IPL 10 teams remaining purse: ৫ দলের সামনে বড় সমস্যা! সবথেকে সুবিধায় এক দল! নিলামের আগে বড় আপডেট

আইপিএব ২০২৫-এর রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে সবকটি দল। এবার পালা নিলামের। ইতিমধ্যেই নিলাম নিয়ে চড়তে শুরু করেছে পারদ। রিটেনশনরে পর নিলামে কোন দল কত টাকা নিয়ে নামছে চলুন দেখে নেওয়া যাক।
আইপিএব ২০২৫-এর রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে সবকটি দল। এবার পালা নিলামের। ইতিমধ্যেই নিলাম নিয়ে চড়তে শুরু করেছে পারদ। রিটেনশনরে পর নিলামে কোন দল কত টাকা নিয়ে নামছে চলুন দেখে নেওয়া যাক।
নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নামছে পঞ্জাব কিংস। রিটেনশনে প্রীতি জিন্টার দল খরচ করেছে ৯ কোটি ৫০ লক্ষ টাকা। নিলামে ১১০.৫ কোটি টাকা নিয়ে নামবে পঞ্জাব কিংস।
নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নামছে পঞ্জাব কিংস। রিটেনশনে প্রীতি জিন্টার দল খরচ করেছে ৯ কোটি ৫০ লক্ষ টাকা। নিলামে ১১০.৫ কোটি টাকা নিয়ে নামবে পঞ্জাব কিংস।
দ্বিতীয় যে দলের পকেটে সবথেকে বেশি টাকা রয়েছে সেটা হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়ালকে ধরে রাখতে মোট ৩৭ কোটি খরচ হয়েছে। আরসিবির পকেটে রয়েছে ৮৩ কোটি টাকা।
দ্বিতীয় যে দলের পকেটে সবথেকে বেশি টাকা রয়েছে সেটা হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়ালকে ধরে রাখতে মোট ৩৭ কোটি খরচ হয়েছে। আরসিবির পকেটে রয়েছে ৮৩ কোটি টাকা।
মোট চারজনকে ধরে রাখতে দিল্লি ক্যাপিটালস খরচ করেছে ৪৭ কোটি টাকা। দিল্লি ধরে রেখেছে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে। নিলামে ৭৩ কোটি টাকা নিয়ে নামবে দিল্লি।
মোট চারজনকে ধরে রাখতে দিল্লি ক্যাপিটালস খরচ করেছে ৪৭ কোটি টাকা। দিল্লি ধরে রেখেছে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে। নিলামে ৭৩ কোটি টাকা নিয়ে নামবে দিল্লি।
নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, মহসিন খান, আয়ূষ বাদোনিকে ধরে রাখতে লখনউ সুপার জায়ান্টস খরচ করেছে মোট ৫১ কোটি টাকা। এলএসজি নিলামে নামবে পকেটে ৬৯ কোটি টাকা নিয়ে।
নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, মহসিন খান, আয়ূষ বাদোনিকে ধরে রাখতে লখনউ সুপার জায়ান্টস খরচ করেছে মোট ৫১ কোটি টাকা। এলএসজি নিলামে নামবে পকেটে ৬৯ কোটি টাকা নিয়ে।
গুজরাত টাইটান্স শুভমান গিল, রাশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান এই ৫ জনকে ধরে রেখেছে। খরচ হয়েছ ৫১ কোটি। গুজরাতের পকেটেও রয়েছে মোট ৬৯ কোটি টাকা।
গুজরাত টাইটান্স শুভমান গিল, রাশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান এই ৫ জনকে ধরে রেখেছে। খরচ হয়েছ ৫১ কোটি। গুজরাতের পকেটেও রয়েছে মোট ৬৯ কোটি টাকা।
চেন্নাই সুপার কিংস এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা, শিবম দুবেকে ধরে রাখতে ৬৫ কোটি টাকা খরচ করেছে। নিলামে ৫৫ কোটি টাকা নিয়ে নামবে সিএসকে।
চেন্নাই সুপার কিংস এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা, শিবম দুবেকে ধরে রাখতে ৬৫ কোটি টাকা খরচ করেছে। নিলামে ৫৫ কোটি টাকা নিয়ে নামবে সিএসকে।
কেকেআর মোট ছয় জনকেই রিটেন করেছে। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে রিটেন করতে কেকেআর ৬৯ কোটি টাকা। কেকেআরের পকেটে রয়েছে ৫১ কোটি টাকা।
কেকেআর মোট ছয় জনকেই রিটেন করেছে। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে রিটেন করতে কেকেআর ৬৯ কোটি টাকা। কেকেআরের পকেটে রয়েছে ৫১ কোটি টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ নিলামে খরচ করেছে মোট ৭৫ কোটি টাকা। হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, নীতিশ কুমার রেড্ডিকে রিটেন করেছে এসআরএইচ। হায়দরাবাদ নিলামে নামবে ৪৫ কোটি টাকা নিয়ে।
সানরাইজার্স হায়দরাবাদ নিলামে খরচ করেছে মোট ৭৫ কোটি টাকা। হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, নীতিশ কুমার রেড্ডিকে রিটেন করেছে এসআরএইচ। হায়দরাবাদ নিলামে নামবে ৪৫ কোটি টাকা নিয়ে।
মুম্বই ইন্ডিয়ান্স রিটেন করেছে মোট ৫ জনকে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে ধরে রাখতে খরত হয়েছে ৭৫ কোটি টাকা। মুম্বইয়ের পার্সে রয়েছে ৪৫ কোটি টাকা।
মুম্বই ইন্ডিয়ান্স রিটেন করেছে মোট ৫ জনকে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে ধরে রাখতে খরত হয়েছে ৭৫ কোটি টাকা। মুম্বইয়ের পার্সে রয়েছে ৪৫ কোটি টাকা।
সবথেকে কম টাকা রয়েছ রাজস্থান রয়্য়ালসের পকেটে। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মাকে ধরে রাখতে রাজস্থান খরচ করেছে ৭৯ কোটি টাকা। রাজস্থানের পকেটে রয়েছে ৪১ কোটি।
সবথেকে কম টাকা রয়েছ রাজস্থান রয়্য়ালসের পকেটে। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মাকে ধরে রাখতে রাজস্থান খরচ করেছে ৭৯ কোটি টাকা। রাজস্থানের পকেটে রয়েছে ৪১ কোটি।
আইপিলের মোট পাঁচটি দল সিএসকে, কেকেআর, হায়দরাবাদ, মুম্বই ও রাজস্থান তাদের পার্সের অর্ধেকের বেশি টাকা খরচ করে ফেলেছে। ফলে নিলামে অনেক অঙ্ক কষে নামতে হবে এই পাঁচ দলকে।
আইপিলের মোট পাঁচটি দল সিএসকে, কেকেআর, হায়দরাবাদ, মুম্বই ও রাজস্থান তাদের পার্সের অর্ধেকের বেশি টাকা খরচ করে ফেলেছে। ফলে নিলামে অনেক অঙ্ক কষে নামতে হবে এই পাঁচ দলকে।