Tag Archives: Bangla News

Accident: গাছের উপরে আটকে গাড়ি, ৩ গুজরাতি মহিলার ভয়ঙ্কর পরিণতি! মুহূর্তে সব শেষ

নয়াদিল্লি: আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় এক ভয়াবহ দুর্ঘটনায় তিন ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে। তিনজনই গুজরাতের আনন্দের বাসিন্দা। তাঁদের নাম, রেখাবেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল ও মনীষাবেন প্যাটেল। মারাত্মক গতিতে থাকা এসইউভিটি দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিল কাউন্টিতে দুর্ঘটনার কবলে পরে।

বেপরোয়া গতিতে হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে সেটি রাস্তার সব লেন পেরিয়ে একটি বাঁধের গায়ে ধাক্কা মারে বলে খবর। এরপর শূন্যে কমপক্ষে ২০ ফুট লাফিয়ে সেটি সেতুর বিপরীত দিকের একটি গাছের উপরে গিয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।

আরও পড়ুন: কারেন্ট ছিল না বাগুইআটিতে, রাত বাড়তেই মিলল তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! যা ঘটল, ভয়াবহ

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। চিফ ডেপুটি করোনার মাইক এলিস একটি নিউজ চ্যানেলকে জানিয়েছেন, ‘এটা স্পষ্ট, গাড়িটির গতি ছিল নির্ধারিত সীমার থেকে অনেক বেশি।’ খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবার দায়িত্বে থাকা দক্ষিণ ক্যারোলিনার হাইওয়ে প্যাট্রোল, গ্রান্ট ফায়ার অ্যান্ড রেসকিউ ও গ্রিনভিল কাউন্টির একাধিক ইএমএস ইউনিট।

দেখা যায়, গাড়িটি একটি গাছের গায়ে আটকে রয়েছে। এলিস জানিয়েছেন, ‘ভেবে দেখুন, কত বেশি গতিতে থাকলে কোনও গাড়ি রাস্তার ৪-৬ লেন টপকে প্রায় ২০ ফুট লাফিয়ে গাছের উপরে গিয়ে পড়তে পারে।’

TMC Leader Death: কারেন্ট ছিল না বাগুইআটিতে, রাত বাড়তেই মিলল তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! যা ঘটল, ভয়াবহ

বাগুইআটি: বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, আটক ১৩। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ ইট বৃষ্টি।

এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ আসলে অশান্তি খানিকটা প্রশমিত হয়। পুনরায় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাঁধে, এরপরেই সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে আহত হয়। তারপরেই তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড লাঠি দিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।

আরও পড়ুন: শনিবার গভীর রাত, CPIM পার্টি অফিসের ভিতরে ঘটল মারাত্মক কাণ্ড! এক যুবককে ধরল পুলিশ

এরপরই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরবর্তী সময়ে পরিস্থিত আরও জটিল হলে পুলিশকে র‍্যাফ নামতে হয়। এরপরেই পুলিশি আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয়। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়।

CPIM: শনিবার গভীর রাত, CPIM পার্টি অফিসের ভিতরে ঘটল মারাত্মক কাণ্ড! এক যুবককে ধরল পুলিশ

রঞ্জিত সরকার, নদিয়া: রাতের অন্ধকারে সিপিএমের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও সেখানে থাকা দলীয় পতাকা অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। নদিয়ার তাহেরপুরের এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

রাতের অন্ধকারে সিপিএমের নির্বাচনী অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই কার্যালয়ে থাকা সিপিএমের পতাকা ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে ফেলার ঘটনায় রবিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে তাহেরপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে।

আরও পড়ুন: ‘১৫ দিনে দু’বার প্রার্থী বদল, মানুষ জানে না এদের প্রার্থী কে’! বীরভূম নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের

নির্বাচনী কাজ করার জন্য পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে একটি অস্থায়ী কার্যালয় তৈরি করেছিল সিপিএম। সেখানে দলীয় পতাকা, ফেস্টুন, চেয়ার, টেবিল ও অন্যান্য নথিপত্র রাখা ছিল। বিষয়টি নিয়ে তাহেরপুর থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

