ব্যবসা-বাণিজ্য Indian Currency: অবিশ্বাস্য! ভারতের ১০০ টাকা পাকিস্তানের কত টাকা জানেন? শুনলে চমকে উঠবেন! Gallery October 28, 2024 Bangla Digital Desk একটা সময়ে ডলারের দাম ভারতীয় টাকার তুলনায় কম ছিল। এখন ছবি বদলে গিয়েছে পুরোটাই। ডলারের তুলনায় বর্তমানে ভারতের টাকার মান অনেকটা কমে গেলেও পড়শি দেশগুলোর ক্ষেত্রে কিন্তু ছবিটা একেবারে আলাদা- সেখানে ভারতের টাকার মান খুব কম কিন্তু নয়। মানে, ভারতীয়রা যাঁরা নিচের তালিকাভুক্ত দেশগুলোয় যাবেন, কাজের সূত্রেই হোক বা ভ্রমণের স্বার্থে, সেখানে তাঁদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে। পড়শি দেশগুলোয় ভারতের ১ টাকার মূল্যই কতগুণ হয়ে যায়, জানলে সত্যি অবাক হতে হয়। সেই দেশগুলোয় যাওয়ার জন্য তখন মন আনচান করে বইকি! সৌন্দর্য আর কেনাকাটা, দুটোই যে মন ভরিয়ে দেবে। অতএব, জেনে নেওয়া যাক পড়শি দেশগুলোয় ভারতের টাকার মান কত। বলে রাখা ভাল যে ভারতের টাকার মান পড়শি দেশগুলির ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এক একেটি দেশে ভারতের টাকার মান এক একরকম। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের পড়শি দেশে ভারতের ১ টাকা কতগুণ হতে পারে। – ভারতীয় ১ টাকার দাম পড়সি দেশ নেপালে প্রায় ১.৬০ গুণ বেশি। – পাকিস্তানে ভারতের ১ টাকার দাম, ২.৫ পাকিস্তানি রুপির সমান। – বাংলাদেশে ভারতের ১ টাকার দাম, ১.৫ বাংলাদেশি টাকার সমান। – শ্রীলঙ্কায় ভারতের ১ টাকার দাম, ২.৫ শ্রীলঙ্কান রুপির সমান। – ভুটানে ভারতের ১ টাকার দাম, ১ ভুটানি চটেমির সমান। – চিনে ভারতের ১ টাকার দাম, ০.১৪ চিনা ইউয়ানের সমান। – আফগানিস্তানে ভারতের ১ টাকার দাম, ১.৫ আফগানির সমান।