Tag Archives: IPL 2025

MS Dhoni: ধোনিকে ছেড়ে দেবে সিএসকে? আইপিএল নিলামের আগে চেন্নাই শিবিরের বড় আপডেট

আইপিএল ২০২৫-এর সময় ৪২ বছর বয়স হবে এমএস ধোনির। প্রাক্তন সিএসকে অধিনায়ককে কি রিটেন করা হবে? আইপিএলের মেগা নিলামের আগে এনিয়ে জল্পনা অন্ত নেই।
আইপিএল ২০২৫-এর সময় ৪২ বছর বয়স হবে এমএস ধোনির। প্রাক্তন সিএসকে অধিনায়ককে কি রিটেন করা হবে? আইপিএলের মেগা নিলামের আগে এনিয়ে জল্পনা অন্ত নেই।
বিসিসিআইয়ের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি আইপিএল ২০২৫-এর মেগা নিলামের নিয়ম। ফলে কতজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রতিটি দল তা এখনও নির্ধারিত হয়নি।
বিসিসিআইয়ের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি আইপিএল ২০২৫-এর মেগা নিলামের নিয়ম। ফলে কতজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রতিটি দল তা এখনও নির্ধারিত হয়নি।
আগে ৪ জনকে রিটেন করা যেত মেগা নিলামের আগে। এবার অবশ্য সেই সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে। তবে সেটা ৪-ই থাকবে না ৫-৬ হবে তার উত্তর মিলবে খুব শীঘ্রই।
আগে ৪ জনকে রিটেন করা যেত মেগা নিলামের আগে। এবার অবশ্য সেই সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে। তবে সেটা ৪-ই থাকবে না ৫-৬ হবে তার উত্তর মিলবে খুব শীঘ্রই।
তবে সিএসকে সূত্রে খবর, এমএস ধোনিকে নিয়ে কোনওরকম দরাদরিতে যেতে রাজি নয় তারা। এমনকী যদি দুজন ক্রিকেটাররকে ধরে রাখার নিয়ম করে বোর্ড, তারমধ্যেও একজনকে রাখবে সিএসকে।
তবে সিএসকে সূত্রে খবর, এমএস ধোনিকে নিয়ে কোনওরকম দরাদরিতে যেতে রাজি নয় তারা। এমনকী যদি দুজন ক্রিকেটাররকে ধরে রাখার নিয়ম করে বোর্ড, তারমধ্যেও একজনকে রাখবে সিএসকে।
শুধু বোর্ডের কাছে একটিই আবেদন জানিয়েছে সিএসকে। তা হল, ধোনিকে আনক্যাপড হিসেবে খেলতে দেওয়া। তাহলে খরচ কিছুটা কম হবে। তবে ধোনি চেন্নাইতেই থাকছেন সেবিষয়ে কোনও সন্দেহ নেই।
শুধু বোর্ডের কাছে একটিই আবেদন জানিয়েছে সিএসকে। তা হল, ধোনিকে আনক্যাপড হিসেবে খেলতে দেওয়া। তাহলে খরচ কিছুটা কম হবে। তবে ধোনি চেন্নাইতেই থাকছেন সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

Rahul Dravid: সব জল্পনার অবসান! ফের কোচের পদে রাহুল দ্রাবিড়, ভারতীয় ক্রিকেটে বড় খবর

বিগত বেশ কিছু দিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সত্যি হল সেই জল্পনা। টি-২০  বিশ্বকাপ জয়ের পর ৬৯ দিনের বিরতি কাটিয়ে ফের কোচের পদে রাহুল দ্রাবিড়। বেশি সময় নিলেন না মাঠের বাইরে।
বিগত বেশ কিছু দিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সত্যি হল সেই জল্পনা। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ৬৯ দিনের বিরতি কাটিয়ে ফের কোচের পদে রাহুল দ্রাবিড়। বেশি সময় নিলেন না মাঠের বাইরে।
আইপিএল ২০২৫-এর আগে রাজস্থান রয়্যালসের নতুন কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের তরফ থেকে সোশ্যাস মিডিয়ায় পোস্ট করে দ্রাবিড়ের কোচ হওয়ার ঘোষণা করা হয়।
আইপিএল ২০২৫-এর আগে রাজস্থান রয়্যালসের নতুন কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের তরফ থেকে সোশ্যাস মিডিয়ায় পোস্ট করে দ্রাবিড়ের কোচ হওয়ার ঘোষণা করা হয়।
এর আগে  ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসাবেও কাজ করেছিলেন দ্রাবিড়। এবার কোচের ভূমিকায় দ্য ওয়াল।
এর আগে ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসাবেও কাজ করেছিলেন দ্রাবিড়। এবার কোচের ভূমিকায় দ্য ওয়াল।
ফের নতুন করে চ্যালেঞ্জ নিয়ে খুশি রাহুল দ্রাবিড়। দলের তরফে ঘোষণার পর টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যার বলেছেন,"বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে।  আর রাজস্থানই তার জন্য সঠিক জায়গা।"
ফের নতুন করে চ্যালেঞ্জ নিয়ে খুশি রাহুল দ্রাবিড়। দলের তরফে ঘোষণার পর টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যার বলেছেন,”বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে। আর রাজস্থানই তার জন্য সঠিক জায়গা।”
২০০৮ সালে প্রথম আইপিএল জয়ের পর আর ট্রফি আসেনি রাজস্থান রয়্যালসের ঘরে। গত ২-৩ মরশুম শক্তিশালী দল গড়েও ট্রফি অধরা থেকেছে। এবার দ্রাবিড়ের 'জাদু কাঠির' ছোঁয়ায় রাজস্থানের ভাগ্য ফেরে কিনা সেটাই দেখার।
২০০৮ সালে প্রথম আইপিএল জয়ের পর আর ট্রফি আসেনি রাজস্থান রয়্যালসের ঘরে। গত ২-৩ মরশুম শক্তিশালী দল গড়েও ট্রফি অধরা থেকেছে। এবার দ্রাবিড়ের ‘জাদু কাঠির’ ছোঁয়ায় রাজস্থানের ভাগ্য ফেরে কিনা সেটাই দেখার।