Kolkata Airport: ‘কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে’, এল হুমকি! চিরুনি তল্লাশিতে CISF, এয়ারপোর্টে যা ঘটল…

কলকাতা: কলকাতা বিমানবন্দরে হুমকি মেইল! কলকাতা বিমানবন্দরে বোমা, মেইলে হুমকি! বিমানবন্দরে তল্লাশি CISF-এর। খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ-সিআইএসএফ।

যদিও এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে খবর ৷ তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ৷ মেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে? সেই আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে সিআইএসএফ এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে ৷

আরও পড়ুন: বীরভূমের BJP প্রার্থীর মনোনয়ন বাতিল! অ্যাডভান্টেজ শতাব্দী, তবে লড়াই জিইয়ে রাখল পদ্ম শিবির

এই হুমকি মেইলের পিছনে এক যাত্রীর হাত থাকতে পারে বলে খবর। তাঁকেও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বিমানবন্দর সূত্রে খবর। অন্যদিকে গোটা এলাাকতেই কড়া নজরদারি শুরু করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাঠে নেমেছে বিধাননগর পুলিশও। পুলিশের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ অনুসন্ধার চালানো হচ্ছে।

Bjp Candidate: বীরভূমের BJP প্রার্থীর মনোনয়ন বাতিল! অ্যাডভান্টেজ শতাব্দী, তবে লড়াই জিইয়ে রাখল পদ্ম শিবির

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। এদিন চলছেদ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন ।সামনের মাসের ১৩ তারিখ বীরভূমে লোকসভা নির্বাচন।আর তার আগে বড়সড় ধাক্কা বিজেপিতে। বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷ আয়বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণেই মনোনয়ন পত্র গ্রহণ করল না কমিশন৷ এদিন মনোনয়ন স্ক্রুটিনির দিন ছিল৷ যদিও, আগেই এই আশঙ্কা থেকে বৃহস্পতিবার দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি।

এই মুহূর্তে দেবতনু ভট্টাচার্য এর নামে মনোনয়ন পত্র জমা দেন ভারতীয় জনতা পার্টি। তবে মনোনয়ন পত্র গ্রহণ না করায়, হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিষ ধর।বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিষ ধরকে প্রার্থী করেছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিষ ধর কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিষ ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতেই অসন্তোষ ছিল রাজ্য সরকার৷ অভিযোগ, এরপরেই দেবাশিষবাবুকে সাসপেণ্ড করা হয়৷

আরও পড়ুন: কলকাতা এয়ারপোর্টে মারাত্মক ঘটনা! এক ব্যক্তিকে ঘিরে তোলপাড়, যা করলেন, সকলে থ!

এমনকি, ২০২২ সালে দেবাশিষ ধরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি৷ দেবাশিষ ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানা দেয় তদন্তকারী অফিসারেরা। এখনও সেই মর্মে দুটি মামলা চলছে৷সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার দেবাশিষ ধরের মনোনয়ন পত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷

১৩ মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন। এদিন মনোনয়ন স্কুটনির দিন ছিল৷ তাতে দেবাশিষবাবুর মনোনয়ন গ্রহণ করল না কমিশন। তবে মনোনয়ন বাতিলের আভাস পেয়েই এই কেন্দ্র থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। ২৫ মে সিউড়ি জেলা শাসকের দফতরেতিনি বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেন৷ তবে, মনোনয়ন পত্র গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন দেবাশিষ ধর, এমনটাই জানান তিনি।

— সৌভিক রায়

YouTube: আজ পর্যন্ত ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও কোনটি? কীসের ভিডিও? অবাক হয়ে যাবেন শুনে! আপনি দেখেছেন?

