গুটি গুটি পায়ে এগিয়ে আসছে শীত। বাতাসে হিমেল ভাব। ভোরের দিকে গায়ে চাদর দিতে হচ্ছে। এই সময় অনেকেই ফুলের বাগান করেন। গাছ লাগান। শীতের মরশুমে লাল-নীল ফুলে ভরে ওঠে বাগান। কিন্তু এ বছর প্রকৃতি বিরূপ। কয়েকদিন আগেই আছড়ে পড়েছে ‘দানা’।

Gardening Tips: শীতই তো ফুলের সময়, আপনার বাগানে ফুলে ফুলে ভরে উঠবে! শুধু করুন এই ছোট্ট কাজটি

গুটি গুটি পায়ে এগিয়ে আসছে শীত। বাতাসে হিমেল ভাব। ভোরের দিকে গায়ে চাদর দিতে হচ্ছে। এই সময় অনেকেই ফুলের বাগান করেন। গাছ লাগান। শীতের মরশুমে লাল-নীল ফুলে ভরে ওঠে বাগান। কিন্তু এ বছর প্রকৃতি বিরূপ। কয়েকদিন আগেই আছড়ে পড়েছে ‘দানা’।
গুটি গুটি পায়ে এগিয়ে আসছে শীত। বাতাসে হিমেল ভাব। ভোরের দিকে গায়ে চাদর দিতে হচ্ছে। এই সময় অনেকেই ফুলের বাগান করেন। গাছ লাগান। শীতের মরশুমে লাল-নীল ফুলে ভরে ওঠে বাগান। কিন্তু এ বছর প্রকৃতি বিরূপ। কয়েকদিন আগেই আছড়ে পড়েছে ‘দানা’।
ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি হয়েছে। প্রকৃতিপ্রেমীদের মাথায় হাত। অসময়ের বৃষ্টি শীতের ফুল ও সবজির জন্য ক্ষতিকারক। তবে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে এই সমস্যারও সমাধান করা যেতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি হয়েছে। প্রকৃতিপ্রেমীদের মাথায় হাত। অসময়ের বৃষ্টি শীতের ফুল ও সবজির জন্য ক্ষতিকারক। তবে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে এই সমস্যারও সমাধান করা যেতে পারে।
গাছের পাতা বা ফুল ভেজা থাকলে তুলে ফেলাই ভাল: টানা বৃষ্টি হলে অনেক সময়ই গাছের গোড়ায় জল জমে যায়। তাই প্রথমেই সেই জল সরিয়ে ফেলতে হবে। গাছের পাতা বা ফুল ভিজে থাকলে তুলে ফেলতে হবে সেগুলোও। বৃষ্টির পর যখন সূর্য উঠবে, সেই সময় গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। প্রয়োজনে একটু খুঁড়ে দেওয়া যায়।
গাছের পাতা বা ফুল ভেজা থাকলে তুলে ফেলাই ভাল: টানা বৃষ্টি হলে অনেক সময়ই গাছের গোড়ায় জল জমে যায়। তাই প্রথমেই সেই জল সরিয়ে ফেলতে হবে। গাছের পাতা বা ফুল ভিজে থাকলে তুলে ফেলতে হবে সেগুলোও। বৃষ্টির পর যখন সূর্য উঠবে, সেই সময় গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। প্রয়োজনে একটু খুঁড়ে দেওয়া যায়।
তবে খেয়াল রাখতে হবে, এই করতে গিয়ে যেন গাছের কাণ্ড বা শিকড়ের কোনও ক্ষতি না হয়। কারণ এই সময় সবজি বা ফুল গাছের কাণ্ড খুব নরম থাকে। সামান্য আঘাত লাগলেই নষ্ট হয়ে যেতে পারে। এরপর সমস্ত গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সাধারণত ১ লিটার জলে ১ থেকে ২ চামচ ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে বলেন বিশেষজ্ঞরা। প্রথমবার ফাঙ্গিসাইড ছেটানোর ৪ থেকে ৫ দিন পর ফের স্প্রে করতে হবে।
তবে খেয়াল রাখতে হবে, এই করতে গিয়ে যেন গাছের কাণ্ড বা শিকড়ের কোনও ক্ষতি না হয়। কারণ এই সময় সবজি বা ফুল গাছের কাণ্ড খুব নরম থাকে। সামান্য আঘাত লাগলেই নষ্ট হয়ে যেতে পারে। এরপর সমস্ত গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সাধারণত ১ লিটার জলে ১ থেকে ২ চামচ ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে বলেন বিশেষজ্ঞরা। প্রথমবার ফাঙ্গিসাইড ছেটানোর ৪ থেকে ৫ দিন পর ফের স্প্রে করতে হবে।
যা যা করণীয়: গাছের সুরক্ষায় যে যে কাজগুলো এই সময় করতেই হবে, তার একটা তালিকা এখানে দেওয়া হল।
যা যা করণীয়: গাছের সুরক্ষায় যে যে কাজগুলো এই সময় করতেই হবে, তার একটা তালিকা এখানে দেওয়া হল।
জমা জল পরিষ্কার - গাছের গোড়ায় জল যেন না জমে। তাই লাগাতার বৃষ্টি হলে সবার আগে জল পরিস্কার করতে হবে।
জমা জল পরিষ্কার – গাছের গোড়ায় জল যেন না জমে। তাই লাগাতার বৃষ্টি হলে সবার আগে জল পরিস্কার করতে হবে।
ভেজা ফুল ও পাতা – গাছের পাতা বা ফুল ভিজে থাকলে সেগুলো তুলে ফেলতে হবে। নাহলে গোটা গাছটাই নষ্ট হয়ে যেতে পারে।
ভেজা ফুল ও পাতা – গাছের পাতা বা ফুল ভিজে থাকলে সেগুলো তুলে ফেলতে হবে। নাহলে গোটা গাছটাই নষ্ট হয়ে যেতে পারে।
মাটি হালকা - বৃষ্টির পর সূর্য উঠলে প্রথম কাজ হল মাটি হালকা করা। এর জন্য গাছের গোড়া সামান্য খুঁড়ে দিতে হবে। তাহলেই হবে।
মাটি হালকা – বৃষ্টির পর সূর্য উঠলে প্রথম কাজ হল মাটি হালকা করা। এর জন্য গাছের গোড়া সামান্য খুঁড়ে দিতে হবে। তাহলেই হবে।
শিকড়ের যত্ন – মাটি খুঁড়তে গিয়ে শিকড়ের যেন ক্ষতি না হয়, সেটা মাথায় রাখতে হবে। এই সময় শিকড় এবং কাণ্ড নরম থাকে।
শিকড়ের যত্ন – মাটি খুঁড়তে গিয়ে শিকড়ের যেন ক্ষতি না হয়, সেটা মাথায় রাখতে হবে। এই সময় শিকড় এবং কাণ্ড নরম থাকে।
ফাঙ্গিসাইড স্প্রে – এরপর সবার শেষে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সব গাছেই স্প্রে করা উচিত। ১ লিটার জলে ১ থেকে ২ চামচ ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করতে হয়। তবে একবার দিলেই হবে না। চার থেকে পাঁচদিন পর একইভাবে আরও একবার দিতে হবে।
ফাঙ্গিসাইড স্প্রে – এরপর সবার শেষে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সব গাছেই স্প্রে করা উচিত। ১ লিটার জলে ১ থেকে ২ চামচ ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করতে হয়। তবে একবার দিলেই হবে না। চার থেকে পাঁচদিন পর একইভাবে আরও একবার দিতে হবে।