ব্যবসা-বাণিজ্য Cheapest Gold in Dhanteras: ধনতেরসে সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ, মাত্র হাজার টাকায় ঘরে আনুন সোনা ! কোথায় মিলছে দেখুন Gallery October 29, 2024 Bangla Digital Desk এত সস্তা! হ্যাঁ, হাজার টাকা খরচ করলেই মিলছে সোনা। ধনতেরসের দিন মধ্যবিত্তের সোনায় সোহাগা। এমনই সুযোগ নিয়ে এসেছে Paytm। বেলা গড়ালেই জুয়েলার্সের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করবে। মাছি গলারও জায়গা থাকবে না। কিন্তু Paytm দিচ্ছে বাড়িতে বসেই সস্তায় সোনা কেনার সুযোগ। ধনতেরসে সোনা কেনার রেওয়াজ বহু প্রাচীন। এই দিন হলুদ ধাতু বাড়িতে আনলে সুখ-সমৃদ্ধি আসে। এমনটাই বিশ্বাস। কিন্তু এ বছর দামের ছ্যাঁকায় প্রাণ ওষ্ঠাগত হওয়ার যোগাড়। ১০ গ্রাম সোনার দাম প্রায় ৮০ হাজার টাকা ছুঁইছুঁই। সোনা কেনার কথা ভাবলেই বুক কাঁপছিল অনেকের। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে অবতীর্ণ হল Paytm। Paytm-এ ১০০১ টাকায় সোনা: Paytm অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। আর্থিন লেনদেনের অ্যাপ। ধনতেরসে তারাই সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে। এর জন্য স্মার্টফোনে Paytm অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর অ্যাপ খুললেই আসবে ‘Buy Gold’ অপশন। ব্যস, অপশনে ক্লিক করে সামর্থ্য অনুযায়ী সোনা কিনতে পারবেন গ্রাহক। এই অপশন থেকেই ১০০১ টাকায় সোনাও কেনা যাবে। হ্যাঁ, আশ্চর্য মনে হলেও সত্যি। ১০০১ টাকায় গ্রাহক পাবেন ০.১২৩৯ গ্রাম সোনা। তবে এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি দিতে হবে। সব মিলিয়ে খরচ পড়বে ১০৩১.০৪ টাকা। এর রসিদও মিলবে। অর্থাৎ গ্রাহক চাইলে পরবর্তীকালে এই সোনা বিক্রিও করতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আগামী দিনে দাম বাড়লে এই সোনার দামও বাড়বে। আর বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেই রেখেছেন, পরের বছর দীপাবলির সময় সোনার দাম বেড়ে ১ লাখ টাকা হতে পারে। তাহলে এদিনের ১০০১ টাকায় কেনা সোনা ফুলে ফেঁপে কোথায় পৌঁছবে একবার ভাবুন। এছাড়া রয়েছে MMTC-PAMP। LBMA স্বীকৃত সংস্থা হওয়ায় নিশ্চিন্তে কেনা যায়। ধনতেরসে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাই চোখ বন্ধ করে সস্তায় সোনা কিনতে পারেন গ্রাহক। খাঁটি এবং বিশুদ্ধ সোনা মিলবে একদম কম দামে। বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে এর জন্য ন্যূনতম ১ গ্রাম সোনা কেনা বাধ্যতামূলক। ডিজিটাল সোনা কেনা সহজ। ব্যাঙ্ক, ডিজিটাল ওয়ালেট কিংবা ব্রোকারেজ সংস্থাগুলি ডালি সাজিয়ে বসে রয়েছে। কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমেও সোনা কেনাবেচা করা যায়। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম তো রয়েছেই। সারা বছরই সোনা কেনাবেচা চলে। ধনতেরসে এখান থেকেও সোনার গয়না কিংবা মুদ্রা কিনতে পারেন গ্রাহক।