ভারতের সব থেকে হতভাগ্য ক্রিকেটার, ৭ বছর ধরে লাইনে দাঁড়িয়ে, বসে বসে কেরিয়ার শেষ!

কলকাতা: ভারতের সব থেকে হতভাগ্য ক্রিকেটার তিনি! অনেকে বলেন রাজনীতির কারণে তাঁর কেরিয়ার শেষ হয়েছে। এই ক্রিকেটার কেরিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। তা সত্ত্বেও তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার প্রায় শেষ।

এই ক্রিকেটার যদি সুযোগ পান তবে তিনি আজ টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় তারকা ক্রিকেটারদের মধ্যে থাকতে পারতেন। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজের তৃতীয় টেস্ট ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ব্যাটার করুণ নায়ার।

আরও পড়ুন- টানা ৮ ম্যাচে হার, অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গলে! তবে এখনও সেই অচেনা লাল-হলুদ

বীরেন্দ্র শেহওবাগ ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যান এর আগে এমন রেকর্ড করতে পারেননি। এই ট্রিপল সেঞ্চুরির পরই শুরু হয় করুণ নায়ারের কেরিয়ারের কাউন্টডাউন।

করুণ নায়ারকে শেষবার ২০১৭ সালের মার্চ মাসে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা গিয়েছিল। ট্রিপল সেঞ্চুরি করা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। কিন্তু ভারতীয় নির্বাচকরা তাঁর অবদান পুরোপুরি ভুলে গিয়েছেন।

করুণ নায়ার ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৮ সালের টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু পুরো সফরে একটি ম্যাচও খেলেননি। ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর বিরুদ্ধে বড় অভিযোগ করেছিলেন করুণ নায়ার।

করুণ নায়ার বলেছিলেন, ইংল্যান্ডে পাঁচটি টেস্ট ম্যাচের জন্য আমাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু প্লেয়িং ইলেভেনে একটি ম্যাচেও অন্তর্ভুক্ত হয়নি। আমার সাথে কেউ কথাও বলেনি।

আরও পড়ুন- কেকেআরের ক্যাপ্টেন বদল! শ্রেয়সকে মোটা টাকা দিতে রাজি ২টি দল, বড় আপডেট

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে করুণ নায়ার যখন ট্রিপল সেঞ্চুরি করেছিলেন, তখন মনে হয়েছিল করুণ নায়ার লম্বা রেসের ঘোড়া। কিন্তু তা হয়নি। ট্রিপল সেঞ্চুরি করে দল থেকে বাদ পড়েন তিনি। টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি এর পর অজিঙ্কা রাহানেকে দল থেকে বাদ দিতে চাননি বলেই এমনটা হয়েছিল বলে মনে করা হয়।

করুণ নায়ারের  অভিষেক হয় ২০১৬ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। ২০১৭ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। মাত্র ৬টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর ৩০৩ রান।