YouTube আর কেবলমাত্র বিনোদনের একটি মাধ্যম নয়৷ রোজগারের একটি বড় রাস্তাও৷ ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো ইউটিউবার হওয়াও এখন একটি পেশা৷
YouTube আর কেবলমাত্র বিনোদনের একটি মাধ্যম নয়৷ রোজগারের একটি বড় রাস্তাও৷ ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো ইউটিউবার হওয়াও এখন একটি পেশা৷
অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকে খুলতে চান৷ ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল আছে৷ কিন্তু কোন ধরনের চ্যানেল মানুষ সবচেয়ে বেশি দেখেন? আজ পর্যন্ত কোন ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, শুনলে অবাক হয়ে যাবেন।
অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকে খুলতে চান৷ ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল আছে৷ কিন্তু কোন ধরনের চ্যানেল মানুষ সবচেয়ে বেশি দেখেন? আজ পর্যন্ত কোন ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, শুনলে অবাক হয়ে যাবেন।
বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে এক নম্বরে রয়েছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে Pinkfong Baby Shark দ্বারা আপলোড করা হয়েছিল। এই ভিডিওটির ভিউজ ১৩.১৮ বিলিয়ন৷ এটি একটি ছোটদের গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউজ সবচেয়ে বেশি৷
বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে এক নম্বরে রয়েছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে Pinkfong Baby Shark দ্বারা আপলোড করা হয়েছিল। এই ভিডিওটির ভিউজ ১৩.১৮ বিলিয়ন৷ এটি একটি ছোটদের গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউজ সবচেয়ে বেশি৷
একদল লাল-নীল পুঁচকে হাঙরের দল ইউটিউবে বাজিমাৎ করেছে। পৃথিবীর লাখ লাখ কনটেন্ট বা ভিডিওয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার শিশুরাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে এতে।
একদল লাল-নীল পুঁচকে হাঙরের দল ইউটিউবে বাজিমাৎ করেছে। পৃথিবীর লাখ লাখ কনটেন্ট বা ভিডিওয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার শিশুরাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে এতে।
ইউটিউবের ইতিহাসে সর্বাধিক হিট ভিডিওর তালিকায় রয়েছে তাদের গানের ভিডিও। বেবি শার্ক। ইউটিউব দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে তারা।
ইউটিউবের ইতিহাসে সর্বাধিক হিট ভিডিওর তালিকায় রয়েছে তাদের গানের ভিডিও। বেবি শার্ক। ইউটিউব দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে তারা।
একটা শিশুদের ভিডিও, তাতে এমন কী আছে যে যার নেশায় মেতেছেন বাচ্চাদের বাবা-মা আর শিক্ষক-শিক্ষিকারাও? আসলে এই ভিডিও গানের তালটি বেশ দ্রুত লয়ের যেটা শুনতে দারুণ লাগে। তার সঙ্গে রয়েছে রঙ-বেরঙের শার্ক বা হাঙরদের মাতামাতি। অর্থাৎ এই ভিডিওকে এক কথায় বলা যায় দেখতে-শুনতে বেশ!
একটা শিশুদের ভিডিও, তাতে এমন কী আছে যে যার নেশায় মেতেছেন বাচ্চাদের বাবা-মা আর শিক্ষক-শিক্ষিকারাও? আসলে এই ভিডিও গানের তালটি বেশ দ্রুত লয়ের যেটা শুনতে দারুণ লাগে। তার সঙ্গে রয়েছে রঙ-বেরঙের শার্ক বা হাঙরদের মাতামাতি। অর্থাৎ এই ভিডিওকে এক কথায় বলা যায় দেখতে-শুনতে বেশ!

Bjp Candidate: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! এবার কী হবে? বৃহস্পতিবারই চমক দিয়ে রেখেছিল BJP

বীরভূম: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল হয়ে গেল। আসন একটি তবে মনোনয়নপত্র জমা পড়েছে একই দলের দুটি! কিন্তু কেন কীভাবে সম্ভব? সামনে লোকসভা নির্বাচন। সামনের মাসে ১৩ তারিখ চতুর্থ দফায় লোকসভা নির্বাচন হবে বীরভূমে আর তার আগে বীরভূম কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের বিকল্প প্রার্থী দিল ভারতীয় জনতা পার্টি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে দেবতনু ভট্টাচার্যের নামে বিকল্প প্রার্থীকে সঙ্গে করে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। রাজ্যের কোনও কেন্দ্রে বিকল্প প্রার্থী না দিলেও বীরভূম লোকসভা কেন্দ্রের প্রাক্তন আই পি এস অফিসার দেবাশিষ ধরের বিরুদ্ধে বিকল্প প্রার্থী দেওয়ায় শুরু হয়েছিল রাজনৈতিক তর্জা। কিন্তু শুক্রবার দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল হওয়ায় এবার বীরভূমে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন দেবতনুই।  যদিও বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে খবর। তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছেন তিনি। তাঁর মনোনয়ন ত্রুটিযুক্ত বলে জানায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টের দ্বারস্থ হোক। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাচ্ছেন দেবাশিষ ধর।

কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে বরখাস্ত করা হয়েছিল যার সময় কেন্দ্রীয় বাহিনীর কথিত গুলিবর্ষণে জেলার শীতলকুচিতে চারজন নিহত হয়েছিল। কোচবিহারের বিতর্কিত জেলা পুলিশ সুপার চাকরি থেকে ইস্তফা দিলেও রাজ্য সরকারের তরফ থেকে তার ছাড়পত্র দেওয়া হয়নি। যদিও এই প্রসঙ্গে দেবাশীষ ধর জানান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ছাড়পত্র দিয়েছেন। তাঁর কাগজপত্র দিয়েই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনও ঝুঁকি রাখতে না চেয়ে বিজেপির কার্যকর্তা দেবতনু ভট্টাচার্যকে ফের প্রার্থী করা হয়।

জানা যায় দেবতনু ভট্টাচার্য ৯০–এর দশকে আরএসএসের প্রচারক হিসাবে সিউড়িতে আসেন। বর্তমানে তিনি বিজেপির চারটি লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত ক্লাস্টার ইনচার্জ হিসাবে দায়িত্বে আছেন। বীরভূম, বোলপুর, কাটোয়া এবং বর্ধমান লোকসভা কেন্দ্রের তিনি দলের পক্ষে পর্যবেক্ষক আছেন। তাই তাঁকে প্রার্থী করে নিশ্চিন্তে থাকতে চাইছে গেরুয়া শিবির। অন্যদিকে দেবাশীষ ধর প্রাক্তন আইপিএস অফিসার হলেও তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন রাজনৈতিক মহলে তার এই প্রথম হাতে খড়ি। দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন আর তার আগেই ভারতীয় জনতা পার্টির এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বেশ জল্পনা শুরু করেছে।

আরও পড়ুন: ৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন

বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশীষ ধর এবং দেবতনু ভট্টাচার্যের বিরোধী প্রার্থী তৃণমূল কংগ্রেসের এই আসনে তৃণমূল শতাব্দী রায়।এই আসন থেকে বারবার জিতে এসেছেন তিনি। ২০০৯ সাল থেকে দীর্ঘ তিন বারের সাংসদ তিনি। তাছাড়া হেভিওয়েট প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়। সেখানে দেবাশিষ ধর আইপিএস হলেও রাজনৈতিক ব্যক্তিত্ব নন।

—-  সৌভিক রায়

Bank: সব কালো টাকা নাকি গচ্ছিত আছে এখানেই, কী হয় সুইস ব্যাঙ্কে জানেন? আপনিও পারেন অ্যাকাউন্ট খুলতে

