Tag Archives: Ben Stokes

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা! না খেলার সিদ্ধান্ত নিলেন তারকা অলরাউন্ডার

আগামী জুন মাস থেক শুরু হতে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার আগে পয়লা মে-র মধ্যে প্রতিটি দলকে আইসিসির কাছ জমা দিতে হবে ১৫ জনের দলের তালিকা। যা পরে ২৫ মে-র মধ্যে একজনকে পরিবর্তন করা যাবে।
আগামী জুন মাস থেক শুরু হতে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার আগে পয়লা মে-র মধ্যে প্রতিটি দলকে আইসিসির কাছ জমা দিতে হবে ১৫ জনের দলের তালিকা। যা পরে ২৫ মে-র মধ্যে একজনকে পরিবর্তন করা যাবে।
কিন্তু দল ঘোষণার আগে জোর ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। কারণ টি-২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস।
কিন্তু দল ঘোষণার আগে জোর ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। কারণ টি-২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই প্রতিযোগিতায় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেন স্টোকস। ফাইনালে খেলেছিলেন ম্যাচ উইনিং ইনিংস।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই প্রতিযোগিতায় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেন স্টোকস। ফাইনালে খেলেছিলেন ম্যাচ উইনিং ইনিংস।
সাদা বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন বেন স্টোকস। যদিও একদিনের বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফিরেছিলেন। তখন মনে করা হয়েছিল হয়তো টি-২০ বিশ্বকাপেও তিনি সার্ভিস দেবেন।
সাদা বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন বেন স্টোকস। যদিও একদিনের বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফিরেছিলেন। তখন মনে করা হয়েছিল হয়তো টি-২০ বিশ্বকাপেও তিনি সার্ভিস দেবেন।
যদিও মাঝে হাঁটুর চোটের কারণে আইপিএল থেকেও নাম প্রত্যাহার করেছিলেন বেন স্টোক। যেই কারণে সিএসকে আইপিএল ২০২৪ নিলামের আগেই রিলিজ করে দেয় ব্রিটিশ তারকা অলরাউন্ডারকে।
যদিও মাঝে হাঁটুর চোটের কারণে আইপিএল থেকেও নাম প্রত্যাহার করেছিলেন বেন স্টোক। যেই কারণে সিএসকে আইপিএল ২০২৪ নিলামের আগেই রিলিজ করে দেয় ব্রিটিশ তারকা অলরাউন্ডারকে।
এবার সেই হাঁটুর চোটের কারণেই টি-২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস।  শুধু ব্যাটার নয় বোলার হিসেবেও নিজেকে তৈরি করতে চান স্টোকস। পুরোপুরি চোট সারিয়ে অলরাউন্ডার হিসেবে ক্রিকেটে ফেরার জন্যই টি-২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত স্টোকসের।
এবার সেই হাঁটুর চোটের কারণেই টি-২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। শুধু ব্যাটার নয় বোলার হিসেবেও নিজেকে তৈরি করতে চান স্টোকস। পুরোপুরি চোট সারিয়ে অলরাউন্ডার হিসেবে ক্রিকেটে ফেরার জন্যই টি-২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত স্টোকসের।

Ben Stokes: চেন্নাইয়ের সবচেয়ে বড় শক্তি এবার বেন স্টোকস, ইংরেজ অলরাউন্ডারে ভরসা ধোনির

আহমেদাবাদ: এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। কাছাকাছি রাখা যেতে পারে হার্দিক পান্ডিয়া, ক্যামেরন গ্রিনকে। কিন্তু বেন স্টোকস এক নম্বরে এটা নিয়ে অন্তত কোনও সন্দেহ নেই ম্যাথু হেডেনের। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ওপেনার হেডেন বলে দিয়েছেন একটু মানিয়ে নিতে পারলে এবারের আইপিএলটা বেনস্টোকসের হতে চলেছে। ইংরেজ অলরাউন্ডারকে নিজেদের ফ্রাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে বেশি টাকা ১৬:২৫ কোটি দিয়ে কিনেছে চেন্নাই।

এটা ঠিক হাটুতে সমস্যা থাকায় এবারে টুর্নামেন্টের প্রথম দিকে বল করতে দেখা যাবে না তাকে। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলবেন বেন। তবে চেন্নাই দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানিয়েছেন টুর্নামেন্টের মাঝামাঝি একটু সুস্থ বোধ করলে বেন স্টোকস নিজের থেকেই বল করবেন। এ ব্যাপারে দলের ডাক্তার এবং ফিজিওরা খেয়াল রাখছেন।

আরও পড়ুন – Gujarat Titans: আবির্ভাবেই ছিল চমক, এবারও আইপিএলে ট্রফি ছাড়া কিছুই দেখছে না গুজরাত

