উত্তর দিনাজপুর, জ্যোতিষকাহন Diwali 2024: ভূত চতুর্দশীতে ভুলেও এই কাজ নয়, ঘরের ঘড়িতে নজর রাখুন…! এই লক্ষণ দেখলে বিপদে পড়তে পারেন Gallery October 28, 2024 Bangla Digital Desk *কালীপুজো আসতে আর মাত্র কয়েকটা দিন। তবে কালীপুজোর আগে ভূত চতুর্দশীতে করে ফেলুন এই কাজগুলো। দীপাবলির একদিন আগে অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালিত হয়। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি। *এই দিনটি মা কালীকে উৎসর্গ করা হয়, বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহা শাস্ত্রী জানান, ভূত চতুর্দশীর দিনে কী কী করা উচিত, কোনটি অনুচিত জেনে নিন- ঘরে ঘরে ১৪টি করে প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে। এদিন অবশ্যই মনে করে ১৪ শাক খাবেন। ফাইল ছবি। *এদিন অবশ্যই একটি নতুন ঝাড়ু বা ঝাঁটা কিনে ঘরের ভেতর এবং বাইরের সমস্ত স্থানের নোংরা আবর্জনা ভাল করে পরিষ্কার করে কাঁচা বাড়িতে গোবর জল, পাকা বাড়িতে গঙ্গা জল ছিটাতে ছিটাতে ভুলবেন না। ঘরের কোনও অংশেই যেন ঝুল না থাকে। কারণ ঝুল একটি অশুভ বস্তু। ফাইল ছবি। *পুরনো জুতো জামা কাপড় ইত্যাদি ফেলে দিতে ভুলবেন না, কারণ এগুলোও অশুভত্বের লক্ষণ। বাড়ির বা ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব কোন সর্বদাই পবিত্র রাখুন, কারণ ঈশান কোণটি অপবিত্র রাখাও অশুভত্বের লক্ষণ। ফাইল ছবি। *এ দিন বন্ধ ঘড়ি কখনওই বাড়িতে রাখবেন না। যদি ব্যাটারি পাল্টে দিলে ঘড়িটি চলে তাহলে ঘড়িটির ব্যাটারি পাল্টে দিন। কারণ এটিও অশুভ লক্ষণ। ভূত চতুর্দশীর আগে অবশ্যই এই কাজগুলো করে ফেলুন। ফাইল ছবি।