KKR Mentor News: যে যাকে পারছে তুলে নিচ্ছে! আইপিএল দলগুলির অদলাবদলির জোরে কেকেআরে আসতে পারেন প্রতিবেশী দেশের এই মহাতারকা

: গৌতম গম্ভীর, যিনি IPL 2024-এ KKR-এর মেন্টর ছিলেন, তাঁর গাইডেন্সেই ২০২৪ এ নিজেদের তৃতীয় আইপিএল খেতাব ঘরে তুলেছিল৷ কিন্তু কেকেআরের সঙ্গে তাঁর চুক্তি শেষ ৷
: গৌতম গম্ভীর, যিনি IPL 2024-এ KKR-এর মেন্টর ছিলেন, তাঁর গাইডেন্সেই ২০২৪ এ নিজেদের তৃতীয় আইপিএল খেতাব ঘরে তুলেছিল৷ কিন্তু কেকেআরের সঙ্গে তাঁর চুক্তি শেষ ৷
এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ৷  গম্ভীর কোচ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে আমূল পরিবর্তন আসে। এবার আইপিএলের পালা।
এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ৷  গম্ভীর কোচ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে আমূল পরিবর্তন আসে। এবার আইপিএলের পালা।
রাজস্থান রয়্যালসের কোচ হতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। যেখানে রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কেকেআর-এ চলে যেতে পারেন।
রাজস্থান রয়্যালসের কোচ হতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। যেখানে রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কেকেআর-এ চলে যেতে পারেন।
 তাই কেকেআর ২০২৫-এ   শ্রীলঙ্কার কিংবদন্তি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হতে পারেন, যে ভূমিকায় গম্ভীর এক বছর আগে ছিলেন।
তাই কেকেআর ২০২৫-এ   শ্রীলঙ্কার কিংবদন্তি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হতে পারেন, যে ভূমিকায় গম্ভীর এক বছর আগে ছিলেন।
ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রাজস্থান রয়্যালস এবং কুমার সাঙ্গাকারা কন্ট্র্যাক্টে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গাকারা ২০২১ সাল থেকে এই দলের ক্রিকেট পরিচালকের পদে অধিষ্ঠিত আছেন। এই বছরে রাজস্থান রয়্যালস আইপিএলের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। শ্রীলঙ্কার কিংবদন্তী সঙ্গাকারা এখন যোগ দিতে পারেন অন্য দলে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রাজস্থান রয়্যালস এবং কুমার সাঙ্গাকারা কন্ট্র্যাক্টে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গাকারা ২০২১ সাল থেকে এই দলের ক্রিকেট পরিচালকের পদে অধিষ্ঠিত আছেন। এই বছরে রাজস্থান রয়্যালস আইপিএলের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। শ্রীলঙ্কার কিংবদন্তী সঙ্গাকারা এখন যোগ দিতে পারেন অন্য দলে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর, কেকেআর-র সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছেন। এর জেরে কেকেআরে তিনটি বড় পদ খালি হয়ে গেছে। তবে দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তাঁর পদে বহাল রয়েছেন। ধারণা করা হচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিত তাঁর ভূমিকা জারি রাখবেন, তবে গৌতম গম্ভীরের দায়িত্ব কুমার সঙ্গাকারার হাতে তুলে দেওয়া হতে পারে সম্ভাবনা প্রবল৷
গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর, কেকেআর-র সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছেন। এর জেরে কেকেআরে তিনটি বড় পদ খালি হয়ে গেছে। তবে দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তাঁর পদে বহাল রয়েছেন। ধারণা করা হচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিত তাঁর ভূমিকা জারি রাখবেন, তবে গৌতম গম্ভীরের দায়িত্ব কুমার সঙ্গাকারার হাতে তুলে দেওয়া হতে পারে সম্ভাবনা প্রবল৷
রাজস্থান রয়্যালসের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফে ছিলেন কুমার সঙ্গাকারা। কোচ হওয়ার আগে সঙ্গাকারা হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছিলেন। এছাড়াও, তিনি পঞ্জাব কিংস (আগের কিংস ইলেভেন পাঞ্জাব) দলে ছিলেন৷
রাজস্থান রয়্যালসের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফে ছিলেন কুমার সঙ্গাকারা। কোচ হওয়ার আগে সঙ্গাকারা হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছিলেন। এছাড়াও, তিনি পঞ্জাব কিংস (আগের কিংস ইলেভেন পাঞ্জাব) দলে ছিলেন৷

Rinku Singh KKR: কেকেআরে খুশির খবর! এবার ‘বড় দায়িত্ব’ পেতে পারেন রিঙ্কু সিং! জানুন বিস্তারিত

আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে কেকেআর? তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। ৪ জন না ৬ জনকে রিটেন করার নিয়ম করে বিসিসিআই সেই বিষয়টিও দেখার।
আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে কেকেআর? তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। ৪ জন না ৬ জনকে রিটেন করার নিয়ম করে বিসিসিআই সেই বিষয়টিও দেখার।
তবে কেকেআর সম্ভাব্য যে ক্রিকেটারদের রিটেন করতে পারে তাদের মধ্যে অন্যতম হলেন রিঙ্কু সিং। বিগত দুই মরশুমে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন রিঙ্কু। দলের অন্যতম সেরা ম্যাচ ফিনিশার তিনি।
তবে কেকেআর সম্ভাব্য যে ক্রিকেটারদের রিটেন করতে পারে তাদের মধ্যে অন্যতম হলেন রিঙ্কু সিং। বিগত দুই মরশুমে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন রিঙ্কু। দলের অন্যতম সেরা ম্যাচ ফিনিশার তিনি।
আইপিএলের আগে রিঙ্কু সিং-এর প্রতি আস্থা আরও বাড়ছে নাইট টিম ম্যানেজমেন্টের। আইপিএল ২০২৫-এ কেকআরে নতুন দায়িত্ব বা নতুন ভূমিকায় দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। যা কেকেআরের শক্তি আরও বাড়াবে।
আইপিএলের আগে রিঙ্কু সিং-এর প্রতি আস্থা আরও বাড়ছে নাইট টিম ম্যানেজমেন্টের। আইপিএল ২০২৫-এ কেকআরে নতুন দায়িত্ব বা নতুন ভূমিকায় দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। যা কেকেআরের শক্তি আরও বাড়াবে।
বর্তমানে ব্যাটিংয়ের পাশাপাশি নিজের বোলিংয়ের হাতটাও ভাল করে ঝালিয়ে নিচ্ছেন রিঙ্কু সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও রুদ্ধশ্বাস পরিস্থিতিতে বোলিং করে ১৯ তম ওভারে ২ উইকেট নিয়েছিলেন রিঙ্কু।
বর্তমানে ব্যাটিংয়ের পাশাপাশি নিজের বোলিংয়ের হাতটাও ভাল করে ঝালিয়ে নিচ্ছেন রিঙ্কু সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও রুদ্ধশ্বাস পরিস্থিতিতে বোলিং করে ১৯ তম ওভারে ২ উইকেট নিয়েছিলেন রিঙ্কু।
এবার উত্তর প্রদেশের টি-২০ লিগে আরও একবার দেখা গেল বোলার রিঙ্কুকে। হাড্ডাহাড্ডি পরিস্থিতিতে বল করতে এসে ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন রিঙ্কু সিং। রিঙ্কু ধাক্কাতেই কানপুরকে হারায় মিরাট ম্যাভেরিকস।
এবার উত্তর প্রদেশের টি-২০ লিগে আরও একবার দেখা গেল বোলার রিঙ্কুকে। হাড্ডাহাড্ডি পরিস্থিতিতে বল করতে এসে ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন রিঙ্কু সিং। রিঙ্কু ধাক্কাতেই কানপুরকে হারায় মিরাট ম্যাভেরিকস।
রিঙ্কুর এমনভাবে বোলিং করতে থাকলে কেকেআর অধিনায়কের হাতে অপশন আরও বাড়বে। যা দলের শক্তিও অনেকটা বাড়াবে। কেকেআরের হয়ে নতুন মরশুমে অলরাউন্ডার হিসেবে পারফর্ম করে ভারতীয় দলে জায়গা পাকা করাও লক্ষ্য রিঙ্কু সিংয়ের।
রিঙ্কুর এমনভাবে বোলিং করতে থাকলে কেকেআর অধিনায়কের হাতে অপশন আরও বাড়বে। যা দলের শক্তিও অনেকটা বাড়াবে। কেকেআরের হয়ে নতুন মরশুমে অলরাউন্ডার হিসেবে পারফর্ম করে ভারতীয় দলে জায়গা পাকা করাও লক্ষ্য রিঙ্কু সিংয়ের।

Rinku Singh In KKR: মাত্র ৫৫ লাখে কেকেআরে খেলেন, এবার রাখঢাক সরিয়ে নিজেই মুখ খুললেন রিঙ্কু

