Tag Archives: Ration Scam Case

Ration Scan Case: ১০ লক্ষ টাকা ‘ইন্টারেস্ট’ ধান বিক্রিতে…? রেশন দুর্নীতির চার্জশিটে জ্যোতিপ্রিয়র ‘গোপন চিঠি’! ঘুরবে মামলার মোড়?

কলকাতা: রেশন দুর্নীতির তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জ্যোতিপ্রিয়র ‘চিঠি’। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ট দেগঙ্গার দুই ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সেই চার্জশিটে এবার অফিসিয়ালি জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠির উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, বিতর্কিত এই চিঠিতে বেশ কয়েকজনের থেকে টাকা নেওয়ার কথা লিখেছিলেন জ্যোতিপ্রিয়। সেই চিঠির সূত্র ধরেই পরে গ্রেফতার হন দেগঙ্গার দুই ব্যবসায়ী আনিসূর ও আলিফ। সূত্রের খবর, এই চিঠিতেই উল্লেখ ছিল মুকুলের নাম। অর্থাৎ আলিফ নূর যার থেকে ইন্টারেস্ট বাবদ ১০ লক্ষ টাকা পেতেন জ্যোতিপ্রিয় মল্লিক। অন্তত তেমনটাই দাবি ইডির। রেশন দুর্নীতির তদন্তে ইডির দাবি, সরকারি ধান বিক্রির যে টাকা নয়ছয় হয়েছে, তার ইন্টারেস্ট বাবদ ওই টাকা তৎকালীন খাদ্যমন্ত্রীকে দেওয়ার রফা হয়েছিল।

আরও পড়ুন: চুল উঠে মাথা গড়ের মাঠ…? ৫ ‘গাছেই’ লুকিয়ে সমাধান! ঘাসের মতো গজাবে ছোট ছোট চুল! ক’দিনেই দেখুন তফাৎ! লুক চেঞ্জ, গ্যারান্টি!

গতবছর এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় মেয়ের হাতে নিজের হাতে লেখা একটি চিঠি দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয়র মেয়ের হাত থেকে সেই চিঠি বাজেয়াপ্ত করে নিরাপত্তায় থাকা সিআরপিএফ। এই চিঠিতেই নাম ছিল শঙ্কর আঢ্য, শেখ শাহজাহানেরও। এই চিঠি নিয়ে এর আগে একাধিক বার ইডি কোর্টে শঙ্কর আঢ্যর আইনজীবী অভিযোগ করেছিলেন যে চিঠি কেন অফিসিয়াল মামলার ডকুমেন্ট করছে না ইডি। এবার সেই চিঠি জুড়ল ইডির চার্জশিটে।

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় জামিন পাবেন…? সুগার লেভেলের রিপোর্ট নিয়ে সংশয়! এবার ‘অন্য’ হাসপাতাল

কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন ভাগ্য ঝুলে রইল স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে। এবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ইস্টার্ন কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠাল হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে নতুন করে স্বাস্থ্য পরীক্ষা হবে রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের।

আগামী ১১ সেপ্টেম্বর মধ্যে জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। কমান্ড হাসপাতালে জেল কতৃপক্ষের পাশাপাশি ইডি নজরদারিতে থাকবেন জ্যোতিপ্রিয়৷ তাঁর সুগার মাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইডি। ৫০০ বেশি সুগার মাত্রায় HBA1C মাত্রা কীভাবে মাত্র ৭.২। SSKM দেওয়া রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি। তারই পরিপ্রেক্ষিতে এবার জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করে দ্বিতীয় মতামত জানতে কমান্ড হাসপাতালকে নিযুক্ত করল হাইকোর্ট। ১২ সেপ্টেম্বর ফের মামলার শুনানি।

আরও পড়ুন: ১৮ দিন সিজিওতে টানা তলব…! দুর্নীতি প্রশ্নে হোঁচটের পর হোঁচট…! ঠিক কী ভাবে CBI জালে সন্দীপ? চমকে দেবে ঘটনা পরম্পরা!

প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর স্বাস্থ্য রিপোর্ট চায় আদালত, সেই রিপোর্ট কোর্টের কাছে জমা দিয়ে জ্যোতিপ্রিয়র জামিন চান তাঁর আইনজীবী। জ্যোতিপ্রিয়র আইনজীবীর দাবি, জ্যোতিপ্রিয় বারবার অসুস্থ হয়ে পড়ছেন। তাঁর বুকে ব্যথা হচ্ছে। ফলে তাঁকে যেন জামিন দেওয়া হয়। এদিকে, ওই রিপোর্ট জমা দেওয়ার পরই সংশয় প্রকাশ করেছে ইডি।

Rituparna Sengupta Latest News: চোখ ঢাকা চশমায়, ৬ ঘণ্টার ইডি জেরা শেষেই মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত! স্বস্তি মিলল কি?

