দীপাবলির দিনে কানপুরে শক্তিশালী বিস্ফোরণ! দুজনের মৃত্যু, আহত একাধিক

Diwali Bomb Blast: দীপাবলির দিনে কানপুরে শক্তিশালী বিস্ফোরণ! দুজনের মৃত্যু, আহত একাধিক

কানপুর: উত্তরপ্রদেশের কানপুরে দীপাবলির দিনে বৃহস্পতিবার একটি শক্তিশালী বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিসামৌ এলাকার একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেখানে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং চারজন আহত হয়েছেন। জানা গিয়েছে যে, একই পরিবারের স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও অন্যান্য সদস্যরা গুরুতর অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: এইচআইভি সংক্রমিত তরুণীর থেকে ২০ যুবকের শরীরে ঢুকল মারণ রোগ! সংক্রমিত ১৫ মহিলাও

দীপাবলিতে চারপাশে একাধিক বাজি পোড়ানো হয়৷ তাই কোনও না কোনও জায়গা, দুর্ঘটনা লেগেই থাকে৷ তবে জানা গিয়েছে, এই বিষ্ফোরণ সম্পূর্ণ আলাদা ছিল৷ পুলিশের ধারণা, সত্যিকারের বোম ফাটার কারণে কেঁপে গিয়েছিল এলাকা৷ ঘটনার বাড়ির চাল উড়ে গিয়েছে, থমথমে হয়ে রয়েছে কাণপুরের ওই এলাকা৷

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়িগুলিতেও ভেঙে পড়েছে। বর্তমানে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। দুজন নিহত হওয়া ছাড়াও একাধিক মানুষ আহত হয়েছে বলে আশা করা হচ্ছে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারেও তদন্ত করা হচ্ছে৷

আরও পড়ুন: মাংসের দোকানের ছেলের সঙ্গে প্রেম, অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেগন্যান্ট, তারপর…

উৎসবের সময় দুর্ঘটনাটি সিসামৌ থানার গণেশ পার্ক এলাকায় ঘটেছে৷ খুব শীঘ্রই এখানে ১৩ নভেম্বর উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। এই এলাকা সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক ইরফান সোলাঙ্কির। অগ্নিসংযোগের মামলায় দণ্ডিত হওয়ার পর তার বিধায়ক পদ বাতিল করা হয়েছিল, যার পর উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দীপাবলির দিনে এই বিস্ফোরণ পুলিশ প্রশাসনের কার্যকারিতার ওপর প্রশ্ন তুলে দিয়েছে। খবর পাওয়ার পর সেখানে বিপুল পুলিশ বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়করণ দল পৌঁছেছে।