ভারতীয় ক্রিকেট দলের ফিনিশার রিঙ্কু সিং বলেছেন যে তিনি IPL 2024-র KKR -র থেকে ৫৫ লক্ষ টাকা বেসপ্রাইস পান৷  কিন্তু এত কম টাকায় তাঁর মতো ধামাকা ক্রিকেটার কী করে খেলেন তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে৷ কারণ কেকেআর যেহেতু তাঁকে নিলামের আগে রিটেন করে রাখে তাই তাঁর বেস প্রাইসও আর বাড়ে না৷
ভারতীয় ক্রিকেট দলের ফিনিশার রিঙ্কু সিং বলেছেন যে তিনি IPL 2024-র KKR -র থেকে ৫৫ লক্ষ টাকা বেসপ্রাইস পান৷  কিন্তু এত কম টাকায় তাঁর মতো ধামাকা ক্রিকেটার কী করে খেলেন তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে৷ কারণ কেকেআর যেহেতু তাঁকে নিলামের আগে রিটেন করে রাখে তাই তাঁর বেস প্রাইসও আর বাড়ে না৷
এদিকে ২০১৮ তে প্রথমবার যখন আইপিএল নিলাম থেকে রিঙ্কু সিংকে কিনেছিল কেকেআর তখন তাঁর বেস প্রাইস ছিল ৮০ লক্ষ টাকা৷ কিন্তু এরপর একবার নিলামের আগে রিঙ্কু সিংকে ছেড়ে দিয়ে ২০২২ এ আবার নিলামে কেনেন৷ সেই জন্য সেই ৮০ লক্ষ টাকা থেকে ৫৫ লক্ষ টাকায় নেমে যায়৷
এদিকে ২০১৮ তে প্রথমবার যখন আইপিএল নিলাম থেকে রিঙ্কু সিংকে কিনেছিল কেকেআর তখন তাঁর বেস প্রাইস ছিল ৮০ লক্ষ টাকা৷ কিন্তু এরপর একবার নিলামের আগে রিঙ্কু সিংকে ছেড়ে দিয়ে ২০২২ এ আবার নিলামে কেনেন৷ সেই জন্য সেই ৮০ লক্ষ টাকা থেকে ৫৫ লক্ষ টাকায় নেমে যায়৷
১৪৮,৬৭ স্ট্রাইকরেটে ২০২৪ মরশুমে ১৪ ইনিংসে ১৬৮ রান ছিল৷ এবারের খেলায় তিনি কি আদৌ কেকেআরের জার্সিতে খেলবেন? বড় খোলসা নিজেই করলেন রিঙ্কু সিং৷ একসময়ে তাঁর এমন অবস্থা ছিল যে বাড়িও বন্ধক রাখতে হয়েছিল৷ সেই জায়গা থেকে কেকেআরে খেলাই তাঁর আর্থিক স্থিতিশীলতা দিয়েছে৷ পাশাপাশি তাঁকে ক্রিকেটার হিসেবে পরিচিতি দিয়েছে৷
১৪৮,৬৭ স্ট্রাইকরেটে ২০২৪ মরশুমে ১৪ ইনিংসে ১৬৮ রান ছিল৷ এবারের খেলায় তিনি কি আদৌ কেকেআরের জার্সিতে খেলবেন? বড় খোলসা নিজেই করলেন রিঙ্কু সিং৷ একসময়ে তাঁর এমন অবস্থা ছিল যে বাড়িও বন্ধক রাখতে হয়েছিল৷ সেই জায়গা থেকে কেকেআরে খেলাই তাঁর আর্থিক স্থিতিশীলতা দিয়েছে৷ পাশাপাশি তাঁকে ক্রিকেটার হিসেবে পরিচিতি দিয়েছে৷
রিঙ্কু সিং, যিনি ইউপি টি-টোয়েন্টি লিগে খেলছেন, বলেছেন যে যদি তাঁকে আইপিএল নিলামে ছেড়ে দেওয়া হয় এবং ফ্র্যাঞ্চাইজি তাঁকে যে পরিমাণ বিডই দিক না কেন, তিনি তাতে খুশি হবেন, কারণ রিঙ্কু বিশ্বাস করেন যে একজন ব্যক্তির যাই পান না কেন তাতে তাঁর খুশি থাকা উচিত।
রিঙ্কু সিং, যিনি ইউপি টি-টোয়েন্টি লিগে খেলছেন, বলেছেন যে যদি তাঁকে আইপিএল নিলামে ছেড়ে দেওয়া হয় এবং ফ্র্যাঞ্চাইজি তাঁকে যে পরিমাণ বিডই দিক না কেন, তিনি তাতে খুশি হবেন, কারণ রিঙ্কু বিশ্বাস করেন যে একজন ব্যক্তির যাই পান না কেন তাতে তাঁর খুশি থাকা উচিত।
আইপিএলের আসন্ন মরসুমের জন্য খেলোয়াড়দের একটি বড় নিলামের আয়োজন করা হতে পারে। বড় খেলোয়াড়রাও নিলামে অংশ নিতে পারবেন। এ বিষয়ে রিঙ্কুকে প্রশ্ন করা হলে তিনি এই  জবাব দেন।
আইপিএলের আসন্ন মরসুমের জন্য খেলোয়াড়দের একটি বড় নিলামের আয়োজন করা হতে পারে। বড় খেলোয়াড়রাও নিলামে অংশ নিতে পারবেন। এ বিষয়ে রিঙ্কুকে প্রশ্ন করা হলে তিনি এই  জবাব দেন।
রিঙ্কু সিং আইপিএলে কেকেআরের হয়ে খেলেন। এবার আইপিএলে খেলোয়াড়দের মেগা নিলামের আয়োজন করা হতে পারে।
রিঙ্কু সিং আইপিএলে কেকেআরের হয়ে খেলেন। এবার আইপিএলে খেলোয়াড়দের মেগা নিলামের আয়োজন করা হতে পারে।
 রিঙ্কু সিং জানিয়েছেন তিনি কেকেআরের থেকে পাওয়া ৫৫ লক্ষ টাকাতেও সন্তুষ্ট৷ কিন্তু আবার তাঁকে রিটেন না করে নিলাম পুলেও ছেড়ে দিতে পারে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি৷
রিঙ্কু সিং জানিয়েছেন তিনি কেকেআরের থেকে পাওয়া ৫৫ লক্ষ টাকাতেও সন্তুষ্ট৷ কিন্তু আবার তাঁকে রিটেন না করে নিলাম পুলেও ছেড়ে দিতে পারে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি৷
একটি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময়, যখন রিঙ্কুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আইপিএলে বিপুল পরিমাণ অর্থ পান, যা অন্যান্য শীর্ষস্থানীয় খেলোয়াড়দের তুলনায় কম, তিনি বলেছিলেন যে তিনি ৫৫ লক্ষ টাকার চুক্তিতেই সন্তুষ্ট। যদি ২৬ বছর বয়সী রিঙ্কুকে নিলামে রাখা হয় তবে ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর কোটি টাকা বর্ষণ করতে পারে।
একটি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময়, যখন রিঙ্কুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আইপিএলে বিপুল পরিমাণ অর্থ পান, যা অন্যান্য শীর্ষস্থানীয় খেলোয়াড়দের তুলনায় কম, তিনি বলেছিলেন যে তিনি ৫৫ লক্ষ টাকার চুক্তিতেই সন্তুষ্ট। যদি ২৬ বছর বয়সী রিঙ্কুকে নিলামে রাখা হয় তবে ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর কোটি টাকা বর্ষণ করতে পারে।
রিঙ্কু ৪৬টি আইপিএল ম্যাচ খেলেছেনরিঙ্কুর এই বক্তব্য স্পষ্টতই বোঝায় যে তিনি কেকেআরের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি। আর তার কাছে টাকার চেয়ে দল বেশি গুরুত্বপূর্ণ। রিঙ্কু বলেন, ‘দু-এক টাকা রোজগার করতে কতটা পরিশ্রম করতে হয় তা সে জানে।’
রিঙ্কু ৪৬টি আইপিএল ম্যাচ খেলেছেন
রিঙ্কুর এই বক্তব্য স্পষ্টতই বোঝায় যে তিনি কেকেআরের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি। আর তার কাছে টাকার চেয়ে দল বেশি গুরুত্বপূর্ণ। রিঙ্কু বলেন, ‘দু-এক টাকা রোজগার করতে কতটা পরিশ্রম করতে হয় তা সে জানে।’
এই অবস্থায় সে যে পরিমাণ টাকা পাবে তাতেই খুশি হবে। কেকেআর দল রিঙ্কুকে ছেড়ে দেবে এমন সম্ভাবনা কম। রিঙ্কু সিংয়ে ৪৬টি আইপিএল ম্যাচ খেলেছেন যাতে তার নামে ৮৯৩ রান রয়েছে। বর্তমানে তিনি ইউপি টি-টোয়েন্টি লিগে মিরাট ম্যাভেরিক্স দলের অধিনায়কত্ব করছেন। রিঙ্কু অধিনায়কত্বে তাঁর দল সেমিফাইনালে উঠেছে। মিরাট ম্যাভেরিক্স সাতটি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে এবং ১২ পয়েন্ট নিয়ে শেষ ৪ -এ পৌঁছেছে।
এই অবস্থায় সে যে পরিমাণ টাকা পাবে তাতেই খুশি হবে। কেকেআর দল রিঙ্কুকে ছেড়ে দেবে এমন সম্ভাবনা কম। রিঙ্কু সিংয়ে ৪৬টি আইপিএল ম্যাচ খেলেছেন যাতে তার নামে ৮৯৩ রান রয়েছে। বর্তমানে তিনি ইউপি টি-টোয়েন্টি লিগে মিরাট ম্যাভেরিক্স দলের অধিনায়কত্ব করছেন। রিঙ্কু অধিনায়কত্বে তাঁর দল সেমিফাইনালে উঠেছে। মিরাট ম্যাভেরিক্স সাতটি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে এবং ১২ পয়েন্ট নিয়ে শেষ ৪ -এ পৌঁছেছে।
ইউপি টি-টোয়েন্টি লিগে ১৬৪ রান করেছেন রিঙ্কুরিঙ্কু সিং ইউপি টি-টোয়েন্টি লিগে ব্যাট ও বলে দুর্দান্ত পারফর্ম করছেন। কানপুর স্টার্সের বিপক্ষে শেষ ম্যাচে বিস্ফোরক বোলিং করেছিলেন তিনি। এক ওভারে ৩ উইকেট নিয়ে দলকে ষষ্ঠ জয় এনে দেন রিঙ্কু। এই টুর্নামেন্টে তিনি একটি অর্ধ শতরানের সাহায্যে ১৬৪ রান করেছেন।
ইউপি টি-টোয়েন্টি লিগে ১৬৪ রান করেছেন রিঙ্কু
রিঙ্কু সিং ইউপি টি-টোয়েন্টি লিগে ব্যাট ও বলে দুর্দান্ত পারফর্ম করছেন। কানপুর স্টার্সের বিপক্ষে শেষ ম্যাচে বিস্ফোরক বোলিং করেছিলেন তিনি। এক ওভারে ৩ উইকেট নিয়ে দলকে ষষ্ঠ জয় এনে দেন রিঙ্কু। এই টুর্নামেন্টে তিনি একটি অর্ধ শতরানের সাহায্যে ১৬৪ রান করেছেন।

