রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্য

Ration Scam Case: রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! এ কী এল ইডির হাতে? এবার ফাঁস হয়ে যাবে ‘সব’!

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় এবার ইডির হাতে বড় প্রমাণ। কেন্দ্রীয় তদন্তকারী দলের নজরে এবার আটটি মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস। গত সপ্তাহে তল্লাশি অভিযানে আট-আটটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডিজিটাল ডিভাইস। একইসঙ্গে বাজেয়াপ্ত একাধিক কোম্পানি সংক্রান্ত নথি হাতে এসেছে তদন্তকারী দলের হাতে।

সূত্রের খবর, ইডির স্পেশাল প্রযুক্তি বিশেষজ্ঞরা ফোনগুলি পরীক্ষা করে দেখেন। মহেন্দ্র আগরওয়াল নামের বাঙুরের এক ব্যবসায়ী ও অন্য চারজন রেশন ডিলার ও চার জন ডিস্ট্রিবিউটারের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এই ফোন ও ডিজিটাল ডিভাইসগুলি।

আরও পড়ুন: হুড়মুড়িয়ে আসছে শীত…! কবে থেকে জাঁকিয়ে ঠান্ডার কামড়? ‘তারিখ’ জানিয়ে দিল আইএমডি

রেশন ‘দুর্নীতি’ মামলায় ফের ইডি তৎপরতা তুঙ্গে। উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার তল্লাশি অভিযানে নেমে ইডি আধিকারিকেরা কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সূত্রের খবর, মোট ১৪ জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল পৌঁছে যায় কলকাতার বাঙুরের এক ব্যবসায়ীর বাড়িতে। মহেন্দ্র আগরওয়াল নামে ওই ব্যবয়ায়ীর সঙ্গে রেশন বণ্টন দুর্নীতিতে কী যোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাঙুর এলাকাতেই ওই ব্যবসায়ীর দু’টি বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয় এবং তাতেই হাতে এসেছে একাধিক নথিও। সূত্রের খবর, ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকেরা।

আরও পড়ুন: প্রতিদিন ‘কত’ ঘণ্টা ঘুমানো উচিত বলুন তো…? বয়স অনুযায়ী পাল্টে যাবে ‘হিসেব’! চটপট দেখে নিন সম্পূর্ণ চার্ট

প্রসঙ্গত, রেশন দুর্নীতিতে আপাতত জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর সময়কালে ঘটে যাওয়া আরেক রেশন দুর্নীতির প্রমাণ মিলেছে মালদহতেও ৷ দুর্নীতির দায়ে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ওই রেশন ডিলারকে সাসপেন্ড করেছে জেলা খাদ্য দফতর ৷ একই সঙ্গে প্রায় আট কোটি টাকা জরিমানা করা হয়েছে ৷ সেই ডিলার আবার তৃণমূলের গ্রামীণ নেতা ৷ এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল ৷ জেলা তৃণমূল সভাপতি অবশ্য স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতিতে জড়িত কারও পাশেই দল নেই ৷ আইন নিজের পথে চলবে ৷