কিছু বিষয় মানলেই মা লক্ষ্মীর আশীর্বাদে চমকাবে ভাগ্য। প্রতীকী ছবি।

Diwali 2024: দীপাবলির রাত কাঁপাতে পারবেন! একটি ছোট্ট কাজেই মা লক্ষ্মীর বসবাস চিরতরে

আজ, দীপাবলি, আলোর উৎসব পালিত হবে গোটা দেশজুড়ে। তবে এর শুরু হয় ধনতেরাসের মাধ্যমে। ধনতেরাসের ৫ দিন ধরে দীপোৎসব চলে। এই বছর ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দীপোৎসব চলবে। প্রতীকী ছবি
আজ, দীপাবলি, আলোর উৎসব পালিত হবে গোটা দেশজুড়ে। তবে এর শুরু হয় ধনতেরাসের মাধ্যমে। ধনতেরাসের ৫ দিন ধরে দীপোৎসব চলে। এই বছর ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দীপোৎসব চলবে। প্রতীকী ছবি
জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই বছর দীপাবলি ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর মধ্যরাতে পড়েছে। দীপাবলির পুজো ৩১ অক্টোবর রাতেই পালন করা হবে। প্রতীকী ছবি
জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই বছর দীপাবলি ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর মধ্যরাতে পড়েছে। দীপাবলির পুজো ৩১ অক্টোবর রাতেই পালন করা হবে। প্রতীকী ছবি
 জ্যোতিষ শাস্ত্র মতে দীপাবলির রাতে কিছু বিশেষ উপায় মেনে চললে খুলতে পারে আপনার ভাগ্যও। দূর হবে যেকোনো আর্থিক সমস্যা।  দীপাবলির দিন রাতে একটি লাল কাপড় নিন। ওই লাল কাপড়ে ৫ টি সুপারি, ৫টি হলুদের টুকরো, পাঁচটি কড়ি এবং পাঁচটি গোমতি চক্র রেখে একটি পুঁটলিতে বেঁধে মা লক্ষ্মীর পুজার জায়্যগায় রেখে দিন। পুজা শেষে ওই পুঁটলিটি আপনার প্রবেশ দ্বারের চৌকাঠে বেঁধে দেবেন। প্রতীকী ছবি
জ্যোতিষ শাস্ত্র মতে দীপাবলির রাতে কিছু বিশেষ উপায় মেনে চললে খুলতে পারে আপনার ভাগ্যও। দূর হবে যেকোনো আর্থিক সমস্যা।
দীপাবলির দিন রাতে একটি লাল কাপড় নিন। ওই লাল কাপড়ে ৫ টি সুপারি, ৫টি হলুদের টুকরো, পাঁচটি কড়ি এবং পাঁচটি গোমতি চক্র রেখে একটি পুঁটলিতে বেঁধে মা লক্ষ্মীর পুজার জায়্যগায় রেখে দিন। পুজা শেষে ওই পুঁটলিটি আপনার প্রবেশ দ্বারের চৌকাঠে বেঁধে দেবেন। প্রতীকী ছবি
পেঁচার ছবিদীপাবলির রাতে ঘরে সিন্দুকে একটি পেঁচার ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পেঁচা মা লক্ষ্মীর বাহন। পেঁচা প্রতি পূর্ণিমায় অশ্বত্থ গাছে যেখানে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন সেখানে দেখা যায় বলে মনে করা হয়। তাই পেঁচার ছবি সিন্দুকে রাখলে তা শুভ ফল দেবে। প্রতীকী ছবি
পেঁচার ছবি
দীপাবলির রাতে ঘরে সিন্দুকে একটি পেঁচার ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পেঁচা মা লক্ষ্মীর বাহন। পেঁচা প্রতি পূর্ণিমায় অশ্বত্থ গাছে যেখানে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন সেখানে দেখা যায় বলে মনে করা হয়। তাই পেঁচার ছবি সিন্দুকে রাখলে তা শুভ ফল দেবে। প্রতীকী ছবি
প্রদীপমা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে দীপাবলির দিন রাতের পুজোতে রূপোর প্রদীপ জ্বালান। রূপোর প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী প্রসন্ন হন। মা লক্ষ্মীকে পুজা চলাকালীন ভোগ অবশ্যই দেবেন। প্রতীকী ছবি।
প্রদীপ
মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে দীপাবলির দিন রাতের পুজোতে রূপোর প্রদীপ জ্বালান। রূপোর প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী প্রসন্ন হন। মা লক্ষ্মীকে পুজা চলাকালীন ভোগ অবশ্যই দেবেন। প্রতীকী ছবি।

(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)