কলকাতা: প্রায় ৬ ঘণ্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি জানান তাঁকে যে সমস্ত তথ্যের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য এবং নথি তিনি জমা দিয়েছেন। আপাতত তাকে আর ডাকা হয়নি।

ঋতুপর্ণা বলেন, ‘আমাকে ডকুমেন্টস দিতে বলেছে, দিয়েছি। অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছি। দুর্নীতির সঙ্গে যোগাযোগ নেই।’ ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ছবি কো প্রডিউস করেছিলেন সেই টাকার উৎস জানার জন্য তাঁকে তলব করা হয়েছিল। সেই টাকা তাঁরা অলরেডি ফিরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু, রেজিস্ট্রেশন শুরু কবে-ক্লাস কবে থেকে শুরু হবে? জানুন

রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের কোনও যোগাযোগ নেই। ভবিষ্যতে ঋতুপর্ণাকে ডাকা হলে তিনি সহযোগিতা করবেন। ইডি-র তরফ থেকেও তারা পূর্ণ সহযোগিতা এখনও পর্যন্ত পেয়েছেন বলে দাবি অভিনেত্রীর আইনজীবীর।

আরও পড়ুন: কেন পুড়ে গেল ঐতিহ্যের হলং বন বাংলো? সামনে এল চাঞ্চল্যকর কারণ, শুরু গভীর তদন্ত

প্রসঙ্গত, আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন। সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেসে যান।

অর্পিতা হাজরা

Rituparna Sengupta: শান্তি নেই ঋতুপর্ণা সেনগুপ্তর! ফের ডাক পাঠাল ইডি! এবার কী করবেন অভিনেত্রী?

কলকাতা: রাজ্যে রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের একবার বাংলা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। গতকালই নায়িকাকে ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যাননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে আবার সিজিও দফতরে ডেকে পাঠানো হয়েছে।

ইডি সূত্রে খবর, ঋতুপর্ণা কলকাতার বাইরে থাকায় ই-মেল মারফত জানিয়ে সময় চেয়েছেন। ‘কলকাতার বাইরে থাকায় আজ যাওয়া সম্ভব নয়’, ইডিকে মেল করে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি।

আরও পড়ুন: অমলেট বানানোর জন্য ডিম ভাঙতেই চোখ উঠল কপালে! এটা কী বেরিয়ে এল? ভয়াবহ দৃশ্য

রেশন দুর্নীতি মামলায় ৫ জুন কেন আসতে পারলেন না ঋতুপর্ণা সেনগুপ্ত? কবে ফিরবেন? ইডি-র পরবর্তী পদক্ষেপ কী হবে? ইডি সূত্রে খবর, এদিন তিনি যেহেতু কলকাতায় নেই তাই তিনি আসতে পারছেন না, ফলে এরপর ইডি যেদিন মনে করবে নোটিস দিয়ে ফের তলব করবে। সেদিন তিনি আসবেন, ইডির কাছে সময়ও চেয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে ইডি দফতরে বুধবার ডেকে পাঠানো হয়েছিল ঋতুপর্ণাকে। কিন্তু তিনি হাজিরা দেননি। সূ্ত্রের খবর, বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি ঋতুপর্ণা। এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়ে দেন।

এ-ও জানান, বৃহস্পতিবারের পর তাঁকে ডাকা হলে তিনি সিজিও কমপ্লেক্সে যেতে পারবেন। এর আগেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। তবে অন্য মামলায়। অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২০১৯ সালে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। হাজিরাও দিয়েছিলেন তিনি। তার পর আবার বুধবার তলব করা হয় রেশন দুর্নীতি মামলায়।

Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্ত কোথায়! এড়ালেন ইডি-র হাজিরা, কেন জানেন? এবার কী হবে?

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় বুধবার ইডির হাজিরা এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫ জুন বুধবার অভিনেত্রীকে ইডি অফিসে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, ঋতুপর্ণা কলকাতার বাইরে থাকায় ই-মেল মারফত জানিয়ে সময় চেয়েছেন। ‘কলকাতার বাইরে থাকায় আজ যাওয়া সম্ভব নয়’, ইডিকে মেল করে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি।

আরও পড়ুন: রক্তে জমছে কোলেস্টেরল? লিপিড প্রোফাইল বশে রাখতে রোজ এই ছোট্ট দানাটি খান! লাভ হবে

রেশন দুর্নীতি মামলায় আজ কেন আসতে পারলেন না ঋতুপর্ণা সেনগুপ্ত? কবে ফিরবেন? ইডি-র পরবর্তী পদক্ষেপ কী হবে? ইডি সূত্রে খবর, এদিন তিনি যেহেতু কলকাতায় নেই তাই তিনি আসতে পারছেন না, ফলে এরপর ইডি যেদিন মনে করবে নোটিস দিয়ে ফের তলব করবে। সেদিন তিনি আসবেন, ইডির কাছে সময়ও চেয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সে সময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।

অর্পিতা হাজরা