লাইফস্টাইল Birth control gel: আর লাগবে না ওষুধ, কন্ডোম! জেল লাগালেই নিশ্চিন্ত, কাজ করবে কীভাবে? Gallery October 30, 2024 Bangla Digital Desk ওষুধ খেতে হবে না, প্রয়োজন নেই কন্ডোমেরও৷ যৌন সঙ্গমের সময় বিশেষ জেল লাগালেই নাকি দুশ্চিন্তা থেকে মুক্তি৷ কারণ এবার নাকি বাজারে আসতে চলেছে বার্থ কন্ট্রোল জেল৷ বলার অপেক্ষা রাখে না, এই বার্থ কন্ট্রোল জেল সন্তান ধারণ আটকাবে৷ ইতিমধ্যেই আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্রও পেয়েছে একটি বিশেষ ব্র্যান্ডের এই জেল৷ health.cleveland.org নামে একটি ওয়েবসাইটে স্ত্রী রোগ বিশেষজ্ঞ এমিলি ফ্রিম্যান জানিয়েছেন, সঙ্গমের সময় মহিলাদের যৌনাঙ্গের ভিতরে এই জেল লাগাতে হবে৷ ওই চিকিৎসক জানিয়েছেন, বার্থ কন্ট্রোল জেল সঙ্গমের সময় এবং পরে মহিলাদের যৌনাঙ্গের ভিতরে পিএইচ-এর মাত্রায় তারতম্য ঘটিয়ে সন্তান প্রজনন প্রক্রিয়া আটকায়৷ ফেক্স নামে এই বার্থ কন্ট্রোল জেলে তিন ধরনের অ্যাসিড রয়েছে৷ সোজা কথায়, এই তিন ধরনের অ্যাসিড বীর্যের কার্যকারিতা নষ্ট করে এবং তা মহিলাদের জরায়ু পর্যন্ত পৌঁছতে দেয় না৷ তবে এই বার্থ কন্ট্রোল জেলে ব্যবহার করলে মহিলাদের যৌনাঙ্গের ভিতরে সামান্য জ্বালা বা অস্বস্তি হতে পারে৷ তবে নিয়মিত ব্যবহার করলে তা ঠিক হয়ে যায়৷