মধ্য ইউরোপে আল্পস পর্বতের কোল জুড়ে ছোট্ট দেশ সুইৎজারল্যান্ড। ভ্রমণপিপাসুদের বরাবরের আকর্ষণ এই দেশের বরফে ঢাকা মনোরম পরিবেশ। তবে শুধু পর্যটকদের নয়, সুইৎজারল্যান্ড আকর্ষণ করে ব্যবসায়ী, লগ্নিকারীদেরও।
মধ্য ইউরোপে আল্পস পর্বতের কোল জুড়ে ছোট্ট দেশ সুইৎজারল্যান্ড। ভ্রমণপিপাসুদের বরাবরের আকর্ষণ এই দেশের বরফে ঢাকা মনোরম পরিবেশ। তবে শুধু পর্যটকদের নয়, সুইৎজারল্যান্ড আকর্ষণ করে ব্যবসায়ী, লগ্নিকারীদেরও।
সুইস ব্যাঙ্ক সম্পর্কে মানুষের সাধারণ ধারণা হল, গোটা বিশ্বের ধনকুবের, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, সরকারি কর্তা এবং ব্যবসায়ীরা এই ব্যাঙ্কে টাকা রাখেন। এই ব্যাঙ্ককেই তাঁরা তাঁদের সম্পদ জমা রাখার নিরাপদ জায়গা বলে মনে করেন।
সুইস ব্যাঙ্ক সম্পর্কে মানুষের সাধারণ ধারণা হল, গোটা বিশ্বের ধনকুবের, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, সরকারি কর্তা এবং ব্যবসায়ীরা এই ব্যাঙ্কে টাকা রাখেন। এই ব্যাঙ্ককেই তাঁরা তাঁদের সম্পদ জমা রাখার নিরাপদ জায়গা বলে মনে করেন।
এই কথা সত্যি যে দীর্ঘ কয়েক দশক ধরে সুইস ব্যাঙ্কে অর্থ জমা রাখেন বিশ্বের তাবড় ধনীরা। দুর্নীতিপরায়ণরাও তাঁদের বেহিসেবি অর্থ জমা রাখে এই ব্যাঙ্কে। মূলত নিজ নিজ দেশে যাতে উচ্চ হারে কর দিতে না হয়, সেই কর ফাঁকি দিতেই সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন এই ব্যক্তিরা।
এই কথা সত্যি যে দীর্ঘ কয়েক দশক ধরে সুইস ব্যাঙ্কে অর্থ জমা রাখেন বিশ্বের তাবড় ধনীরা। দুর্নীতিপরায়ণরাও তাঁদের বেহিসেবি অর্থ জমা রাখে এই ব্যাঙ্কে। মূলত নিজ নিজ দেশে যাতে উচ্চ হারে কর দিতে না হয়, সেই কর ফাঁকি দিতেই সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন এই ব্যক্তিরা।
তবে, সুইস ব্যাঙ্ক মানেই সেটা ধনকুবের বা চোর-জোচ্চোরদের জায়গা, তা নয়। বিশ্বের সবথেকে নিরাপদ হিসেবে পরিচিত এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনিও।
তবে, সুইস ব্যাঙ্ক মানেই সেটা ধনকুবের বা চোর-জোচ্চোরদের জায়গা, তা নয়। বিশ্বের সবথেকে নিরাপদ হিসেবে পরিচিত এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনিও।
সুইৎজারল্যান্ডের যে কোনও ব্যাঙ্ক সুইস ব্যাঙ্ক নামে পরিচিত। এই ব্যাঙ্কই অর্থ সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম। বহু মানুষ সুইস ব্যাঙ্কে পরিশ্রমের অর্থ রেখে নিশ্চিন্ত বোধ করেন।
সুইৎজারল্যান্ডের যে কোনও ব্যাঙ্ক সুইস ব্যাঙ্ক নামে পরিচিত। এই ব্যাঙ্কই অর্থ সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম। বহু মানুষ সুইস ব্যাঙ্কে পরিশ্রমের অর্থ রেখে নিশ্চিন্ত বোধ করেন।
কিন্তু, চাইলেই তো আর যে কেউ এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন না। এর জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড আছে। সেই মানদণ্ড পূরণ করতে পারলেই, এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যায়। আর সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ বিষয়। আপনি চাইলে ঘরে বসেই সুইস ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।

