তন্ত্রপীঠ তারাপীঠে ভক্তদের ভিড়। ছোলা, মুড়কি, ফল, সরবত দিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে দেবীকে। তারপরেই রাজবেশে হবে মঙ্গলারতি। দুপুরে কিছুক্ষণের জন্য গর্ভগৃহ বন্ধ রেখে ভোগ নিবেদন করা হবে। নির্ঘণ্ট মেনে দক্ষিণেশ্বরে চলছে মা ভবতারিণীর পুজো। দুপুরের আরতির পর ভোগ নিবেদন করা হবে দেবীকে। ভোগে রয়েছে, ভাত ও ঘি ভাত, পাঁচ রকমের তরকারি, পাঁচ রকমের ভাজা ও পাঁচ রকমের মাছ। একই সঙ্গে রয়েছে চাটনি, পায়েস এবং পাঁচ রকমের মিষ্টি। ভোগ নিবেদনের পর বিশ্রাম। বিকেলে বৈকালিকে নিবেদন করা হবে হরেক রকমের ফল। রাত ন’টায় দেওয়া হবে বিশেষ অন্নভোগ।