KKR News: গম্ভীরের জায়গায় কেকেআরে আসছেন বিশ্বকাপ জয়ী তারকা! মেন্টরে মহাচমক দেবেন কিং খান

আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকেই হবে নিলাম। তার আগে নিলামের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিাই।
আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকেই হবে নিলাম। তার আগে নিলামের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিাই।
এবার মেগা নিলামের আগে একটু চাপে কেকেআর। কারণ শুধু নতুন করে দল তৈরি করতে হবে তা নয়, খুঁজতে হবে নতুন মেন্টরও। গতবার আইপিএলের আগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে কামব্যাক করে দলকে চ্যাম্পিয়ন করেন গৌতি। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর।
এবার মেগা নিলামের আগে একটু চাপে কেকেআর। কারণ শুধু নতুন করে দল তৈরি করতে হবে তা নয়, খুঁজতে হবে নতুন মেন্টরও। গতবার আইপিএলের আগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে কামব্যাক করে দলকে চ্যাম্পিয়ন করেন গৌতি। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর।
কেকেআরও পরবর্তী মেন্টরের খোঁজ শুরু করে দিয়েছে। প্রথমে রাহুল দ্রাবিড়ের নাম ভাসলেও তা নিয়ে মুখ খোলেনি কেকেআর। শোনা গিয়েছিল জ্যাক ক্যালিসের নামও। তবে গৌতম গম্ভীরের জায়গায় কে হবেন কেকেআরের পরবর্তী মেন্টর তা নিয়ে চলছে জোর জল্পনা।
কেকেআরও পরবর্তী মেন্টরের খোঁজ শুরু করে দিয়েছে। প্রথমে রাহুল দ্রাবিড়ের নাম ভাসলেও তা নিয়ে মুখ খোলেনি কেকেআর। শোনা গিয়েছিল জ্যাক ক্যালিসের নামও। তবে গৌতম গম্ভীরের জায়গায় কে হবেন কেকেআরের পরবর্তী মেন্টর তা নিয়ে চলছে জোর জল্পনা।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে আরও একটি নাম। কেকেআরের গৌতম গম্ভীরের পর নতুন মেন্টর হিসেবে যোগাযোগ করছে টি-২০ বিশ্বকাপ জয়ী তথা বর্তমানে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারার সঙ্গে।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে আরও একটি নাম। কেকেআরের গৌতম গম্ভীরের পর নতুন মেন্টর হিসেবে যোগাযোগ করছে টি-২০ বিশ্বকাপ জয়ী তথা বর্তমানে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারার সঙ্গে।
রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। শোনা যাচ্ছে কুমার সাঙ্গাকারা আর রাজস্থানে থাকতে রাজি নন। সেই সুযোগেই সঙ্গাকারার মত অভিজ্ঞ কাওকে দলের মেন্টর করার কথা ভাবছে নাইট ম্যানেজমেন্ট।
রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। শোনা যাচ্ছে কুমার সাঙ্গাকারা আর রাজস্থানে থাকতে রাজি নন। সেই সুযোগেই সঙ্গাকারার মত অভিজ্ঞ কাওকে দলের মেন্টর করার কথা ভাবছে নাইট ম্যানেজমেন্ট।
তবে শুধু মেন্টর নয়, কেকেআরের খোঁজ করতে হবে সহকারী কোচও। কারণ সহকারী কোচ ও ফিল্ডিং কোচও গম্ভীরের সঙ্গে ভারতীয় দলে যোগ দিয়েছে। ফলে নিলামের টেবিলে বসার আগে কোচিং স্টাফ খুঁকে নিতে ততপর কেকেআর।
তবে শুধু মেন্টর নয়, কেকেআরের খোঁজ করতে হবে সহকারী কোচও। কারণ সহকারী কোচ ও ফিল্ডিং কোচও গম্ভীরের সঙ্গে ভারতীয় দলে যোগ দিয়েছে। ফলে নিলামের টেবিলে বসার আগে কোচিং স্টাফ খুঁকে নিতে ততপর কেকেআর।

