পুনে: ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক হারে বাড়তি কোনও রকমের অভিব্যক্তি দিতে চান না৷ কিন্তু এর মানে দলের ক্রিকেটারদের যাকে যাঁর মতো ছেড়ে দেবেন এ কিন্তু নয়৷ তিনি জানিয়েছেন দলের কিছু ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলবেন৷ ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টেও হার পাশাপাশি সিরিজ হারের পর সামনের চলার পথ ঠিক করতে চান তিনি৷
এদিন দ্বিতীয় টেস্টে ভারত হারে ১১৩ রানে৷ চতুর্থ ইনিংসে ভারতের সামনে ছিল বিশাল ৩৫৯ রানের লক্ষ্যমাত্রা৷ রান তাড়া করতে নেমে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতের গর্বের ব্যাটিং লাইনআপ৷ ১২ বছর বাদে ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল৷ শেষবার ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ২০১২-২০১৩-তে ইংল্যান্ডের বিরুদ্ধে , ফল ভারতের পক্ষে ১-২৷
এর মধ্যে ভারতের ঘরের মাঠে ১৮ টি সিরিজ জিতেছিল৷ রোহিত নিজের ম্যাচ শেষে জানিয়েছেন, ‘‘ আপনাকে বাড়তি কোনও রিঅ্যাকশন দিতে হবে না, কিন্তু একটা শান্ত আলাপচারিতা করতে হবে কিছু লোকের সঙ্গে, তারা কি এবং তারা কিসের জন্য আছে, একটা দল হিসেবে তাদের থেকে কী চাই৷’’
এই পরিস্থিতি থেকে স্পেকুলেশন করা ঠিক হবে না , তবে সত্যিটা সকলের মাথায় থাকবে- এমনটাই জানিয়েছেন রোহিত শর্মা৷
তিনি বলেন, ‘‘আমি মনে করি না যে টিম রুমে বসে প্রত্যেক প্লেয়ারের সঙ্গে বসে একে একে ধরে সকলকে বলতে হবে যে তোমরা কী ইনিংস খেলেছ, আর তোমাদের আসলে কী করা উচিত৷ আমার মনে হয় না এটা সঠিক ফোরাম যেখানে এটা করা উচিত৷’’
রোহিত আরও বলেন, ‘‘শুধুমাত্র একটা সিরিজ হেরেছি তার জন্য আলাদারকমভাবে কিছু বলা উচিত বা কিছু করা উচিত, কিন্তু নিশ্চিত কিছু একটা করতে হবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য৷’’
রোহিত জানিয়েছেন তিনি নিজের সতীর্থদের বিশ্বাস করেন৷ ভারতীয় দল এত এত ম্যাচ জিতেছে ফলে বিশ্বাস হারানোর কোনও বিষয় নেই৷
একাধিক সিনিয়র, যেমন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা সেভাবে নিজেদের দায়িত্ব অনুসারে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে পারফর্ম করতে পারেননি৷ এই বিষয়ে তিনি বলেন, ‘‘ আমি কারোর প্রতিভা নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারি না, আমি এটা নিয়ে খুব বেশি পোস্টমর্টেম করতে পারি না৷ প্রত্যেক ব্যাটার নিজের প্ল্যান নিয়ে আসে, সেইরকম ভাবেই নিজের প্লেয়ারদের ওপর ভরসা রাখুন যেভাবে নিউজিল্যান্ড ভরসা রেখেছে৷’’
এদিকে এই সিরিজে রোহিতের এই ব্যাট থেকে চার ইনিংসে ২, ৫২, ০ ও ৮ ৷