প্রতীকী ছবি

৩০ কোটি টাকা! আইপিএলের সব রেকর্ড ভাঙবে এই ক্রিকেটার! বিরাট অফার আসছে!

আইপিএলে এখনও পর্যন্ত রেকর্ড টাকা পেয়েছেন মিচেল স্টার্ক। কেকেআর তাঁকে দলে নিয়েছিল প্রায় ২৫ কোটি টাকায়।
আইপিএলে এখনও পর্যন্ত রেকর্ড টাকা পেয়েছেন মিচেল স্টার্ক। কেকেআর তাঁকে দলে নিয়েছিল প্রায় ২৫ কোটি টাকায়।
২০২৪ আইপিএলের আগে হাতে থাকা মোট টাকার ২৫ শতাংশ খরচ করে স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। তবে গোটা  টুর্নামেন্টে প্লে-অফ পর্ব ছাড়া আহামরি কিছু পারফর্ম করতে পারেননি অজি পেসার।
২০২৪ আইপিএলের আগে হাতে থাকা মোট টাকার ২৫ শতাংশ খরচ করে স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। তবে গোটা টুর্নামেন্টে প্লে-অফ পর্ব ছাড়া আহামরি কিছু পারফর্ম করতে পারেননি অজি পেসার।
অনেকেই বলছেন, এবার আইপিএল নিলামে স্টার্কের সেই রেকর্ড ভেঙে যেতে পারে। ইতিমধ্যে দলগুলির হাতে থাকছে ১২০ কোটি টাকার পার্স, যা আগে ছিল ১০০ কোটি টাকার।
অনেকেই বলছেন, এবার আইপিএল নিলামে স্টার্কের সেই রেকর্ড ভেঙে যেতে পারে। ইতিমধ্যে দলগুলির হাতে থাকছে ১২০ কোটি টাকার পার্স, যা আগে ছিল ১০০ কোটি টাকার।
কিছুদিন আগে ঋষভ পন্থ একটি পোস্ট করেন মজা করে। সেখানে তিনি তাঁর ভক্তদের কাছে জানতে চান, আমার নাম নিলামে থাকলে কত টাকা পেতে পারি!
কিছুদিন আগে ঋষভ পন্থ একটি পোস্ট করেন মজা করে। সেখানে তিনি তাঁর ভক্তদের কাছে জানতে চান, আমার নাম নিলামে থাকলে কত টাকা পেতে পারি!
তার পর থেকেই জল্পনা, এবার দিল্লি ছাড়তে পারেন পন্থ। এমনিতেই এবার দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়েছে। ফলে পন্থের না থাকার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।
তার পর থেকেই জল্পনা, এবার দিল্লি ছাড়তে পারেন পন্থ। এমনিতেই এবার দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়েছে। ফলে পন্থের না থাকার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।
পন্থের নাম নিলামে থাকলে বিরাট ধামাকা হতে পারে বলে মনে করছেন অনেকে। কেউ কেউ তো বলছেন, প্রায় ৩০ কোটি টাকা পর্যন্ত দর উঠতে পারে তাঁর।
পন্থের নাম নিলামে থাকলে বিরাট ধামাকা হতে পারে বলে মনে করছেন অনেকে। কেউ কেউ তো বলছেন, প্রায় ৩০ কোটি টাকা পর্যন্ত দর উঠতে পারে তাঁর।
জানা যাচ্ছে, চারটি দল পন্থকে দলে নিতে ঝাঁপাতে পারে। লখনউ, চেন্নাই, কলকাতা ও আরসিবি।
জানা যাচ্ছে, চারটি দল পন্থকে দলে নিতে ঝাঁপাতে পারে। লখনউ, চেন্নাই, কলকাতা ও আরসিবি।