মলি ঘাটি কালী মা

সরবেড়িয়ার মলি ঘাঁটি কালী মন্দিরে প্রাচীন শিলাখণ্ডেই পূজিতা দেবী

দক্ষিণ ২৪ পরগনা:জেলায় অনেক প্রাচীন কালী মন্দির রয়েছে । তার মধ্যে অন্যতম গোচরণের সরবেয়ার মলি ঘাঁটি কালী মন্দির। এই কালী মন্দিরের রয়েছে বহু প্রাচীন ইতিহাস। কী সেই ইতিহাস!

কথিত আছে , বর্তমানে মন্দির যেখানে রয়েছে , সেটি ছিল জমিদারদের ৮৪ বিঘা জমি। সেই সময় এই জায়গা ছিল ঘন জঙ্গলে এলাকা, পাশ দিয়ে বয়ে গেছে নদী ,জঙ্গলের মধ্যে ছিল একটা রাস্তা।

আরও পড়ুন- এবার আরামবাগ, দোকানের মধ্যে ঢুকিয়ে মহিলাকে ধর্ষণ! ভয়ঙ্কর অভিযোগ

কথিত আছে , সেই জমিদার এই জঙ্গল থেকে মূর্তি বা শিলা বের করেন। মাটি খুঁড়ে বের করার সময় কোদালের আঘাতে মাথার উপরের দিকের কিছু অংশ ভেঙে যায়। তখন মায়ের মূর্তি যতটুকু আছে তাতেই পুজো শুরু হয়।আগে এখানে মন্দির বলতে ছিল কেবলমাত্র টিনের চাল।

এই মন্দিরের পুরোহিত জানিয়েছেন, তাঁরা বংশ পরম্পরায় এই মন্দিরের পুজো করে আসছেন। পরবর্তীতে বহু ভক্তের সমাগম ঘটতে থাকে। ধীরে ধীরে গড়ে ওঠে এই মন্দির যা বর্তমানে মলি ঘাটি কালী মন্দির নামে পরিচিত হয়ে উঠেছে।

আরও পড়ুন- কল্যাণীতে রেলব্রিজের নীচে স্বামীর সামনেই মহিলাকে গণধর্ষণ! নৃশংস ঘটনায় গ্রেফতার ৮

শুধু কালী পুজোতেই নয়, কালীপুজোর পাশাপাশি প্রতিদিনই এই মন্দিরে ভক্তদের ঢল নামে। কালীপুজোর দিন সারারাত ধরে চলে মায়ের পূজা অর্চনা। প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের মায়ের অন্ন ভোগের আয়োজন করা হয়। আর কালীপুজোর আগেই মন্দিরের সেজে উঠছে।

সুমন সাহা