KKR Retention List IPL 2025: তৈরি কেকেআরের রিটেনশন তালিকা! কে থাকল দলে আর কে পড়ল বাদ? জানুন বিস্তারিত

হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারমধ্যে আইপিএলের প্রতিটি দলকে ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা।
হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারমধ্যে আইপিএলের প্রতিটি দলকে ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা।
কোন দল কাদের ধরে রাখবে ও কাদের ছেড়ে দেবে তা নিয়ে শেষ মুহূর্তে চলছে জোর জল্পনা। যে দলগুলি সবথেকে বেশি চর্চায় তারমধ্যে অন্যতম কেকেআর।
কোন দল কাদের ধরে রাখবে ও কাদের ছেড়ে দেবে তা নিয়ে শেষ মুহূর্তে চলছে জোর জল্পনা। যে দলগুলি সবথেকে বেশি চর্চায় তারমধ্যে অন্যতম কেকেআর।
এমনিতেই কেকেআরের রিটেনশন তালিকা প্রস্তুত করতে গিয়ে নানা জটিলতার খবর সামনে এসেছে নানা মহল থেকে। রীতিমত সমস্যায় পড়েছে ম্যানেজমেন্ট।
এমনিতেই কেকেআরের রিটেনশন তালিকা প্রস্তুত করতে গিয়ে নানা জটিলতার খবর সামনে এসেছে নানা মহল থেকে। রীতিমত সমস্যায় পড়েছে ম্যানেজমেন্ট।
কেকআর অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার দলে থাকবেন কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। তার কাছে একাধিক দলের লোভনীয় অফার রয়েছে বলেও খবর।
কেকআর অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার দলে থাকবেন কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। তার কাছে একাধিক দলের লোভনীয় অফার রয়েছে বলেও খবর।
এরপরেও কেকেআর সূত্রে যা খবর, একটি তালিকা তৈরি করে ফেলেছে কেকেআর। যা নিয়ে আলোচনা হয়েছে শ্রেয়স আইয়ারের সঙ্গে। তালিকায় রয়েছে চমকও।
এরপরেও কেকেআর সূত্রে যা খবর, একটি তালিকা তৈরি করে ফেলেছে কেকেআর। যা নিয়ে আলোচনা হয়েছে শ্রেয়স আইয়ারের সঙ্গে। তালিকায় রয়েছে চমকও।
আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিংহ এবং হর্ষিত রানার নাম এক রকম চূড়ান্ত করে ফেলেছেন কেকেআর কর্তৃপক্ষ। পঞ্চম ক্রিকেটার হিসাবে রেখে দেওয়া হতে পারে বরুণ চক্রবর্তীর নাম।
আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিংহ এবং হর্ষিত রানার নাম এক রকম চূড়ান্ত করে ফেলেছেন কেকেআর কর্তৃপক্ষ। পঞ্চম ক্রিকেটার হিসাবে রেখে দেওয়া হতে পারে বরুণ চক্রবর্তীর নাম।
তবে প্রথম চার জনকেই রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। শেষ দুজনকে রাখতে পারে আরটিএম কার্ড ব্যবহার করে কেনার জন্য। সেই তালিকায় থাকতে পারেন খোদ অধিনায়ক শ্রেয়স আইয়ার।
তবে প্রথম চার জনকেই রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। শেষ দুজনকে রাখতে পারে আরটিএম কার্ড ব্যবহার করে কেনার জন্য। সেই তালিকায় থাকতে পারেন খোদ অধিনায়ক শ্রেয়স আইয়ার।
তবে শেষ মুহূর্তে যদি শ্রেয়স আইয়ারকে রিটেন করে কেকেআর তাহলে নিলামের টেবিলে উঠতে পারেন আন্দ্রে রাসেলও। তাঁর ক্ষেত্রে ব্যবহার করা হবে আরটিএম কার্ড। এছাড়া আরেকটি আরটিএম বরুণ চক্রবর্তী, ফিল সল্ট, মিচেল স্টার্কের মধ্যে একজনের জন্য ব্যবহার করা হতে পারে।
তবে শেষ মুহূর্তে যদি শ্রেয়স আইয়ারকে রিটেন করে কেকেআর তাহলে নিলামের টেবিলে উঠতে পারেন আন্দ্রে রাসেলও। তাঁর ক্ষেত্রে ব্যবহার করা হবে আরটিএম কার্ড। এছাড়া আরেকটি আরটিএম বরুণ চক্রবর্তী, ফিল সল্ট, মিচেল স্টার্কের মধ্যে একজনের জন্য ব্যবহার করা হতে পারে।