হেডেন মনে করেন এই প্রথম রাজস্থানের বাইরে অন্য ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলবেন বেন স্টোকস। তাই ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের অনেক কিছু প্রমাণ করার আছে। আসলে ধোনি নিজে চান ভবিষ্যতে সিএসকের অধিনায়কত্ব সামলান বেন। তাই তার পেছনে অনেক টাকা লাগিয়েছে চেন্নাই। বিগ বেন যেমন সাহসী, তেমনই একার হাতে খেলা ঘুরিয়ে দিতে পারেন।

ইংল্যান্ডের একদিনের এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তার অবদান ছিল সবচেয়ে বেশি। বড় ম্যাচের ক্রিকেটার। আসল সময় জ্বলে উঠতে জানেন। টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে নিজেকে আরও উন্নত করেছেন বেন। আইপিএলের ইতিহাসে বেন স্টোকসের দুটো সেঞ্চুরি এবং বেশ কয়েকটা হাফ সেঞ্চুরি আছে।

ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা কম নয়। মহেন্দ্র সিং ধোনিকে দেখা গিয়েছে চেন্নাই অনুশীলনে বেন স্টোকসের সঙ্গে আলাদা করে কথা বলতে। এতেই বোঝা যায় তিনি কতটা ভরসা করছেন ইংরেজ অলরাউন্ডারের ওপর। হেডেন জানিয়েছেন বেন স্টোকসকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা মহেন্দ্র সিং ধোনির থেকে ভাল কেউ জানেন না। তাই যদি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে বেন স্টোকস শেষ করেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

Ben Stokes, England captain : ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস! নিলেন নতুন শপথ

#লন্ডন: ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে তার নাম ভাবা হচ্ছে পরিষ্কার হয়ে গিয়েছিল দুদিন আগেই। আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। সেটা হয়ে গেল আজ বৃহস্পতিবার। জো রুটের বিদায়ের পর তারকা অলরাউন্ডার বেন স্টোকসকেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্ট খেলা স্টোকসের অভিষেক হয় ২০১৩ সালে। ২০১৭ সালে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন – Lakshya Sen: ২০২৪ অলিম্পিকে ভারতের হয়ে সোনা জিতব ! একটাই টার্গেট লক্ষ্য সেনের

গত ১৭ টেস্টে মাত্র একটি ম্যাচে জিতেছে ইংল্যান্ড, বেশিরভাগ ম্যাচেই ছিল ইংলিশদের মলিন পারফরম্যান্স। দলটির এমন পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেন জো রুট। সরে যেতে হয় তৎকালীন কোচ ক্রিস সিলভারউডকে। তখন থেকেই গুঞ্জন ছিল, স্টোকসই হবেন নতুন অধিনায়ক।

সাধারণ দর্শকদের পাশাপাশি স্টোকসকে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেট বোদ্ধারাও। শেষপর্যন্ত স্টোকসই পেলেন ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়কের মর্যাদা। অধিনায়ক হিসেবে স্টোকসকে নিযুক্তির খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট- ইসিবি। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, স্টোকসকে অধিনায়কের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিতে কোনো দ্বিধা ছিল না।

লাল বলের ক্রিকেটে দলকে পরবর্তী যুগে নিয়ে যেতে যে মানসিকতা ও পদক্ষেপ দরকার স্টোকস তা ধারণ করেন। আর এর ফলে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টেস্ট দলকে নেতৃত্ব দিলেও স্টোকস এবার পাকাপাকিভাবে পেলেন টেস্ট দলের দায়িত্ব। নতুন দায়িত্ব পেয়ে স্টোকসও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ইংল্যান্ড টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।

এটা দারুণ এক সম্মান। রুট ইংলিশ ক্রিকেটের জন্য যা করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। ড্রেসিংরুমে আমাকেও নেতা হিসেবে গড়ে তুলতে তিনি বড় ভূমিকা পালন করেছেন। ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্ট খেলা বেন স্টোকস ব্যাট হাতে ১১টি শতক ও ২৬টি অর্ধশতকের সাহায্যে ৩৫.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ৬১ রান। অন্যদিকে, বল হাতে ৩২.১২ গড়ে নিয়েছেন ১৭৪টি উইকেট।

ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন চার বার। চলতি বছরের জুনেই স্টোকসের নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে ইংল্যান্ড। সফরকারীদের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবেন স্টোকসরা।

Sachin and Warne on Ben Stokes: ১৪২ কিলোমিটারের বল লেগেও পড়ল না বেল ! অবাক সচিন থেকে শেন ওয়ার্ন

#সিডনি: অসম্ভব এবং অবিশ্বাস্য বললেও কম বলা হয়। এমন ঘটনা অতীতে একেবারেই যে ঘটেনি এমন নয়। তবুও আজকের ঘটনা যেন একটু আলাদা। অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এখন নিয়ম-রক্ষার বাকি দুটো ম্যাচ। তবে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ৫-০ জয় লক্ষ্য অস্ট্রেলিয়ানদের। সিডনিতে আজ শিরোনামে বেন স্টোকস।

