
ICICI ব্যাঙ্কের MCLR 1 জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর
ICICI ব্যাঙ্কের MCLR 1 জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর 
একদিনের সুদের হার ৮.৫% থেকে বেড়ে ৮.৬% হয়েছে। ১ মাসের সুদের হার ৮.৫% থেকে বেড়ে ৮.৬% হয়েছে। ৩ মাসের সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে ৮.৬৫% হয়েছে। প্রতীকী ছবি ৷
একদিনের সুদের হার ৮.৫% থেকে বেড়ে ৮.৬% হয়েছে। ১ মাসের সুদের হার ৮.৫% থেকে বেড়ে ৮.৬% হয়েছে। ৩ মাসের সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে ৮.৬৫% হয়েছে। প্রতীকী ছবি ৷
৬ মাসের সুদের হার ৮.৯০% থেকে বেড়ে ৯% হয়েছে। ১ বছরের সুদের হার ৯% থেকে বেড়ে ৯.১০% হয়েছে। প্রতীকী ছবি ৷
৬ মাসের সুদের হার ৮.৯০% থেকে বেড়ে ৯% হয়েছে। ১ বছরের সুদের হার ৯% থেকে বেড়ে ৯.১০% হয়েছে। প্রতীকী ছবি ৷
PNB লোনের সুদের হার - PNB ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক তার MCLR ১ জানুয়ারি ২০২৪ থেকে ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর একদিনের সুদের হার ৮.২% থেকে বেড়ে ৮.২৫% হয়েছে। প্রতীকী ছবি ৷
PNB লোনের সুদের হার – PNB ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক তার MCLR ১ জানুয়ারি ২০২৪ থেকে ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর একদিনের সুদের হার ৮.২% থেকে বেড়ে ৮.২৫% হয়েছে। প্রতীকী ছবি ৷
১ মাসের জন্য MCLR ভিত্তিক লোনের সুদের হার ৮.২৫% থেকে বেড়ে ৮.৩০% হয়েছে। ৩ মাসের লোনের সুদের হার ৮.৩৫% থেকে ৮.৪০%। প্রতীকী ছবি ৷
১ মাসের জন্য MCLR ভিত্তিক লোনের সুদের হার ৮.২৫% থেকে বেড়ে ৮.৩০% হয়েছে। ৩ মাসের লোনের সুদের হার ৮.৩৫% থেকে ৮.৪০%। প্রতীকী ছবি ৷
৬ মাসের সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে ৮.৬০% হয়েছে। ১ বছরের সুদের হার ৮.৬৫% থেকে বেড়ে ৮.৭০% হয়েছে। প্রতীকী ছবি ৷
৬ মাসের সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে ৮.৬০% হয়েছে। ১ বছরের সুদের হার ৮.৬৫% থেকে বেড়ে ৮.৭০% হয়েছে। প্রতীকী ছবি ৷
PNB ব্যাঙ্কের MCLR 1 জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর - একদিনের সুদের হার ৮.২% থেকে বেড়ে ৮.২৫% হয়েছে। ১ মাসের সুদের হার ৮.২৫% থেকে বেড়ে ৮.৩০% হয়েছে। প্রতীকী ছবি ৷
PNB ব্যাঙ্কের MCLR 1 জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর – একদিনের সুদের হার ৮.২% থেকে বেড়ে ৮.২৫% হয়েছে। ১ মাসের সুদের হার ৮.২৫% থেকে বেড়ে ৮.৩০% হয়েছে। প্রতীকী ছবি ৷
৩ মাসের সুদের হার ৮.৩৫% থেকে বেড়ে ৮.৪০% হয়েছে। ৬ মাসের সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে ৮.৬০% হয়েছে। প্রতীকী ছবি ৷
৩ মাসের সুদের হার ৮.৩৫% থেকে বেড়ে ৮.৪০% হয়েছে। ৬ মাসের সুদের হার ৮.৫৫% থেকে বেড়ে ৮.৬০% হয়েছে। প্রতীকী ছবি ৷
