জ্যোতিষকাহন Diwali 2024 Lakshmi Puja: কালীপুজোর সন্ধ্যায় বাড়িতে দীপান্বিতা লক্ষ্মীপুজো? ভুলেও করবেন না এই ছোট্ট কাজটি, তছনছ হবে গোটা জীবন Gallery October 28, 2024 Bangla Digital Desk *কোজাগরী লক্ষ্মীপুজো বেশি পরিচিত ও জনপ্রিয় হলেও মূলত এদেশীয় বা পশ্চিমবঙ্গীয়দের ঘরে পূজিতা হন দীপান্বিতা লক্ষ্মীদেবী। বাংলার পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলিতে বেশি প্রচলিত দীপান্বিতা লক্ষ্মীপুজো। বাংলার বাইরেও দীপাবলিতে পূজিতা হন দেবী লক্ষ্মী এবং পূজিত হন গণপতি। ফাইল ছবি। *কোজাগরী লক্ষ্মীপুজো যেমন পূর্ণিমায় হয়, দীপান্বিতা লক্ষ্মীপুজো হয় অমাবস্যায়। যে পঞ্জিকা আপনি অনুসরণ করেন, সেই পঞ্জিকায় কার্তিক অমাবস্যা যত ক্ষণ আছে, তার মধ্যে দীপান্বিতা লক্ষ্মীপুজো করুন। ফাইল ছবি। *কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় কালীপুজো৷ এ বছর শ্যামাপূজার তিথি পড়েছে ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হচ্ছে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ৩.৫২ মিনিটে। অমাবস্যা তিথি থাকবে ১ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬.১৬ পর্যন্ত। ফাইল ছবি। *বাংলায় কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর বিভিন্ন অমাবস্যার তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকেই বাড়িতেও কালীপুজো হয়। অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করেন। দেখে নিন এ বছরের কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো, ভাইফোঁটার দিনক্ষণ, শুভ সময়। ফাইল ছবি। *কালীপুজোর নিয়ম বেশ কঠিন। বেশ রাতে পুজো হয়। ভক্তরা দিনভর উপবাসের পরে মা কালীর পুজো দেন। মা কালীর পুজোয় নানা নিয়ম রয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলে পূজার্চনা। এমনকি কালীপুজোয় অনেক জায়গায় এখনও বলি দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। ফাইল ছবি। *কালীপুজো অনুষ্ঠিত হয় মধ্যরাতে। তাই ৩১ অক্টোবর গভীর রাতে পূজিতা হন কালী। কালীপুজোর নিশীথপূজার সময় রাত ১১.৪৭ থেকে ১২.৩৯ মিনিট পর্যন্ত। কালীপুজোর রাতে শুধুই শ্যামাদেবী নন। পূজিতা হন ধনসম্পদের দেবী লক্ষ্মীও। বাঙালি ঘরে এই পুজো পরিচিত দীপান্বিতা লক্ষ্মীপুজো নামে। ফাইল ছবি। *অনেক পরিবারে দীপান্বিতা লক্ষ্মীপুজোর আগে অলক্ষ্মী বিদায়ের একটি পর্ব থাকে। আবার অনেক পরিবারে শুধুই দীপান্বিতা লক্ষ্মী পূজিতা হন। দীপান্বিতা লক্ষ্মীপুজোও শুধু প্রদোষে বা সন্ধ্যায় হয়। সেদিক থেকে এ বছর ৩১ অক্টোবর বা ১ নভেম্বর অমাবস্যা তিথি থাকতে থাকতে সন্ধ্যায় এই পুজোর আয়োজন করতে হবে। মনে করা হয় দীপান্বিতা লক্ষ্মীপুজো করলে সংসার থেকে বাধা বিঘ্ন অশান্তি দূর হয়ে শ্রী, সৌভাগ্য ও ধনসম্পদের বর্ষা হয়। ফাইল ছবি। *দীপান্বিতা লক্ষ্মীপুজোয় দিন কী করবেন, কী করবেন না? ফাইল ছবি। *ভালো করে ঘর ধুয়ে পরিষ্কার করুন। লক্ষ্মী অপরিছন্নতা পছন্দ করেন না। গঙ্গাজল দিয়ে ঘর পরিশুদ্ধ করে নিন। ফাইল ছবি। *ঘরের সেরা জায়গাটি পুজো করার স্থান হিসাবে বেছে নিন। পুজোয় দেবীর আসনে লাল কাপড় ব্যবহার করুন। কয়েকটি দানা শস্য ছড়িয়ে দিন। চেষ্টা করুন প্রতিমা যেন পূর্ব দিকে মুখ করে বসানো হয়। ফাইল ছবি। *দেবীর সামনে রুপো বা পিতলের কলস স্থাপন করুন। তার মধ্যে সুপারি, গাঁদাফুল, কয়েকদানা চাল দিয়ে কলসের উপর আম্রপল্লব দিয়ে দেবেন। ফাইল ছবি। *হলুদ গাঁদা বা সাদা ফুল, মালা ব্যবহার করুন পুজোয়। ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না। ফাইল ছবি। *মায়ের সামনে অবশ্যই সর্বদা প্রদীপ জ্বালিয়ে রাখুন। ঘট না নাড়ানো পর্যন্ত প্রদীপটি যাতে জ্বলে, সেদিকে নজর রাখবেন। ঘরের কোনও কোণ যেন অন্ধকার না থাকে, তা সুনিশ্চিত করবেন। ফাইল ছবি।