লাইফস্টাইল Cleaning Tips: মাকড়সার জাল সাফ করতে নাজেহাল! দীপাবলির আগেই ঝকঝকে হবে বাড়ি, রইল সহজ টিপস Gallery October 27, 2024 Bangla Digital Desk বেশিরভাগ বাড়িতেই দীপাবলিতে পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে। সবচেয়ে কঠিন কাজ হল মাকড়সার জাল সাফ করা। এগুলি প্রায়ই কোণে এবং উঁচু জায়গায় থাকে। কিন্তু খুব সহজেই মাকড়সার জাল পরিষ্কার করা যায়। বিস্তারিত জেনে নেওয়া যাক। বেশিরভাগ বাড়িতেই দীপাবলিতে পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে। সবচেয়ে কঠিন কাজ হল মাকড়সার জাল সাফ করা। এগুলি প্রায়ই কোণে এবং উঁচু জায়গায় থাকে। কিন্তু খুব সহজেই মাকড়সার জাল পরিষ্কার করা যায়। বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিনিগার এবং জলের দ্রবণ মাকড়সাকে দূরে রাখতে অনেক সাহায্য করতে পারে। এর জন্য সমপরিমাণ ভিনেগার ও জল মিশিয়ে একটি স্প্রে বোতলে এই দ্রবণটি ভরে নিন। যেসব জায়গায় মাকড়সার জাল প্রায়ই দেখা যায় সেসব জায়গায় এই দ্রবণটি স্প্রে করুন। ভিনেগারের গন্ধ থেকে মাকড়সা দূরে থাকে। মাকড়সা ল্যাভেন্ডার, পেপারমিন্ট বা ইউক্যালিপটাসের মতো তেলের গন্ধ পছন্দ করে না। একটি স্প্রে বোতলে এই তেলের কয়েক ফোঁটা জলে মিশিয়ে ঘরের কোণে ছিটিয়ে দিন। এতে মাকড়সা দূরে থাকে এবং ঘরে সুগন্ধও থাকে। ঘরের দেওয়ালে ফাটল থাকলে তা ভরে নিন। মাকড়সা এই ফাটলে বাসা তৈরি করে এবং ডিম পাড়ে। এ জন্য সাদা সিমেন্ট বাড়িতে নিয়ে এসে ফাটল পূরণ করুন। মাকড়সা এমন জায়গায় বেশি জাল তৈরি করে যেখানে অন্ধকার এবং আর্দ্রতা থাকে। যদি এমন কোনও জায়গা থাকে, তাহলে নিয়মিত সেই জায়গা পরিষ্কার করতে থাকুন। লেবুর রসে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা মাকড়সা তাড়াতেও সাহায্য করতে পারে। সেই জন্য জলে লেবুর রস মিশিয়ে ঘরের কোণে স্প্রে করুন।