আরও পড়ুন – ATK Mohun Bagan ISL update : চোট এবং কার্ড সমস্যায় চিন্তা বেড়েছে এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডোর

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে অদ্ভুত ঘটনার সাক্ষী রইলেন তিনি এবং কোটি কোটি ক্রিকেট সমর্থক। শুক্রবার ক্যামেরন গ্রিনের বল এসে লাগে স্টোকসের অফস্টাম্পে। বলের গতি ছিল ১৪২ কিলোমিটার। স্টাম্প নড়লেও বেল পড়েনি। মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু সেটা এলবিডব্লিউ-র জন্য নাকি বোল্ডের জন্য তা বোঝা যায়নি।

কাল বিলম্ব না করে স্টোকস রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার দেখেন বল স্টোকসের পা বা ব্যাট কোথাও লাগেনি। বল লেগেছে স্টাম্পে। কিন্তু বেল পড়েনি। তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন আউট নন স্টাম্প। সেই সময় স্টোকসের মুখের হাসি ছিল দেখবার মতো। সচিন তেন্ডুলকর এবং শেন ওয়ার্ন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুনসুটি করেন।

সচিন লেখেন, কোন নতুন নিয়ম হিটিং দা স্টাম্পস নিয়ে আসার প্রয়োজন আছে কি? আপনাদের কি মনে হয়? বোলারের প্রতি সঠিক বিচার হল এটা? উত্তরে কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার জবাব দেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তর্ক করাই যায়। বিশ্ব ক্রিকেট কমিটিতে আমি এটা নিয়ে আলোচনা করব এবং তারপর তোমায় জানাব। এরকম জীবনে দেখিনি।

উইকেটে যথেষ্ট জোরে বল লেগেছিল। এরপর ইমোজি দেন দুজনেই। এই ঘটনা দেখে দীনেশ কার্তিক টুইট করে লেখেন, যখন নিজের অফস্টাম্পের উপর তোমার অগাধ ভরসা এবং অফস্টাম্পও তোমার উপর ভরসা রাখে। এমন অদ্ভুত ঘটনা ক্রিকেট বিশ্বে খুব কমই ঘটে। অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার স্টাম্পে বেশ কিছু বার টোকা মেরেও দেখেন বেল পড়ে কি না।

কিন্তু তাতে বেল পড়ে না। ইংল্যান্ডের হয়ে ওই ইনিংসে ৬৬ রান করেন স্টোকস। নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। দুরন্ত শতরান করেছেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ড দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে। ১৫৮ রানে পিছিয়ে তারা।

শীঘ্রই আসছি ভারতে! সোশ্যাল মিডিয়ায় বার্তা ‘বিগ বেনের’

#লন্ডন: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার ধরা হয় তাঁকে। ডিসেম্বরে বাবাকে হারিয়েছেন। শেষ আইপিএলে প্রথম দিকে খেলতে না পারলেও,পরে যোগ দিয়েছিলেন রাজস্থান দলে। দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও, একটি শতরান করে নিজের জাত চিনিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হয়ে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মুহূর্তে সিরিজ খেলছে ইংল্যান্ড। কিন্তু স্টোকস এবং ফাস্ট বোলার আর্চারকে বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ ভারত সিরিজের জন্য এই দুজনকে দরকার ইংলিশদের। বিমানে বসে বেন স্টোকস নিজের ছবি পোস্ট করে লিখেছেন,”রওনা দিলাম ভারতের উদ্দেশ্যে। তাড়াতাড়ি দেখা হবে”।


বাবা মারা যাওয়ার পর থেকে এই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবেন তিনি। যদিও ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ইংল্যান্ড বিশ্রাম দিয়েছে বেয়ারস্ট, উড এবং স্যাম কারানকে। রুট, বাটলার, সিবলেদের ভারতের মাটিতে সফল হতে গেলে অবশ্য নিজেদের ছাপিয়ে যেতে হবে বলে আগেই জানিয়েছেন ইংলিশ স্পিনার গ্রেম সোয়ান। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ জয়ের থেকেও ভারতের বিরুদ্ধে জয় পাওয়া অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে সফল হতে গেলে ব্যাট এবং বল হাতে অবদান রাখতে হবে বেন স্টোকসকে। নিজের দিনে তিনি একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন। অতীতে তা প্রমাণ করেছেন। কিন্তু বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, বুমরাহদের বিরুদ্ধে ভালো করতে গেলে একা বেন স্টোকস নয়, পারফর্ম করতে হবে সমগ্র ইংল্যান্ড দলকে। ইংরেজরা স্পিন কতটা খেলতে পারেন তার ওপর নির্ভর করছে তাঁদের সাফল্য।