ইস্টবেঙ্গল: ২ (তালাল, দিয়ামান্তোকোস)
পারো এফসি: ২ (উইলিয়াম, ইভান্স)
কলকাতা: গত আট ম্যাচে যে টুর্নামেন্টেই নেমেছে সেখানেই হেরেছে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত টানা হারের পর পয়েন্ট পেল লাল-হলুদ। ভুটানের থিম্পুতে ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে ২-২ ড্র করল পারো এফসি-র বিরুদ্ধে। ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্য বলছেন, জেতা ম্যাচ ড্র করল তাদের দল।
দেশের মাটিতে আইএসএলে টানা ছয় ম্যাচে হার। সব টুর্নামেন্ট মিলিয়ে বললে আটটি পরাজয়। গত কয়েক মাসে চরম ব্যর্থতা দেখেছে লাল-হলুদ। এএফসি চ্যালেঞ্জ লিগেও ছবিটা বদলাল না। জয় এল না। তবে মন্দের ভাল যে এদিন আর হারতে হয়নি। অস্কার ব্রুজোর দল শেষমেষ এক পয়েন্ট ঘরে তুলল।
আরও পড়ুন- ‘দানা’র দাপট কমলেও রেহাই নেই বাংলার! কাঁপিয়ে ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি…!
এএফসি-র প্রতিযোগিতায় প্রথম একাদশে বিদেশির সংখ্যা নিয়ে নিষেধাজ্ঞা নেই। ফলে পাঁচ বিদেশিকে নিয়ে নামান কোচ অস্কার ব্রুজো। রক্ষণে হেক্টর ইয়ুস্তে এবং হিজাজি মাহের। আনোয়ার আলিকে খেলালেন রাইট ব্যাকে। এই পজিশনে আনোয়ার খেলেননি বহুদিন। রাইট ব্যাকে শৌভিক চক্রবর্তীকে খেলিয়ে মাঝমাঠে- কোচ রাখতে পারতেন আনোয়ারকে। মাঝমাঠে ছিলেন মাদিহ তালাল এবং সাউল ক্রেসপো। আক্রমণে দিমিত্রি দিয়ামানতাকোস।
বিদেশের মাটিতে বরাবর ভাল খেলে ইস্টবেঙ্গল। তবে সেই ইস্টবেঙ্গল যেন এখন আর নেই! এদিন শুরুতেই মাদিহ তালালের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ৫ মিনিটের মাথায় গোল শোধ করে পারো। পেনাল্টি থেকে গোল করে যান উইলিয়াম ওপোকু। এই ফুটবলার আবার কলকাতায় ভবানীপুর ক্লাবেও খেলে গিয়েছেন। হাফটাইমের আগে এগিয়ে যায় ভুটানের ক্লাব। গোল করেন ইভান্স আসান্তেই।
আরও পড়ুন- ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হ্যাম রেডিও! দেশ জুড়ে দুর্যোগে এগিয়ে তাঁরাই
ইস্টবেঙ্গল সমতা ফেরায় ৬৯ মিনিটে। বল জালে জড়িয়ে দেন দিমিত্রি দিয়ামান্তোকোস। এর পর সুযোগ এসেছিল অনেকগুলোই। কিন্তু কাজে লাগাতে পারল না ইস্টবেঙ্গল।