কিন্তু, চাইলেই তো আর যে কেউ এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন না। এর জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড আছে। সেই মানদণ্ড পূরণ করতে পারলেই, এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যায়। আর সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ বিষয়। আপনি চাইলে ঘরে বসেই সুইস ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।
ইমেইলের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায়। তবে, তার জন্য ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় প্রায় ১০,০০০ সুইস ফ্রাঙ্ক, অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ৩৪ হাজার ৪০৯ টাকা। তবে শুধু টাক থাকলেই হবে না, সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন কিছু নথিরও।
ইমেইলের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায়। তবে, তার জন্য ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় প্রায় ১০,০০০ সুইস ফ্রাঙ্ক, অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ৩৪ হাজার ৪০৯ টাকা। তবে শুধু টাক থাকলেই হবে না, সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন কিছু নথিরও।
সুইস ব্যাঙ্কের জনপ্রিয়তা মূলত তার অর্থ সংরক্ষণ নীতির জন্য। গ্রাহকের পরিচয় গোপন রাখে সুইস ব্যাঙ্ক। ফলে কে এই ব্যাঙ্কে কত টাকা রাখছেন, বাইরে থেকে বোঝার উপায় নেই।
সুইস ব্যাঙ্কের জনপ্রিয়তা মূলত তার অর্থ সংরক্ষণ নীতির জন্য। গ্রাহকের পরিচয় গোপন রাখে সুইস ব্যাঙ্ক। ফলে কে এই ব্যাঙ্কে কত টাকা রাখছেন, বাইরে থেকে বোঝার উপায় নেই।
জনপ্রিয়তার এই চাবিকাঠিই সুইস ব্যাঙ্ককে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। গ্রাহকের পরিচয় প্রকাশের নিয়ম না থাকায় কালো টাকা রাখার জন্য এই ব্যাঙ্ককেই বেছে নেয় দুষ্কৃতী, অপরাধী ও অসাধু ব্যবসায়ীরা।
জনপ্রিয়তার এই চাবিকাঠিই সুইস ব্যাঙ্ককে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। গ্রাহকের পরিচয় প্রকাশের নিয়ম না থাকায় কালো টাকা রাখার জন্য এই ব্যাঙ্ককেই বেছে নেয় দুষ্কৃতী, অপরাধী ও অসাধু ব্যবসায়ীরা।
সুইৎজারল্যান্ডে ব্যাঙ্কিং ব্যবস্থার ইতিহাস অনেক পুরনো। অষ্টাদশ শতক থেকেই এই দেশের ব্যাঙ্কগুলিতে টাকা সঞ্চয়কারীদের জন্য নিয়মাবলি নির্দিষ্ট করে আইন প্রণয়ন করা হয়েছিল।
সুইৎজারল্যান্ডে ব্যাঙ্কিং ব্যবস্থার ইতিহাস অনেক পুরনো। অষ্টাদশ শতক থেকেই এই দেশের ব্যাঙ্কগুলিতে টাকা সঞ্চয়কারীদের জন্য নিয়মাবলি নির্দিষ্ট করে আইন প্রণয়ন করা হয়েছিল।
১৯৩৪ সালে আইন প্রণয়ন করে বলা হয়, সুইস ব্যাঙ্কে গ্রাহকদের পরিচয় বা সেই সংক্রান্ত অন্য যে কোনও তথ্য বিদেশি সরকারের সঙ্গে ভাগ করে নেওয়া আইনত অপরাধ। বিদেশি সরকার শুধু নয়, কারও কাছেই গ্রাহকের তথ্য প্রকাশ করা যাবে না।
১৯৩৪ সালে আইন প্রণয়ন করে বলা হয়, সুইস ব্যাঙ্কে গ্রাহকদের পরিচয় বা সেই সংক্রান্ত অন্য যে কোনও তথ্য বিদেশি সরকারের সঙ্গে ভাগ করে নেওয়া আইনত অপরাধ। বিদেশি সরকার শুধু নয়, কারও কাছেই গ্রাহকের তথ্য প্রকাশ করা যাবে না।
সুইস ব্যাঙ্কের এই গোপনীয়তার নীতিই তাকে বিশ্বের দরবারে জনপ্রিয়তা এনে দিয়েছে। গ্রাহকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় নেই এখানে। ফলে কর ফাঁকি দেওয়ার সেরা ঠিকানা এই সুইস ব্যাঙ্ক।
সুইস ব্যাঙ্কের এই গোপনীয়তার নীতিই তাকে বিশ্বের দরবারে জনপ্রিয়তা এনে দিয়েছে। গ্রাহকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় নেই এখানে। ফলে কর ফাঁকি দেওয়ার সেরা ঠিকানা এই সুইস ব্যাঙ্ক।

Airport: কলকাতা এয়ারপোর্টে মারাত্মক ঘটনা! এক ব্যক্তিকে ঘিরে তোলপাড়, যা করলেন, সকলে থ!

