উত্তরবঙ্গ, মালদহ Weather Updates: মেঘলা আকাশ, ধীরে ধীরে কমছে তাপমাত্রা! উত্তরবঙ্গে কবে থেকে শীত পড়বে! জানুন Gallery October 31, 2024 Bangla Digital Desk কালীপুজোয় আংশিক মেঘলা আকাশ গৌড়বঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। মনোরম আবহাওয়া থাকবে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামী কয়েক দিন গৌড়বঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে। রবিবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। ধীরে ধীরে আকাশ আরও পরিষ্কার হবে তবে অক্টোবরের শেষ থেকে গৌড়বঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। জাঁকিয়ে শীত না পড়লেও ক্রমশ তাপমাত্রা একটু একটু করে কমছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ সাধারণত পরিষ্কার হবে। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমবে।