Rajesh Khanna Sharmila Tagore

Bollywood Flashback: একের পর এক হিট ছবি সত্ত্বেও রাজেশ খান্নার সঙ্গে ছবি করা বন্ধ করে দেন শর্মিলা, কারনটা জানলে চমকে যাবেন

কখনও 'আরাধনা', কখনও 'অমর প্রেম', কখনও বা 'ত্যাগ', 'সফর'...সত্তর থেকে আশির দশকে বড় পর্দা কাঁপিয়েছে শর্মিলা ঠাকুর- রাজেশ খান্না জুটি।
কখনও ‘আরাধনা’, কখনও ‘অমর প্রেম’, কখনও বা ‘ত্যাগ’, ‘সফর’…সত্তর থেকে আশির দশকে বড় পর্দা কাঁপিয়েছে শর্মিলা ঠাকুর- রাজেশ খান্না জুটি।
১৯৬৯ সালে শুরু! ‘আরাধনা’ ছবিতে রাজেশ-শর্মিলার কেমিস্ট্রি আসমুদ্র হিমাচলে জাদু করেছিল। এরপর একে একে একের পর এক ব্লাকবাস্টার ছবি। কিন্তু আচমকাই একদিন রাজেশ খান্নার সঙ্গে ছবি করা বন্ধ করে দেন শর্মিলা। কেন জানেন?
১৯৬৯ সালে শুরু! ‘আরাধনা’ ছবিতে রাজেশ-শর্মিলার কেমিস্ট্রি আসমুদ্র হিমাচলে জাদু করেছিল। এরপর একে একে একের পর এক ব্লাকবাস্টার ছবি। কিন্তু আচমকাই একদিন রাজেশ খান্নার সঙ্গে ছবি করা বন্ধ করে দেন শর্মিলা। কেন জানেন?
রাজেশ খান্নার মৃত্যুর পর, তাঁকে নিয়ে তৈরি হওয়া অডিয়োবুক ‘রাজেশ খান্না: এক তনহা সিতারা’-তে শর্মিলা জানিয়েছিলেন, তাঁদের জুটি সুপারহিট ছিল, তবু একসময়ে তিনি রাজেসের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন। এর নেপথ্যে প্রধান কারণ ছিল, রাজেশের দেরী করে শুটিংয়ে আসার স্বভাব।
রাজেশ খান্নার মৃত্যুর পর, তাঁকে নিয়ে তৈরি হওয়া অডিয়োবুক ‘রাজেশ খান্না: এক তনহা সিতারা’-তে শর্মিলা জানিয়েছিলেন, তাঁদের জুটি সুপারহিট ছিল, তবু একসময়ে তিনি রাজেসের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন। এর নেপথ্যে প্রধান কারণ ছিল, রাজেশের দেরী করে শুটিংয়ে আসার স্বভাব।
শর্মিলা সকাল আটটায় স্টুডিও আসতেন, চাইতেন রাত ৮টার মধ্যে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে। কিন্তু রাজেশ খান্নার সঙ্গে কাজ করলে এ ছিল অসম্ভব। শর্মিলার কথায়, '' সকাল ৯টায় শিফট থাকলে উনি ১২টার আগে আসতেনই না। আমরা সময়ে কাজ শেষ করতে পারতাম না। কাজেই ইউনিট আমায় চাপ দিত বাড়তি সময় কাজ করতে। এটা যেন একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল।''
শর্মিলা সকাল আটটায় স্টুডিও আসতেন, চাইতেন রাত ৮টার মধ্যে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে। কিন্তু রাজেশ খান্নার সঙ্গে কাজ করলে এ ছিল অসম্ভব। শর্মিলার কথায়, ” সকাল ৯টায় শিফট থাকলে উনি ১২টার আগে আসতেনই না। আমরা সময়ে কাজ শেষ করতে পারতাম না। কাজেই ইউনিট আমায় চাপ দিত বাড়তি সময় কাজ করতে। এটা যেন একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল।”
কাজেই একটা সময়ের পর শর্মিলা রাজেশ খান্নার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন। তিনি এও বলেন, '' একসময় রাজেশ খান্নাও একই নায়িকার সঙ্গে পরের পর ছবি করতে চাইতেন না।''
কাজেই একটা সময়ের পর শর্মিলা রাজেশ খান্নার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন। তিনি এও বলেন, ” একসময় রাজেশ খান্নাও একই নায়িকার সঙ্গে পরের পর ছবি করতে চাইতেন না।”
বলিউডের প্রথম সুপারস্টার ছিলেন রাজেশ খান্না। কিন্তু একসময়ে তাঁর-ও পতন আসে। ধীরে ধীরে ছবি হিট করা কমে যায়। ২০১১ সালে রাজেশের ইনটেস্টিনাল ক্যানসার ধরা পরে। পরের বছর জুলাই মাসে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৬৯ বছর।
বলিউডের প্রথম সুপারস্টার ছিলেন রাজেশ খান্না। কিন্তু একসময়ে তাঁর-ও পতন আসে। ধীরে ধীরে ছবি হিট করা কমে যায়। ২০১১ সালে রাজেশের ইনটেস্টিনাল ক্যানসার ধরা পরে। পরের বছর জুলাই মাসে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৬৯ বছর।