 ১ বছরের সুদের হার ৮.৬৫% থেকে বেড়ে ৮.৭০% হয়েছে। ৩ বছরের সুদের হার ৮.৯৫% থেকে বেড়ে ৯.০০% হয়েছে। প্রতীকী ছবি ৷
১ বছরের সুদের হার ৮.৬৫% থেকে বেড়ে ৮.৭০% হয়েছে। ৩ বছরের সুদের হার ৮.৯৫% থেকে বেড়ে ৯.০০% হয়েছে। প্রতীকী ছবি ৷ 
Yes ব্যাঙ্কের লোনের সুদের হার - ইয়েস ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, নতুন রেটগুলি ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে৷ এর একদিনের সুদের হার হল ৯.২% ৷ প্রতীকী ছবি ৷
Yes ব্যাঙ্কের লোনের সুদের হার – ইয়েস ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, নতুন রেটগুলি ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে৷ এর একদিনের সুদের হার হল ৯.২% ৷ প্রতীকী ছবি ৷
১ মাসের জন্য MCLR ভিত্তিক লোনের সুদের হার হল ৯.৪৫%। ৩ মাসের সুদের হার ১০%। ৬ মাসের সুদের হার হল ১০.২৫%। ১ বছরের সুদের হার ১০.৫০% । প্রতীকী ছবি ৷
১ মাসের জন্য MCLR ভিত্তিক লোনের সুদের হার হল ৯.৪৫%। ৩ মাসের সুদের হার ১০%। ৬ মাসের সুদের হার হল ১০.২৫%। ১ বছরের সুদের হার ১০.৫০% । প্রতীকী ছবি ৷
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোনের সুদের হার - ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক একদিনের মেয়াদে সুদের হার ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোনের সুদের হার – ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক একদিনের মেয়াদে সুদের হার ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ৷ প্রতীকী ছবি ৷
১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে। একদিনের সুদের হার ৭.৯৫% থেকে বেড়ে ৮% হয়েছে । প্রতীকী ছবি ৷
১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে। একদিনের সুদের হার ৭.৯৫% থেকে বেড়ে ৮% হয়েছে । প্রতীকী ছবি ৷
১ মাসের জন্য MCLR ভিত্তিক লোনের সুদের হার ৮.২৫% হয়েছে। ৩ মাসের সুদের হার ৮.৪০%। ৬ মাসের সুদের হার ৮.৬০% হয়েছে। ১ বছরের সুদের হার ৮.৮০% হয়েছে। প্রতীকী ছবি ৷
১ মাসের জন্য MCLR ভিত্তিক লোনের সুদের হার ৮.২৫% হয়েছে। ৩ মাসের সুদের হার ৮.৪০%। ৬ মাসের সুদের হার ৮.৬০% হয়েছে। ১ বছরের সুদের হার ৮.৮০% হয়েছে। প্রতীকী ছবি ৷
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার MCLR 1 জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর, একদিনের সুদের হার ৭.৯৫% থেকে বেড়ে ৮% হয়েছে। ১ মাসের সুদের হার ৮.২৫% হয়েছে। প্রতীকী ছবি ৷
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার MCLR 1 জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর, একদিনের সুদের হার ৭.৯৫% থেকে বেড়ে ৮% হয়েছে। ১ মাসের সুদের হার ৮.২৫% হয়েছে। প্রতীকী ছবি ৷
৩ মাসের সুদের হার ৮.৪০% হয়েছে। ৬ মাসের সুদের হার ৮.৬০% হয়েছে। ১ বছরের সুদের হার ৮.৮০% হয়েছে। ৩ বছরের সুদের হার ৯.০০% হয়েছে। প্রতীকী ছবি ৷৩ মাসের সুদের হার ৮.৪০% হয়েছে। ৬ মাসের সুদের হার ৮.৬০% হয়েছে। ১ বছরের সুদের হার ৮.৮০% হয়েছে। ৩ বছরের সুদের হার ৯.০০% হয়েছে। প্রতীকী ছবি ৷
