বিমানের বোর্ডে বোমা রাখা আছে!

Airport: বিমানের বোর্ডে বোমা রাখা আছে! ১৮ টি বিমানকে কীভাবে দেওয়া হল হুমকি?

কলকাতাঃ  এক্স হ্যান্ডেল ব্যবহার করে সারাদেশে আঠারোটা বিমানে বোমা রাখা আছে বলে হুমকি। কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালুরু-সহ একাধিক জায়গায় মোট ১৮ টা বিমানে বোমা রাখা আছে বলে এমনটাই উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ জিন্সের প্যান্টের পকেটে ছোট তামার বোতাম কেন থাকে? উত্তরটা জানলে কিন্তু নিশ্চিত অবাক করবে

কলকাতা থেকে দিল্লিগামী ভিস্তারা বিমান, ব্যাঙ্গালুরু থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান-সহ মোট পাঁচটি বিমানে বোমা আছে এমনটাই উল্লেখ করা হয়, এখনও পর্যন্ত দুটি বিমান চিহ্নিত করা হয়েছে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেই এই হুমকি দেওয়া হয়েছে বলে জানতে পারা গিয়েছে। এই বিমানগুলিতে সারাদেশে জরুরি অবতরণের ভিত্তিতে তল্লাশি চালানো হচ্ছে। এর আগেও একাধিকবার এরকম হুমকি এসেছে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ‍্যে, Civil Aviation Ministry প্রেস কনফারেন্স করেন। বিমানে লাগাতার বোমাতঙ্ক নিয়ে কী কী পদক্ষেপ করা হবে তা নিয়েও হল সিদ্ধান্ত। সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার রাম মোহন নাইডু (RamMohan Naidu, Civil aviation Minister) বলেন, “আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যাত্রীদের নিরাপত্তা, এবং সময়ানুবর্তিতা। বিমান যাত্রা যাতে কোনও রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে আমরা দায়বদ্ধ। বিমানবন্দরের বর্তমান নিরাপত্তা পরিকাঠামোর পাশাপাশি আরও কড়া নিরাপত্তা ব্যবস্থাপনা করা হচ্ছে।”