দক্ষিণবঙ্গ, পুরুলিয়া Weather Update: ‘দানা’র দাপট কাটলেও পিছু ছাড়বে না বৃষ্টি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট Gallery October 29, 2024 Bangla Digital Desk কেটেছে ঘূর্ণিঝড় ‘দানা’র দাপট! কিন্তু এখনই ছুটকারা মিলছে না বৃষ্টি থেকে। ঝড়-বৃষ্টি বহাল থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। কালীপুজো পর্যন্ত পুরুলিয়াতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা ঝড়-বৃষ্টি না হলেও পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। ক্রমাগতই ওঠানামা করছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে পুরুলিয়ায়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। তবে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কালীপুজোয় হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে পুরুলিয়ায়। তাপমাত্রার পারদ কমার সম্ভাবনা রয়েছে। তবে,প্রবল বর্ষণের সম্ভাবনা নেই এই মুহূর্তে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। টানা বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির কারণে তাপমাত্রার পরিবর্তন হবে। আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলার দু-এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার বদল হবে। শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে। কালীপুজোর আগে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাই ফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের সব জেলাতেই দু’এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালীপুজোর পর বৃষ্টি কমবে। আবহাওয়া শুষ্ক থাকবে।