৩ মাসের সুদের হার ৮.৪০% হয়েছে। ৬ মাসের সুদের হার ৮.৬০% হয়েছে। ১ বছরের সুদের হার ৮.৮০% হয়েছে। ৩ বছরের সুদের হার ৯.০০% হয়েছে। প্রতীকী ছবি ৷

New Business Opportunity: সরকারি বেসরকারি চাকরির থেকে মোটা টাকা আয়! বাড়িতে বসেই প্রতি মাসে রোজগার করুন ৭০ হাজার টাকা

ভাল সরকারি বা বেসরকারি কাজের প্রয়োজনীয়তা নেই ৷ কেননা বিরাট সুযোগ আসতে চলেছে এবার ৷ মাস গেলেই মোটা টাকা রোজগার করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
ভাল সরকারি বা বেসরকারি কাজের প্রয়োজনীয়তা নেই ৷ কেননা বিরাট সুযোগ আসতে চলেছে এবার ৷ মাস গেলেই মোটা টাকা রোজগার করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
অত্যন্ত সহজ ও সাধারণ পদ্ধতিতে বাড়িতে বসেই রোজগার করুন মাসে ৭৫ হাজার টাকা ৷ প্রতীকী ছবি ৷
অত্যন্ত সহজ ও সাধারণ পদ্ধতিতে বাড়িতে বসেই রোজগার করুন মাসে ৭৫ হাজার টাকা ৷ প্রতীকী ছবি ৷
দেশে দিনের পর দিন এটিএম ফ্রাঞ্চাইজির সংখ্যা দেশে বেড়েই চলেছে ৷ এরফলে সরাসরি লাভ পেতে পারেন ৷ মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা রোজগারের বিরাট সুযোগ আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
দেশে দিনের পর দিন এটিএম ফ্রাঞ্চাইজির সংখ্যা দেশে বেড়েই চলেছে ৷ এরফলে সরাসরি লাভ পেতে পারেন ৷ মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা রোজগারের বিরাট সুযোগ আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এবার জেনে নেওয়া যাক এটিএম ফ্রাঞ্চাইজির জন্য কোন কোন শর্তপূরণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
এবার জেনে নেওয়া যাক এটিএম ফ্রাঞ্চাইজির জন্য কোন কোন শর্তপূরণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
মেন রাস্তার ধারে এমন এক স্থান বাছতে হবে যেখানে সব জায়গাই দৃশ্যত হয়ে থাকে অর্থাৎ যে কোনও জায়গা থেকেই যাতে দেখতে পাওয়া যায় এটিএমটি সেই বিষয় খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
মেন রাস্তার ধারে এমন এক স্থান বাছতে হবে যেখানে সব জায়গাই দৃশ্যত হয়ে থাকে অর্থাৎ যে কোনও জায়গা থেকেই যাতে দেখতে পাওয়া যায় এটিএমটি সেই বিষয় খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
প্রতিটি মুহূর্তেই যেন মানুষের ভিড় থাকে এলাকাতে ৷ একটি গুরুত্বপূর্ণ এলাকাও যাতে থাকে ৷ প্রতীকী ছবি ৷
প্রতিটি মুহূর্তেই যেন মানুষের ভিড় থাকে এলাকাতে ৷ একটি গুরুত্বপূর্ণ এলাকাও যাতে থাকে ৷ প্রতীকী ছবি ৷
প্রতিটি মুহূর্তেই যেন মানুষের ভিড় থাকে এলাকাতে ৷ একটি গুরুত্বপূর্ণ এলাকাও যাতে থাকে ৷ প্রতীকী ছবি ৷
প্রতিটি মুহূর্তেই যেন মানুষের ভিড় থাকে এলাকাতে ৷ একটি গুরুত্বপূর্ণ এলাকাও যাতে থাকে ৷ প্রতীকী ছবি ৷