কলকাতা: মদ খেয়ে কলকাতা বিমানবন্দরে শোরগোল ফেলে দিলেন এক যাত্রী। বিমান আকাশে ওড়ার আগেই ওই যাত্রীকে নিয়ে তোলপাড় পড়ে যায় এয়ারপোর্টে। পরিস্থিতি দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেন, ওই যাত্রী ‘নট ফিট ফর ফ্লাই’। বিমানবন্দর সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই যাত্রী জোরহাট থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় এসে পৌঁছেছিলেন। ইন্ডিগোর বিমান ৬ই ৩২৬তে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে দিল্লি যাওয়ার কথা ওই ব্যক্তির। কিন্তু তারই মধ্যে এয়ারপোর্টে রীতিমতো আলোড়ন ফেলে দেন তিনি।

বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে বিকাল ৪টা ৪৫ মিনিটের ভিস্তারার বিমান ইউ কে৭৩৮-তে যাওয়ার কথা ছিল ওই যাত্রীর। তার আগেই তিনি অতিরিক্ত মদ্যপান করেন বলে অভিযোগ। এতটাই মদ খেয়ে ফেলেন তিনি, নিজেকে সামলাতেও পারছিলেন না। এরপরই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ওই যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এমআই রুমে নিয়ে যাওয়া হবে। সেই মতো সেখানে নিয়েও যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে ‘নট ফিট টু ফ্লাই’ ঘোষণা করেন ওই ব্যক্তিকে। এরপরই আর ঝুঁকি না নিয়ে ওই যাত্রীকে বিমানবন্দর টার্মিনাল থেকে বের করে আনা হয়।

আরও পড়ুন: ৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন

উল্লেখ্য, দিন কয়েক আগে কলকাতা বিমানবন্দরে এক মহিলা যাত্রীকে এই একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বিমানবন্দরের পানশালায় মদ পান করে মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন ওই মহিলা যাত্রী। বিমানের মধ্যে সহ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন তিনি। অভিযুক্ত মহিলা যাত্রীকে আটক করেছিল বিমানবন্দর থানার পুলিশ।

Bimal Gurung: ‘আমিই ভোটের নিয়ন্ত্রক’, দ্বিতীয় দফায় বড় দাবি এমন একজনের, ‘খেলা’ ঘোরাতে যিনি ওস্তাদ!

কলকাতা: পাহাড় এবং ডুয়ার্সের রাজনীতিতে নতুন সমীকরণ। দিন কয়েক আগেই শুভেন্দুর হাত ধরে ফের গেরুয়া শিবিরে দেখা গিয়েছিল পাহাড় কাঁপানো গোর্খা নেতা বিমল গুরুং। আর ভোটের দিন যা বললেন গুরুং, তাতে রীতিমতো শোরগোল পড়ে গেল। দার্জিলিংয়ের ভোটের দিন বিমল বললেন, ”আমি যেদিকে থাকব, ভোট সেদিকেই হবে, সেই দলই জিতবে। আমি আমার দাবিতে এখনও অনড় আছি। আমি ভোটে লড়াই করছি না। কিন্তু আমি ভোটের লড়াইয়ে নিয়ন্ত্রক।”

এদিন পাতলেবাসে নিজের ভোট গ্রহণ কেন্দ্রে সস্ত্রীক ভোট দিলেন বিমল গুরুং। তাঁর বক্তব্য, ২০০৯ সাল থেকে তিনি বিজেপির সঙ্গেই আছেন। আর বিজেপি তার সহায়তা নিয়ে জিতেছে। তবে তিনি চান পাহাড়ে তাদের দাবি পূরণ হোক। তাঁর পুরনো সহকারীদের অনেকেই পাহাড়ের রাজনীতিতে অন্যতম ভূমিকা পালন করে আছেন। তবে বিনয় বা অনীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তিনি মুখ খুলতে রাজি নন।

আরও পড়ুন: বাবা-ছেলের বাইকে ধাক্কা গাড়ির, কল্যাণীতে মুহূর্তে শেষ বাবার জীবন, হাসপাতালে মৃত্যু ছেলেরও

এক সময় যে বিমল গুরুং এর আন্দোলনের জেরে কেঁপে উঠছিল দার্জিলিং-সহ ডুয়ার্স, সম্প্রতি সেই গোর্খা নেতা বিমল গুরুং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে পুনরায় রাজনীতির ময়দানে নামেন। গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপি প্রার্থীর হয়ে লোকসভা নির্বাচনে প্রচারও করেছে, যার নেপথ্যে ছিলেন এই গুরুংই।