ভয়ঙ্কর ডাকাতি বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের বাড়িতে! খোয়া গেল বিরাট দামি জিনিস

কলকাতা: ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে ডাকাতি! ঘটনাটি ঘটেছিল ১৭ অক্টোবর। সেই সময় মুলতানে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলছিলেন স্টোকস।

ঘটনার কথা এতদিন পর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্টোকস। এই ঘটনায় তিনি মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ডাকাতদের খোঁজে তল্লাশি চলছে।

স্টোকস বললেন, মুখোশধারী চোরেরা তাঁর বাড়িতে ঢুকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি করেছে। তার ওবিই (অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) মেডেলও চুরি হয়েছে।

আরও পড়ুন- SRH শেষদিনের ডেডলাইনের আগেই নিজেদের রিটেন করা প্লেয়াদের তালিকা দিল, মাইনে বাড়ল

OBE হল একটি ব্রিটিশ সম্মান যা জাতির সেবার জন্য দেওয়া হয়। স্টোকস চুরি হওয়া মালামালের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি চোরদের অন্তত পদক ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন।

স্টোকস বলেছেন, চুরির সময় তাঁর স্ত্রী এবং দুই সন্তান বাড়িতে ছিল। যদিও কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়নি। ঘটনাটি তাঁর পরিবারের মানসিক অবস্থাকে আঘাত করেছিল।

স্টোকস বলেছেন, “সবচেয়ে খারাপ দিক হল এই অপরাধটি হয়েছিল যখন আমার স্ত্রী এবং দুটি ছোট বাচ্চা বাড়িতে ছিল। সৌভাগ্যবশত, আমার পরিবারের কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু তাদের মানসিক ও মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আরও পড়ুন- ফাইনাল আইপিএলের ১০ দলের রিটেনশন তালিকা! একের পর এক বড় চমক! জানুন বিস্তারিত

পাকিস্তানের বিপক্ষে ৩ টেস্ট ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। মুলতানে প্রথম ম্যাচে জয়ের পর লাইনচ্যুত হয় বেন স্টোকসের দল। স্পিন বোলারদের বিপক্ষে দলের দুর্বলতাগুলো সামনে এসেছে। মুলতানে দ্বিতীয় টেস্ট ম্যাচে হেরেছে তারা। এর পর রাওয়ালপিন্ডিতে শেষ ম্যাচেও হেরেছে তারা।