ব্যবসা-বাণিজ্য SIP Calculator: সন্তানের জন্মের পরেই ২০০০ টাকার SIP শুরুছেন ? ২০ বছরে কত টাকা পাবেন জানেন ? Gallery October 31, 2024 Bangla Digital Desk মূল্যবৃদ্ধির বাজারে শুরু থেকেই সব কিছু প্ল্যান করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে ৷ বর্তমানে যা অবস্থা সন্তান জন্ম দেওয়ার আগে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্ল্যান করে রাখা প্রয়োজন। মূল্যবৃদ্ধির বাজারে সন্তানের উচ্চশিক্ষা এবং বিয়ের জন্য মোটা টাকার প্রয়োজন। যে কারও পক্ষেই কারও জন্য একসঙ্গে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। তাই সন্তানের জন্মের পরেই যদি ছোট ছোট পরিমাণ টাকা জমা করা যায়, তাহলে সন্তান বড় হতে হতে মোটা টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব। এর জন্য মিউচুয়াল ফান্ডের এসআইপিতে প্রতি মাসে টাকা জমা করা যেতে পারে। সন্তানের জন্মের পরেই প্রতি মাসে ২০০০ টাকার এসআইপি করলে, ২০ বছরে কত টাকা হতে পারে, দেখে নেওয়া যাক এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী সেই হিসেব। কেউ যদি প্রতি মাসে ২০০০ টাকা করে মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বিনিয়োগ করে, তাহলে ১২% সুদ অনুযায়ী ২০ বছরে প্রায় ২১ লক্ষ টাকা জমা হবে। এর মধ্যে সুদ হিসাবে পাওয়া যাবে ১৬ লক্ষ টাকা। এরপর যদি কেউ এই বিনিয়োগকে বার্ষিক ১০% হারে স্টেপআপ করে, তাহলে ম্যাচিউরিটিতে সে ৩৯,৭৭,৭৪৩ টাকা পেয়ে যাবে। এর মধ্যে ২৬,০৩,১৪৩ টাকা সুদ হিসাবে পাওয়া যাবে। বার্ষিক স্টেপআপে বিনিয়োগকারীদের প্রতি বছর মাসিক এসআইপিতে কিছু পরিমাণ টাকা বাড়িয়ে যেতে হয়। এর ফলে সেই টাকার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। অর্থাৎ কেউ যদি এখন সন্তানের জন্মের পরেই মিউচুয়াল ফান্ডের এসআইপিতে প্রতি মাসে ২০০০ টাকা করে বিনিয়োগ করে, তাহলে ২০ বছরের মধ্যে ২১ লক্ষ টাকার ফান্ড গড়ে তুলতে পারবে। এরপর যদি মিউচুয়াল ফান্ডের এসআইপিতে আরও বেশি পরিমাণে টাকা বিনিয়োগ করতে পারে এবং সেই ফান্ড আরও লম্বা সময়ের জন্য চালাতে পারে, তাহলে সেই টাকার পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এর ফলে সন্তানের উচ্চশিক্ষা এবং বিয়ের জন্য আর কোনও চিন্তা করতে হবে না।