কলকাতা: অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। জেলেই তাঁর চেকআপ চলছে। সূত্রের খবর অনুযায়ী, মেডিক্যাল বোর্ডকে তিনি জানিয়েছেন পিঠে এবং কোমরে ব্যথা অনুভব করছেন। তবে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানান হয়েছে, অসুস্থতা খুব গুরুতর নয়।
প্রসঙ্গত, জেলের মধ্যে এর আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী। যার জেরে তাঁকে সংশোধনাগারেরই হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: খুব সাবধান! কোন দুধ খাচ্ছেন? শরীরের বারোটা বাজাচ্ছে এইসব দুধ, ডায়াবেটিস, হৃদরোগ…ডাকছে হাজার সমস্যা
গতবছর অসুস্থতার জেরে তখন পা ফুলে গিয়ে হাঁটা চলায় অসুবিধা বোধ করছিলেন পার্থ। একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। আগেই আদালতের আইনজীবী মারফত বহু শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন তিনি।
২০২২ সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডি-র হাতে, পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। এখনও পর্যন্ত এই মামলায় জামিন পাননি প্রাক্তন মন্ত্রী।