প্রতীকী ছবি

SSKM Hospital: জং ধরা কাঁচির পর এবার ভাঙা সিরিঞ্জ, SSKM-এ ফের ভয়ঙ্কর অভিযোগ! কী ঘটল জানেন?

কলকাতা: মরচে পড়া, জং ধরা কাঁচির পর এবার ভাঙা সিরিঞ্জ। এসএসকেএম হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের ঘটনা। বুধবার অপারেশনের আগে রোগীকে ইনজেকশন দিতে গেলে দেখা যায় একের পর এক প্যাকেট বন্দি সিরিঞ্জের মুখ বা হাব ভাঙা। পরে স্টোর থেকে অন্য সিরিঞ্জ নিয়ে অবস্থা সামলানো হয়।

গত রবিবারই এসএসকেএম হাসপাতালে রক্তমাখা গ্লাভসের পর এবার খবরের শিরোনামে এসএসকেএম হাসপাতালের জং ধরা কাঁচি আসে। রবিবার এসএসকেএম হাসপাতালে এক অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার করার সময় চিকিৎসক দেখতে পান যে হাতের কাচি জং ধরা।

আরও পড়ুন: কল্যাণীতে রেলব্রিজের নীচে স্বামীর সামনেই মহিলাকে গণধর্ষণ! নৃশংস ঘটনায় গ্রেফতার ৮

এসএসকেএম কর্তৃপক্ষ গোটা বিষয়টাই খতিয়ে দেখছে। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের কাছে জানতে চাওয়া হয়েছে। জং ধরা কাঁচি বা ভাঙা কাঁচি নতুন কিছু নয়। সমস্ত সরকারি হাসপাতালেই এরকম খারাপ জিনিস বহু সময় এসে থাকে। এটাই হচ্ছে দুর্নীতি।

আরও পড়ুন: মাথার ‘খাবার’ কোন ড্রাই ফ্রুট জানেন? নিয়মিত একটা খেলেই মারণরোগের দফারফা! জানুন ডাক্তারের পরামর্শ

আর এই দুর্নীতির কথাই মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। এই সমস্ত খারাপ জিনিস বিভিন্ন কোম্পানি যারা পাঠাচ্ছে তাদেরকে সম্পূর্ণ বাতিল করা উচিত। আর এই সমস্ত কোম্পানির সঙ্গেই অবৈধ সম্পর্ক এই থ্রেট কালচার যারা করছে তাদের।

অভিজিৎ চন্দ