বিনোদন Meet India’s richest female singer: ২০০ কোটির সম্পত্তি, ইনিই ভারতের সবথেকে ধনী গায়িকা, নামটা শুনলে চমকে যাবেন! শ্রেয়া, সুনিধি বা নেহা নন কিন্তু Gallery October 27, 2024 Bangla Digital Desk বলিউড কাঁপিয়ে বেড়ান বঙ্গ-তনয়া শ্রেয়া ঘোষাল। হিন্দি- বাংলা ছবি, এমনকি নিজের অ্যালবামেও গান গেয়েছেন শ্রেয়া। বলিউড সূত্রে খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা। কিন্তু তিনি ভারতের সবথেকে ধনী গায়িকা নন। গায়িকাদের তালিকায় সম্পত্তির নিরিখে শ্রেয়ার পরেই নাম রয়েছে সুনিধি চৌহানের। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। তৃতীয় স্থানে আছেন নেহা কক্কর। তাঁর মোট সম্পত্তি ৪০ কোটি টাকার কাছাকাছি। কিন্তু শ্রেয়া, সুনিধী বা নেহা… এরা কেউ-ই ভারতের সবথেকে ধনী গায়িকা নন! সবথেকে ধনী গায়িকার শিরোপা পেয়েছেন অন্য একজন। নামটা শুনলে বিশ্বাসই হবে না। কে বলুন তো? শ্রেয়া, সুনিধি বা নেহা কক্করের সম্পত্তির থেকে ঢের বেশি সম্পত্তির মালকিন ভারতের সবথেকে ধনী গায়িকার। বলিপাড়া সূত্রে খবর, তাঁর মোট সম্পত্তির অঙ্ক ২০০ কোটি। কার কথা হচ্ছে বলুন তো? বলিউডের সবথেকে ধনী গায়িকা হলেন তুলসী কুমার। বলিউডের জনপ্রিয় সঙ্গীতনির্মাতা গুলশন কুমারের মেয়ে তুলসী। ১৯৮৬ সালের ১৫ মার্চ মুম্বইয়ে জন্ম তুলসীর। নয়াদিল্লির স্কুল এবং কলেজে পড়াশোনা। মনোবিদ্যায় স্নাতক। গানবাজনার প্রতি ছোট থেকেই আগ্রহ ছিল তুলসীর। ৬ বছর বয়স থেকে গান শেখা শুরু করেন, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন। তাঁর যখন ১১ বছর বয়স মৃত্যু হয় বাবা গুলশন কুমারের। সঙ্গীত প্রযোজনা সংস্থা ছিল গুলশনের। পারিবারিক ব্যবসায় তুলসী এবং তাঁর দাদা ভূষণ কুমার কাজ শুরু করেন। ২০০৬ সাল থেকে শুরু করেন হিন্দি ছবিতে প্লেব্যাক। দর্শন রাভাল, হিমেশ রেশমিয়া, আরমান মালিক, জ়ুবিন নৌটিয়াল, অরিজিৎ সিংহ, বাদশা, আতিফ আসলামের মতো গায়কের সঙ্গে গেয়েছেন তুলসী। ২০০৯ সালে নিজের অ্যালবাম মুক্তি পায় তুলসীর। গান গেয়েছেন ‘চুপ চুপ কে’, ‘হমকো দিওয়ানা কর গয়ে’, ‘অকসর’, ‘টম, ডিক অ্যান্ড হ্যারি’, ‘ফির হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘বিল্লু বার্বার’, ‘দুলহা মিল গয়া’, ‘পাঠশালা’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, ‘রেডি’, ‘দবং ২’, ‘আশিকি ২’, ‘ইয়ারিয়া’, ‘সিঙ্ঘম রিটার্নস’, ‘রয়’, ‘সাহো’, ‘বাঘি ৩’-এর মতো ছবিতে। ২০১৫ সালে দিল্লির ব্যবসায়ী হিতেশ রলহনকে বিয়ে করেন তুলসী কুমার। ২০১৭ সালে পুত্রসন্তানের জন্ম দেন তুলসী।