কোন তাপমাত্রায় ফ্রিজ চালালে বিদ্যুৎ বিল কমবে?

How to reduce electric bill: শীতে ফ্রিজ চালালেও হুড়মুড় করে কমবে বিদ্যুতের বিল, মেনে চলুন শুধু কয়েকটা উপায়, তাহলেই কেল্লা ফতে

অক্টোবর মাস পড়ে গিয়েছে৷ সামনেই কালীপুজো তারপরই শীতের আমেজ শুরু হয়ে যাবে৷ সকালে উঠে হঠাৎই একটু ঠান্ডা হাওয়ার স্পর্শ লাগবে৷ এখন থেকেই অনেকে এসি ব্যবহার করা বন্ধ করে দিয়েছে৷
অক্টোবর মাস পড়ে গিয়েছে৷ সামনেই কালীপুজো তারপরই শীতের আমেজ শুরু হয়ে যাবে৷ সকালে উঠে হঠাৎই একটু ঠান্ডা হাওয়ার স্পর্শ লাগবে৷ এখন থেকেই অনেকে এসি ব্যবহার করা বন্ধ করে দিয়েছে৷
এমন পরিস্থিতে ফ্রিজও কম ব্যবহার করেন অনেকে৷ গরমে এতদিন যে তাপমাত্রায় ফ্রিজ চালিয়েছেন, শীতে কিন্তু একই তাপমাত্রায় চালানো যায় না৷
এমন পরিস্থিতে ফ্রিজও কম ব্যবহার করেন অনেকে৷ গরমে এতদিন যে তাপমাত্রায় ফ্রিজ চালিয়েছেন, শীতে কিন্তু একই তাপমাত্রায় চালানো যায় না৷
আসলে গরম কালে ঠান্ডা জল সংরক্ষণ করা হয়,শীতকালে এই সবের কোনও কোনও ব্যাপার থাকে না৷ আইসক্রিম, কোল্ড জ্রিঙ্কসও ফ্রিজে মজুত থাকে না৷ কেবল দুধ, শাকসবজি, ফল, রান্না করা খাবার তাজা রাখতেই ফ্রিজ চালাতে হয়৷
আসলে গরম কালে ঠান্ডা জল সংরক্ষণ করা হয়,শীতকালে এই সবের কোনও কোনও ব্যাপার থাকে না৷ আইসক্রিম, কোল্ড জ্রিঙ্কসও ফ্রিজে মজুত থাকে না৷ কেবল দুধ, শাকসবজি, ফল, রান্না করা খাবার তাজা রাখতেই ফ্রিজ চালাতে হয়৷
তাই এই সময় চেষ্টা করুন কম তাপমাত্রায় ফ্রিজ চালাতে, এতে বিদ্যুতের বিলও অনেকটা কমে যাবে৷
তাই এই সময় চেষ্টা করুন কম তাপমাত্রায় ফ্রিজ চালাতে, এতে বিদ্যুতের বিলও অনেকটা কমে যাবে৷
এই সময় চেষ্টা করুন, ফ্রিজের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে৷ তবে রেফ্রিজারেটর লিটার, ওয়াট এবং সাইজ অনুযায়ী তাপমাত্রা ঠিক করে রাখুন৷
এই সময় চেষ্টা করুন, ফ্রিজের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে৷ তবে রেফ্রিজারেটর লিটার, ওয়াট এবং সাইজ অনুযায়ী তাপমাত্রা ঠিক করে রাখুন৷
অনেকেই ঠান্ডায় ফ্রিজ বার বার বন্ধ করে দেন৷ এটা করবেন না৷ এর ফলে বিদ্যুতের বিলও ক্রমশ বৃদ্ধি পাবে৷ তার বদলে নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজ চালিয়ে রাখুন৷
অনেকেই ঠান্ডায় ফ্রিজ বার বার বন্ধ করে দেন৷ এটা করবেন না৷ এর ফলে বিদ্যুতের বিলও ক্রমশ বৃদ্ধি পাবে৷ তার বদলে নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজ চালিয়ে রাখুন৷
ঠান্ডা আবহাওয়ায় বার বার ফ্রিজ বন্ধ করলে, চালানোর সময় বার-বার কম্প্রেসরে চাপ পড়ে যায়, এতে ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে৷
ঠান্ডা আবহাওয়ায় বার বার ফ্রিজ বন্ধ করলে, চালানোর সময় বার-বার কম্প্রেসরে চাপ পড়ে যায়, এতে ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে৷