দক্ষিণ ২৪ পরগনা: এবার সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে কালীপুজোতেও দেখা গেল থিমের বাহার। বিস্কুটের প্রতিমা ও জাহাজ তৈরি করে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে মথুরাপুরের বাপুলীরচকের পুজো। এই পুজো এবছর ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে।
গ্রামবাসীদের নিজেদের ভাবনায় এই থিম তৈরি করা হয়েছে। এই জাহাজ তৈরি করতে গ্রামবাসীরাই হাত লাগিয়েছিলেন। পুজোর জন্য অর্থ সংগ্রহ থেকে মণ্ডপ সজ্জা সমস্তটাই করে থাকেন তাঁরা।
আরও পড়ুনKali Puja 2024: গাছের ছাল ও প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি জেলার এই মণ্ডপ! উপচে পড়ছে ভিড়
এবছর এই থিম তৈরি করা হবে তা আগে থেকেই বিভিন্ন এলাকায় প্রচার করেছে উদ্যোক্তারা। ফলে এবছর ভিড় বাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বপন হাতি জানিয়েছেন,’এলাকার বড় কালীপুজো হিসাবে এই পুজো প্রতিবছর নজর কাড়ে। এবছর তার ব্যতিক্রম হবেনা। প্রতিবছরের ন্যায় এবছরও এই পুজো দেখতে প্রচুর মানুষজন আসবেন।
এখানে মণ্ডপ ও প্রতিমার আকর্ষণে তো মানুষজন আসবেন, সেই সঙ্গে এখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। সে সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে রাজকুমার হাতি নামের এক ব্যক্তি জানিয়েছেন, ‘ চন্দননগরের আলোকসজ্জা দিয়ে দর্শকদের মনোরঞ্জনের ক্ষুদ্র প্রয়াস করা হয়েছে। সঙ্গে থাকছে মানব মডেল প্রদর্শনী।’ সব মিলিয়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই পুজো যে সকলের নজর কাড়বে তার আর বলার অপেক্ষা রাখেনা।
নবাব মল্লিক