KKR News: কোন প্লেয়ারদের এবার ধরে রাখছে কেকেআর? তালিকায় চমকে দেওয়া নাম! জানুন বিস্তারিত

আইপিএল ২০৫-এর মেগা নিলামকে কেন্দ্র করে কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কোন প্লেয়ারদের ধরে রাখা হবে আর কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া হবে সেই তালিকা প্রস্তুত করছে দলগুলি।
আইপিএল ২০৫-এর মেগা নিলামকে কেন্দ্র করে কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কোন প্লেয়ারদের ধরে রাখা হবে আর কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া হবে সেই তালিকা প্রস্তুত করছে দলগুলি।
যদিও কোন নিয়মে হবে এবারের আইপিএল ২০২৫-এর মেগা নিলাম? কতজন ক্রিকেটার রিটেন করা যাবে? তা নিয়ে নির্দিষ্ট কোনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে নিলাম।

যদিও কোন নিয়মে হবে এবারের আইপিএল ২০২৫-এর মেগা নিলাম? কতজন ক্রিকেটার রিটেন করা যাবে? তা নিয়ে নির্দিষ্ট কোনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে নিলাম।
এর আগে মেগা নিলামে ৪ জন প্লেয়ার রিটেন করা গিয়েছিল। এবার তা বাড়িয়ে ৬ করার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে ৪ জন হোক আর ৬ কেকেআর এবার কাদের রিটেন করবে তা নিয়ে চলছে জোর জল্পনা।
এর আগে মেগা নিলামে ৪ জন প্লেয়ার রিটেন করা গিয়েছিল। এবার তা বাড়িয়ে ৬ করার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে ৪ জন হোক আর ৬ কেকেআর এবার কাদের রিটেন করবে তা নিয়ে চলছে জোর জল্পনা।
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফলে চ্যাম্পিয়ন দলথেকে কাদের ধরে রাখা হবে সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে  নাইট টিম ম্যানেজমেন্টের কাছে। তবে সম্ভাব্য কাদের ধরে রাখতে পারে কেকেআর চলুন দেখে নেওয়া যাক।
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফলে চ্যাম্পিয়ন দলথেকে কাদের ধরে রাখা হবে সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে নাইট টিম ম্যানেজমেন্টের কাছে। তবে সম্ভাব্য কাদের ধরে রাখতে পারে কেকেআর চলুন দেখে নেওয়া যাক।
প্রথমত অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে পারে কেকেআর। দ্বিতীয় জন আন্দ্রে রাসেল। কারণ, রাসেল অত্যন্ত ভালো মানের অলরাউন্ডার। তালিকায় তৃতীয় নাম সুনাল নারাইন। বল এবং ব্যাট হাতে নারাইন কেকেআরের বড় ভরসা। এছাড়াও তালিকায় আছে রিংকু সিংয়ের নাম। রিঙ্কু অসাধারণ ফিনিশার।
প্রথমত অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে পারে কেকেআর। দ্বিতীয় জন আন্দ্রে রাসেল। কারণ, রাসেল অত্যন্ত ভালো মানের অলরাউন্ডার। তালিকায় তৃতীয় নাম সুনাল নারাইন। বল এবং ব্যাট হাতে নারাইন কেকেআরের বড় ভরসা। এছাড়াও তালিকায় আছে রিংকু সিংয়ের নাম। রিঙ্কু অসাধারণ ফিনিশার।
আর যদি ৬ ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাওয়া যায় তাহলে, পঞ্চম নাম ভেঙ্কটেশ আইয়ার। এছাড়াও দলের অপর এক মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী বা নীতিশ রানার মধ্যে একজনকে ধরে রাখার সম্ভাবনা বেশি কেকেআরের।
আর যদি ৬ ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাওয়া যায় তাহলে, পঞ্চম নাম ভেঙ্কটেশ আইয়ার। এছাড়াও দলের অপর এক মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী বা নীতিশ রানার মধ্যে একজনকে ধরে রাখার সম্ভাবনা বেশি কেকেআরের।

