ল্যান্ডফল হয়ে গিয়েছে দানার। তবে বৃষ্টি এখনও অব্যাহত। এদিকে ঘূর্ণিঝড়ের দাপট সেভাবে বাংলার বিভিন্ন প্রান্তে না থাকলেও বৃষ্টি কিন্তু অব্য়াহত। এদিকে বাংলার মুখ্য়মন্ত্রী কার্যত সারারাত কন্ট্রোল রুমে থেকে নজর রেখেছেন। এদিকে দানা চলে গিয়েছে। তবে এবার ত্রাণ বণ্টনের উপর নজর রাখছেন মমতা। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি এনিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। এমনকী কোন জেলায় কতটা ক্ষয়ক্ষতি হল তা নিয়ে তিনি খোঁজখবর নেন। উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাকে নিয়ে উদ্বেগ সবথেকে বেশি ছিল। সেখানকার পরিস্থিতি সম্পর্কে বার বার খোঁজ নেন মুখ্য়মন্ত্রী।