GNWL PQWL…! ট্রেনের টিকিটে থাকে এই শব্দগুলো! এর মানে কী? অনেকেই জানেন না

ট্রেনে টিকিটের বর্তমান অবস্থাকে বুকিং স্ট্যাটাস বলে। অনেক সময় ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও যাত্রীরা টিকিট বুক করেন। তবে সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট-এর তালিকা কতটা বড় তার উপর নির্ভর করে।
ট্রেনে টিকিটের বর্তমান অবস্থাকে বুকিং স্ট্যাটাস বলে। অনেক সময় ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও যাত্রীরা টিকিট বুক করেন। তবে সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট-এর তালিকা কতটা বড় তার উপর নির্ভর করে।
PNR (প্যাসেঞ্জার নেম রেকর্ড) হল 10- অঙ্কের নম্বর, তা দিয়ে আপনি আপনার টিকিট কনফার্ম হয়েছে কি না দেখতে পারবেন। টিকিট অনলাইনে বা অফলাইনে যেভাবেই কাটা হোক না কেন, এই নম্বর হল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়।
PNR (প্যাসেঞ্জার নেম রেকর্ড) হল 10- অঙ্কের নম্বর, তা দিয়ে আপনি আপনার টিকিট কনফার্ম হয়েছে কি না দেখতে পারবেন। টিকিট অনলাইনে বা অফলাইনে যেভাবেই কাটা হোক না কেন, এই নম্বর হল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়।
যাত্রীর নাম, লিঙ্গ, বয়স, আসন বরাদ্দ (যদি থাকে), ট্রেনের নাম ও নম্বর, বুকিংয়ের প্রাথমিক অবস্থা, বর্তমান অবস্থা, পৌঁছানোর সময় ও ট্রেনে ওঠার সময়, সোর্স স্টেশন এবং গন্তব্য স্টেশন-সহ প্রায় সমস্ত তথ্যই সেই পিএনআর নম্বর দিয়ে চেক করা যায়।
যাত্রীর নাম, লিঙ্গ, বয়স, আসন বরাদ্দ (যদি থাকে), ট্রেনের নাম ও নম্বর, বুকিংয়ের প্রাথমিক অবস্থা, বর্তমান অবস্থা, পৌঁছানোর সময় ও ট্রেনে ওঠার সময়, সোর্স স্টেশন এবং গন্তব্য স্টেশন-সহ প্রায় সমস্ত তথ্যই সেই পিএনআর নম্বর দিয়ে চেক করা যায়।
তার পরও রেলের টিকিট কাটার ক্ষেত্রে কিচু বিশেষ কোড থাকে। সেগুলি অনেক সময় ওয়েটিং লিস্ট-এ থাকা টিকিটের ক্ষেত্রে দেখা যায়।
তার পরও রেলের টিকিট কাটার ক্ষেত্রে কিচু বিশেষ কোড থাকে। সেগুলি অনেক সময় ওয়েটিং লিস্ট-এ থাকা টিকিটের ক্ষেত্রে দেখা যায়।
GNWL (সাধারণ ওয়েটিং লিস্ট): এই তালিকাভুক্ত টিকিট ওয়েটিং লিস্টে থাকে। যাত্রীরা তাদের কোনও বুকিং বাতিল করলে তবেই সেগুলি কনফার্ম টিকিটে বদলে যায়। GNWL-এর ক্ষেত্রে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
GNWL (সাধারণ ওয়েটিং লিস্ট): এই তালিকাভুক্ত টিকিট ওয়েটিং লিস্টে থাকে। যাত্রীরা তাদের কোনও বুকিং বাতিল করলে তবেই সেগুলি কনফার্ম টিকিটে বদলে যায়। GNWL-এর ক্ষেত্রে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
PQWL (পুলড কোটা ): এই ওয়েটিং লিস্ট-এ একাধিক ছোট রেলওয়ে স্টেশনের মধ্যে ভাগ করা হয়। এটি যে যাত্রীদের দেওয়া হয়, চারা ট্রেনের যাত্রা শুরুর স্টেশন থেকে শেষ স্টেশনের আগের কোনও স্টেশনে অথবা মধ্যবর্তী যে কোনও দুই স্টেশনের মধ্যে ভ্রমণ করবেন।
PQWL (পুলড কোটা ): এই ওয়েটিং লিস্ট-এ একাধিক ছোট রেলওয়ে স্টেশনের মধ্যে ভাগ করা হয়। এটি যে যাত্রীদের দেওয়া হয়, চারা ট্রেনের যাত্রা শুরুর স্টেশন থেকে শেষ স্টেশনের আগের কোনও স্টেশনে অথবা মধ্যবর্তী যে কোনও দুই স্টেশনের মধ্যে ভ্রমণ করবেন।
CKWL/TKWL (তৎকাল কোটা) : ভারতীয় রেলের রিজার্ভেশন সিস্টেমে তৎকাল কোটা বোঝাতে সিকে (CK) ব্যবহার করা হয়। তৎকাল কোটার সুযোগ নিয়ে বুকিং হওয়া টিকিটগুলির জন্য সি কে ডব্লিউ এল (CKWL) হল ওয়েটিং তালিকা। সাধারণত ট্রেন ছেড়ে যাওয়ার একদিন আগে এভাবে বুক করা যায়।
CKWL/TKWL (তৎকাল কোটা) : ভারতীয় রেলের রিজার্ভেশন সিস্টেমে তৎকাল কোটা বোঝাতে সিকে (CK) ব্যবহার করা হয়। তৎকাল কোটার সুযোগ নিয়ে বুকিং হওয়া টিকিটগুলির জন্য সি কে ডব্লিউ এল (CKWL) হল ওয়েটিং তালিকা। সাধারণত ট্রেন ছেড়ে যাওয়ার একদিন আগে এভাবে বুক করা যায়।
RSWL (মধ্যবর্তী স্টেশন থেকে কাটা টিকিট): কোনও যাত্রী ট্রেনের যাত্রাপথের মাঝের কোনও স্টেশন থেকে  আসন বুকিং করলে এবং শেষ স্টেশনের আগে কোনও স্টেশন পর্যন্ত বুকিং হলে তা RSWL.
RSWL (মধ্যবর্তী স্টেশন থেকে কাটা টিকিট): কোনও যাত্রী ট্রেনের যাত্রাপথের মাঝের কোনও স্টেশন থেকে আসন বুকিং করলে এবং শেষ স্টেশনের আগে কোনও স্টেশন পর্যন্ত বুকিং হলে তা RSWL.
CNF (নিশ্চিত টিকিট): যাত্রী টিকিট বুক করার সময় "সি এন এফ" দেখানো মানে সেই টিকিট কনফার্ম। তাতে কোনও ওয়েটিং লিস্ট নেই।
CNF (নিশ্চিত টিকিট): যাত্রী টিকিট বুক করার সময় “সি এন এফ” দেখানো মানে সেই টিকিট কনফার্ম। তাতে কোনও ওয়েটিং লিস্ট নেই।