আইপিএল ২০২৫ নিলামে এই ৫ ক্রিকেটার তুলবে টাকার ঝড়! কিনতে ঝাপাবে একাধিক দল

আইপিএল ২০২৫-এর মেগা নিলামকে কেন্দ্র করে চড়ছে পারদ। এখনও বিসিসিআইয়ের তরফে সরকারি ঘোষণা না হলেও মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে বসতে পারে নিলামের আসর। এবার নিলামে ৫ ক্রিকেটার রয়েছে যাদের পেতে টাকার ঝড় উঠবে বলে মনে করা হচ্ছে।
আইপিএল ২০২৫-এর মেগা নিলামকে কেন্দ্র করে চড়ছে পারদ। এখনও বিসিসিআইয়ের তরফে সরকারি ঘোষণা না হলেও মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে বসতে পারে নিলামের আসর। এবার নিলামে ৫ ক্রিকেটার রয়েছে যাদের পেতে টাকার ঝড় উঠবে বলে মনে করা হচ্ছে।
রোহিত শর্মা: গতবার আইপিএলে রোহিত শর্মাকে অধিনায়কত্ব সরিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। অনেকেই মনে করছে বিষয়টি ভালভাবে নেয়নি হিটম্যান। এবার আইপিএল নিলামে রোহিতকে যদি মুম্বই ছেড়ে দেয় তাহলে শর্মাজিকে পেতে ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। বর্তমানে মুম্বই থেকে ১৬ কোটি টাকা পান রোহিত শর্মা। এবার রোহিত নিলামে উঠলে টাকার অঙ্ক অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
রোহিত শর্মা: গতবার আইপিএলে রোহিত শর্মাকে অধিনায়কত্ব সরিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। অনেকেই মনে করছে বিষয়টি ভালভাবে নেয়নি হিটম্যান। এবার আইপিএল নিলামে রোহিতকে যদি মুম্বই ছেড়ে দেয় তাহলে শর্মাজিকে পেতে ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। বর্তমানে মুম্বই থেকে ১৬ কোটি টাকা পান রোহিত শর্মা। এবার রোহিত নিলামে উঠলে টাকার অঙ্ক অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
ফিল সল্ট: গতবার আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন ফিল সল্ট। পরে কেকেআরের জেসন রয় নাম তুলে নেওয়ায় সল্টকে দেড় কোটি টাকার বিনিময়ে দলে নেয় নাইটরা। তারপর কেকেআরের ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করেছিলেন সল্ট। মোট ৪৩৫ রান করেছিলেন। সামলেছিলেন উইকেট কিপিংয়ের দায়িত্ব। এবার আইপিএলে নিলামে সল্টকে নিয়েও ঝড় উঠবে তা বলাই যায়।
ফিল সল্ট: গতবার আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন ফিল সল্ট। পরে কেকেআরের জেসন রয় নাম তুলে নেওয়ায় সল্টকে দেড় কোটি টাকার বিনিময়ে দলে নেয় নাইটরা। তারপর কেকেআরের ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করেছিলেন সল্ট। মোট ৪৩৫ রান করেছিলেন। সামলেছিলেন উইকেট কিপিংয়ের দায়িত্ব। এবার আইপিএলে নিলামে সল্টকে নিয়েও ঝড় উঠবে তা বলাই যায়।
ঋষভ পন্থ: এবার আইপিএলে ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। দিল্লিতে পন্থ খেলতেন ১৬ কোটি টাকার বিনিময়ে। পন্থ দলে থাকলে ব্যাটার-উইকেটকিপার-অধিনায়কের সমস্যাও মিটবে যে কোনও দলে। ফলে পন্থের নাম যদি নিলামে ওঠে তাহলে চাকার ঝড় উঠবে তা বলাই যায়।
ঋষভ পন্থ: এবার আইপিএলে ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। দিল্লিতে পন্থ খেলতেন ১৬ কোটি টাকার বিনিময়ে। পন্থ দলে থাকলে ব্যাটার-উইকেটকিপার-অধিনায়কের সমস্যাও মিটবে যে কোনও দলে। ফলে পন্থের নাম যদি নিলামে ওঠে তাহলে চাকার ঝড় উঠবে তা বলাই যায়।
মিচেল স্টার্ক: আগেরবার আইপিএলের মিনি নিলামে ২৪.৭৫ কোটি রেকর্ড টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার তিনি। কিন্তু এত টাকা দিয়ে স্টার্ককে নাইটরা ধরে রাখবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। প্লে অফ ও ফাইনাল বাদে খুব একটা আহামরি ছিল না অজি পেসারের পারফরম্যান্স। তবে নকআউটে যেভাবে নিজের জাত চিনিয়েছিলেন স্টার্ক তাতে এবারও নিলামে তাঁকে পেতে দড়ি টানাটানি হবে।
মিচেল স্টার্ক: আগেরবার আইপিএলের মিনি নিলামে ২৪.৭৫ কোটি রেকর্ড টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার তিনি। কিন্তু এত টাকা দিয়ে স্টার্ককে নাইটরা ধরে রাখবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। প্লে অফ ও ফাইনাল বাদে খুব একটা আহামরি ছিল না অজি পেসারের পারফরম্যান্স। তবে নকআউটে যেভাবে নিজের জাত চিনিয়েছিলেন স্টার্ক তাতে এবারও নিলামে তাঁকে পেতে দড়ি টানাটানি হবে।
কেএল রাহুল: ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুলও এবার শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসে খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আরসিবি নিতে পারেন বলেও শোনা যাচ্ছে। গতবার লখনউতে ১৭ কোটি টাকা পেয়েছেন কেএল রাহুল। এবার রাহুল নিলামে উঠলে বড় দর পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

কেএল রাহুল: ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুলও এবার শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসে খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আরসিবি নিতে পারেন বলেও শোনা যাচ্ছে। গতবার লখনউতে ১৭ কোটি টাকা পেয়েছেন কেএল রাহুল। এবার রাহুল নিলামে উঠলে বড় দর পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

KKR In IPL 2025: আইপিএল ২০২৫-র আগে কেকেআরের বড় মাথা ব্যাথার কারণ, খচখচ করে বিঁধছে এই কাঁটাগুলি, না উপড়োলে মেগা বিপদ

