প্রগতি সংঘের শ্যামা প্রতিমা 

দীপাবলির প্রদীপেই সেজে উঠেছে বারুইপুর প্রগতি সংঘের মণ্ডপ

দক্ষিণ ২৪ পরগনা : শারদোৎসবের মতো কালীপুজোতেও নজরকাড়া থিম নিয়ে হাজির হচ্ছে বারুইপুরের বিভিন্ন পুজো কমিটি। সঙ্গে বাড়তি আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা।

ইতিমধ্যেই অনেক পুজো মণ্ডপের উদ্বোধনও হয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম বারুইপুর প্রগতি সংঘ। ফি বছর নজর কাড়ে বারুইপুর প্রগতি সঙ্ঘের পুজো।

আরও পড়ুন- প্রায় ৪০০ কেজি ভোগপ্রসাদ রান্না করা হয় শান্তিপুরের এই প্রাচীন কালীপুজোয়

এবার তাদের থিমের নাম দীপাবলি। এই পুজো ৫৭ বছরে পড়ল। এই প্রসঙ্গে পুজো কমিটির কর্মকর্তা বলেন, প্রদীপ হচ্ছে দীপাবলি থিমের মূল বিষয়।

মণ্ডপের ভিতরে ছোট ছোট ঘরে প্রদীপ জ্বলবে। এর মধ্যে পুতুলরা আনন্দ করছে। এছাড়াও জালের ভিতরে ঝুলন্ত আলোর কাজ থাকবে। গ্রাম ও শহরের মানুষ দীপাবলি কীভাবে পালন করে, তা তুলে ধরা হয়েছে মণ্ডপে।

তার পাশাপাশি থাকছে রাস্তার দু’ধারে চন্দননগরের আলোকসজ্জা। প্রতিবছরই আমাদের এই মন্ডপে দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজোতেও থাকে নানান ধরনের থিমের চমক।

আরও পড়ুন- খিচুড়ি, পোলাও, পোড়া শোল মাছ, মাংস…কী কী থাকে তারাপীঠে কালীপুজোর ভোগে? জানুন

প্রচুর মানুষের সমাগম হয় যা দেখছে প্রতিদিনই দর্শনার্থীদের ঢল নামে। তাই এ বছরও আমার থিমের চমকে বাড়তি আকর্ষণ। মণ্ডপে এলেই মন ভরে যাবে ছোট থেকে বড়দের। এর সঙ্গে সামঞ্জস্য রেখেই থাকছে প্রতিমা।

সুমন সাহা