জ্যোতিষকাহন Dhanteras 2024: ধনতেরাস শতগুণে শক্তিশালী! একটি জিনিস কিনলেই ১৩ গুণ টাকা পয়সা বাড়বে Gallery October 27, 2024 Bangla Digital Desk কার্তিক মাসের ত্রয়োদশীর কৃষ্ণপক্ষে ধনদেবীর উৎসবের দিন ধনতেরাস নামে পরিচিত ৷ ধনতেরাসের তিথি বা ত্রয়োদশী তিথিকে ধন্বন্তরী ত্রয়োদশী বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ ধনতেরাসে পাঁচ দেবতা সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পুজো হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ মনে করা হয়ে থাকে সমুদ্রমন্থনের সময়ে মা লক্ষ্মীর আবিভার্ব হয়েছিল এই প্রতীক অনুসারে ঐশ্বর্য বৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধির জন্য বাসনপত্র কেনার রীতিনীতি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ আগামী ২৯ অক্টোবর ধনতেরাসের দিন, জ্যোতিষাচার্য অনীষ ব্যাস সূত্রে জানতে পারা গিয়েছে ভগবান ধন্বন্তরী জয়ন্তি ধনতেরাস নামেই পরিচিত ৷ প্রতীকী ছবি ৷ এই পর্ব আগামী ২৯ অক্টোবর ২০২৪ পালিত হবে ৷ সমুদ্র মন্থনের সময়ে ধন্বন্তরী ও মা লক্ষ্মীর জন্ম হয় ৷ এই কারণেই ধনতেরাসের দিনে ভগবান ধন্বন্তরী মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনসম্পদের দেবীর উৎসব শুরু হয়ে থাকে ৷ এটিই ধনতেরাস নামে পরিচিত ৷ প্রতীকী ছবি ৷ দীপাবলির আগে ধনতেরাস পালিত হয়ে থাকে ৷ সমুদ্র মন্থনের সময়ে কলসির সঙ্গে মা লক্ষ্মীর আগমন হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷ এইদিন কোনও নতুন সামগ্রী কিনলে টাকা পয়সা বাড়বে ১৩ গুণ ৷ প্রতীকী ছবি ৷ Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