বিদ্যুতের সংযোগ ২৪ ঘণ্টাই থাকতে হবে, যেখানে এটিএম করার কথা ভাবছেন সেখানে ৷ প্রতীকী ছবি ৷
বিদ্যুতের সংযোগ ২৪ ঘণ্টাই থাকতে হবে, যেখানে এটিএম করার কথা ভাবছেন সেখানে ৷ প্রতীকী ছবি ৷
খেয়াল রাখতে হবে অন্য এটিএম থেকে দূরত্ব যেন কমপক্ষে ১০০ কিমির থাকে ৷ প্রতীকী ছবি ৷
খেয়াল রাখতে হবে অন্য এটিএম থেকে দূরত্ব যেন কমপক্ষে ১০০ কিমির থাকে ৷ প্রতীকী ছবি ৷
আবশ্যক নথি অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতেই হবে যদি এটিএম ফ্রাঞ্চাইজি নিতে হয় সেক্ষেত্রে ৷ প্রতীকী ছবি ৷
আবশ্যক নথি অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতেই হবে যদি এটিএম ফ্রাঞ্চাইজি নিতে হয় সেক্ষেত্রে ৷ প্রতীকী ছবি ৷
আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক ব্যালান্স, বাড়ির বা বাসস্থানের প্রমাণপত্র, বিদ্যুতের  বিল ইত্যাদি ৷ প্রতীকী ছবি ৷
আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক ব্যালান্স, বাড়ির বা বাসস্থানের প্রমাণপত্র, বিদ্যুতের বিল ইত্যাদি ৷ প্রতীকী ছবি ৷
এই সমস্ত শর্তপূরণ করলে তবেই এটিএম ফ্রাঞ্চাইজি নিতে পারবেন ৷ ভাল টাকা রোজগারও সম্ভব ৷ মোটা টাকা মাস ফুরলেই রোজগার করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
এই সমস্ত শর্তপূরণ করলে তবেই এটিএম ফ্রাঞ্চাইজি নিতে পারবেন ৷ ভাল টাকা রোজগারও সম্ভব ৷ মোটা টাকা মাস ফুরলেই রোজগার করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
তবে এই ব্যবসার ক্ষেত্রে সাধারণত যে যে প্রশ্ন ওঠে সেই প্রশ্নগুলি হল - এটিএম ফ্রাঞ্চাইজি পেতে গেলে কি পুঁজির প্রয়োজন থাকে? কিন্তু সেই অর্থে পুঁজির প্রয়োজন পড়েনা ৷ প্রতীকী ছবি ৷
তবে এই ব্যবসার ক্ষেত্রে সাধারণত যে যে প্রশ্ন ওঠে সেই প্রশ্নগুলি হল – এটিএম ফ্রাঞ্চাইজি পেতে গেলে কি পুঁজির প্রয়োজন থাকে? কিন্তু সেই অর্থে পুঁজির প্রয়োজন পড়েনা ৷ প্রতীকী ছবি ৷
এটিএম ফ্রাঞ্চাইজি পেতে গেলে কি কোনও ট্রেনিং দরকার হয়? হ্যাঁ এটিএম ফ্রাঞ্চাইজি নিতে হলে উপযুক্ত প্রযুক্তি প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
এটিএম ফ্রাঞ্চাইজি পেতে গেলে কি কোনও ট্রেনিং দরকার হয়? হ্যাঁ এটিএম ফ্রাঞ্চাইজি নিতে হলে উপযুক্ত প্রযুক্তি প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
এটিএম ফ্রাঞ্চাইজি পেতে গেলে কি স্থায়ী বাসস্থানের ঠিকানা প্রয়োজনীয়? এটিএম ফ্রাঞ্চাইজি পেতে গেলে স্থায়ী ঠিকানা থাকতেই হবে ৷ প্রতীকী ছবি ৷
এটিএম ফ্রাঞ্চাইজি পেতে গেলে কি স্থায়ী বাসস্থানের ঠিকানা প্রয়োজনীয়? এটিএম ফ্রাঞ্চাইজি পেতে গেলে স্থায়ী ঠিকানা থাকতেই হবে ৷ প্রতীকী ছবি ৷
এই ভাবেই সমস্ত শর্তপূরণ করলেই ঘরে বসে বসেই এটিএম ফ্রাঞ্চাইজি নিয়ে মোটা টাকা রোজগার করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
এই ভাবেই সমস্ত শর্তপূরণ করলেই ঘরে বসে বসেই এটিএম ফ্রাঞ্চাইজি নিয়ে মোটা টাকা রোজগার করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