রিঙ্কু সিংকে এবার কত টাকা দিল কেকেআর? জীবন ঘুরে গেল নাইট তারকার

শাহরুখ খান বলেছিলেন, ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলটাকে তিনি আজীবন রেখে দিতে পারলে ভাল হত! তবে চ্যাম্পিয়ন দল ধরে রাখত পারল না কেকেআর। ছেড়ে দিতে হল দলকে চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেনকে।
শাহরুখ খান বলেছিলেন, ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলটাকে তিনি আজীবন রেখে দিতে পারলে ভাল হত! তবে চ্যাম্পিয়ন দল ধরে রাখত পারল না কেকেআর। ছেড়ে দিতে হল দলকে চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেনকে।
অনেকেরই আক্ষেপ ছিল, রিঙ্কু সিং তাঁর প্রাপ্য় টাকাটুকু পাচ্ছেন না কেকেআরের জার্সিতে খেলে। তবে এবার তাঁদের আক্ষেপ হয়তো আর থাকবে না!
অনেকেরই আক্ষেপ ছিল, রিঙ্কু সিং তাঁর প্রাপ্য় টাকাটুকু পাচ্ছেন না কেকেআরের জার্সিতে খেলে। তবে এবার তাঁদের আক্ষেপ হয়তো আর থাকবে না!
৬ জনকে রিটেইন করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রিঙ্কু সিং পেলেন ১৩ কোটি টাকা। বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা), সুনীল নারিন (১২ কোটি টাকা), আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা), হর্ষিত রানা (৪ কোটি টাকা) এবং রামনদীপ সিং (৪ কোটি টাকা)-কে দলে রাখল কেকেআর।
৬ জনকে রিটেইন করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রিঙ্কু সিং পেলেন ১৩ কোটি টাকা। বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা), সুনীল নারিন (১২ কোটি টাকা), আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা), হর্ষিত রানা (৪ কোটি টাকা) এবং রামনদীপ সিং (৪ কোটি টাকা)-কে দলে রাখল কেকেআর।
২০২৪ আইপিএলে কেকেআরের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন সুনীল নারিন। ১৫ ম্যাচে ৪৮৮ রান। স্ট্রাইক রেট ১৮০.৭৪। সর্বোচ্চ ১০৯ রান।
২০২৪ আইপিএলে কেকেআরের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন সুনীল নারিন। ১৫ ম্যাচে ৪৮৮ রান। স্ট্রাইক রেট ১৮০.৭৪। সর্বোচ্চ ১০৯ রান।
রিঙ্কু সিংকে কেকেআর দিত ৫৫ কোটি টাকা। রিঙ্কু অবশ্য বলেছিলেন, তিনি তাতেই খুশি। তিনি কেকেআরে খুবই খুশিতে আছেন।
রিঙ্কু সিংকে কেকেআর দিত ৫৫ লাখ টাকা। রিঙ্কু অবশ্য বলেছিলেন, তিনি তাতেই খুশি। তিনি কেকেআরে খুবই খুশিতে আছেন।