একবার -দুবার নয়, তিনবার আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। মিলিয়ন ডলার টুর্নামেন্টের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের পরে সবচেয়ে সফলতম দল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২০২৪-র আইপিএল চ্যাম্পিয়নরা ফের একবার কি খেতাব জিতবে, কীভাবে দল সাজানো হবে এই সব নিয়ে যখন ফ্যানরা জল্পনায় মেতে তখনই বোদ্ধাদের নিদান আর যাই হোক, আইপিএল ২০২৫ এ কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিশাল ধাক্কা  খেতে পারে৷
একবার -দুবার নয়, তিনবার আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। মিলিয়ন ডলার টুর্নামেন্টের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের পরে সবচেয়ে সফলতম দল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২০২৪-র আইপিএল চ্যাম্পিয়নরা ফের একবার কি খেতাব জিতবে, কীভাবে দল সাজানো হবে এই সব নিয়ে যখন ফ্যানরা জল্পনায় মেতে তখনই বোদ্ধাদের নিদান আর যাই হোক, আইপিএল ২০২৫ এ কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিশাল ধাক্কা  খেতে পারে৷
KKR IPL 2025 জিততে না পারে এই কারণগুলি যথাযথভাবে বুঝিয়ে দিয়েছে ক্রিকেটবোদ্ধা অভিজ্ঞমহল৷ আপনিও জেনে নিন ঠিক কী কী গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যাতে কেকেআরের খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে ফিকে দেখাচ্ছে৷
KKR IPL 2025 জিততে না পারে এই কারণগুলি যথাযথভাবে বুঝিয়ে দিয়েছে ক্রিকেটবোদ্ধা অভিজ্ঞমহল৷ আপনিও জেনে নিন ঠিক কী কী গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যাতে কেকেআরের খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে ফিকে দেখাচ্ছে৷
স্ট্র্যাটেজিক লড়াই  এবং দলের সমন্বয়:কেকেআর-র কৌশল প্রায়শই আক্রমনাত্মক ব্যাটিং এবং বোলিং আক্রমণের মিশ্রণে নির্ভর করে৷ এই দুইয়ের ভিত্তিতেই প্রতিপক্ষকে দমন করতে পারে যে কোনও দল৷ আইপিএলের ঝোড়ো ম্যাচের প্রকৃতির সঙ্গে  দলগুলিকে ক্রমাগত মানিয়ে নিতে হবে।
স্ট্র্যাটেজিক লড়াই  এবং দলের সমন্বয়:
কেকেআর-র কৌশল প্রায়শই আক্রমনাত্মক ব্যাটিং এবং বোলিং আক্রমণের মিশ্রণে নির্ভর করে৷ এই দুইয়ের ভিত্তিতেই প্রতিপক্ষকে দমন করতে পারে যে কোনও দল৷ আইপিএলের ঝোড়ো ম্যাচের প্রকৃতির সঙ্গে  দলগুলিকে ক্রমাগত মানিয়ে নিতে হবে।
আসন্ন আইপিএল মরশুমে মেগা নিলামের কারণে কেকেআর দলের সমন্বয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। শ্রেয়স আইয়ার, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর মতো কি প্লেয়ারদের ধরে রাখা দলের মূল ভারসাম্য দিতে পারে৷
আসন্ন আইপিএল মরশুমে মেগা নিলামের কারণে কেকেআর দলের সমন্বয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। শ্রেয়স আইয়ার, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর মতো কি প্লেয়ারদের ধরে রাখা দলের মূল ভারসাম্য দিতে পারে৷
নতুন ক্রিকেটারদের আসা দলের মূল ছন্দকে ব্যাহত করতে পারে। নতুন এবং পুরানো খেলোয়াড়দের মধ্যে রসায়ন তৈরি হতেও কিছুটা সময় নেয়৷  বিশেষ করে কঠিন পরিস্থিতিতে এই টিম বন্ডিং  বিকাশ হতে সময় লাগতে পারে। সামঞ্জস্য তৈরি হতে তাঁদের টুর্নামেন্টের শুরুতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি লাগবে৷ এই সময়ে দলের টিউনিং ঠিক না হলে  এমন একটি সুর সেট হবে যেখান থেকে দলকে জয়ের ও টিম স্পিরিটের ধারায় পুনরুদ্ধার করা কঠিন।
নতুন ক্রিকেটারদের আসা দলের মূল ছন্দকে ব্যাহত করতে পারে। নতুন এবং পুরানো খেলোয়াড়দের মধ্যে রসায়ন তৈরি হতেও কিছুটা সময় নেয়৷  বিশেষ করে কঠিন পরিস্থিতিতে এই টিম বন্ডিং  বিকাশ হতে সময় লাগতে পারে। সামঞ্জস্য তৈরি হতে তাঁদের টুর্নামেন্টের শুরুতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি লাগবে৷ এই সময়ে দলের টিউনিং ঠিক না হলে  এমন একটি সুর সেট হবে যেখান থেকে দলকে জয়ের ও টিম স্পিরিটের ধারায় পুনরুদ্ধার করা কঠিন।
নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ:টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব প্রদান অর্থাৎ ক্যাপ্টেন্সি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে দ্রুত সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। শ্রেয়াস আইয়ার ২০২৪ সালে  সম্ভবনা  দেখিয়েছেন৷  কিন্তু আইপিএল শুধু কৌশলগত বুদ্ধিমত্তা বা স্ট্র্যাটেজিক ইনটিলিজেন্সই  নয়৷ একই সঙ্গে একজন অধিনায়কের অনুপ্রাণিত করার এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও দাবি করে।
নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ:
টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব প্রদান অর্থাৎ ক্যাপ্টেন্সি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে দ্রুত সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। শ্রেয়াস আইয়ার ২০২৪ সালে  সম্ভবনা  দেখিয়েছেন৷  কিন্তু আইপিএল শুধু কৌশলগত বুদ্ধিমত্তা বা স্ট্র্যাটেজিক ইনটিলিজেন্সই  নয়৷ একই সঙ্গে একজন অধিনায়কের অনুপ্রাণিত করার এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও দাবি করে।
আইয়ার সহ KKR-র থিঙ্ক ট্যাঙ্ক যদি খেলার পালস যদি সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয় বা খেলার সময়ে বোলিং কৌশল পরিবর্তন বা ব্যাটিং অর্ডারের জন্য সাহসী পদক্ষেপ নিতে দ্বিধা করে তাহলে তা দলের পারফরম্যান্সের জন্য ক্ষতির কারণ হতে পারে।
আইয়ার সহ KKR-র থিঙ্ক ট্যাঙ্ক যদি খেলার পালস যদি সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয় বা খেলার সময়ে বোলিং কৌশল পরিবর্তন বা ব্যাটিং অর্ডারের জন্য সাহসী পদক্ষেপ নিতে দ্বিধা করে তাহলে তা দলের পারফরম্যান্সের জন্য ক্ষতির কারণ হতে পারে।
নেতৃত্ব মানে শুধু মাঠের মধ্যে নেওয়া সিদ্ধান্তই নয় বরং দলের মনোবলকে পরিচালনা করা, বিশেষ করে ম্যাচ হারের পর ক্রিকেটারদের মোটিভেশন কমতে না দেওয়া৷  KKR-এর নেতৃত্ব স্পিরিট হাই রাখতে না পারে এবং অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয় তবে এটি একটি উল্লেখযোগ্য ত্রুটি হতে পারে।
নেতৃত্ব মানে শুধু মাঠের মধ্যে নেওয়া সিদ্ধান্তই নয় বরং দলের মনোবলকে পরিচালনা করা, বিশেষ করে ম্যাচ হারের পর ক্রিকেটারদের মোটিভেশন কমতে না দেওয়া৷  KKR-এর নেতৃত্ব স্পিরিট হাই রাখতে না পারে এবং অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয় তবে এটি একটি উল্লেখযোগ্য ত্রুটি হতে পারে।
মূল খেলোয়াড়দের প্রতিযোগিতা এবং ফর্ম:আইপিএল টুর্নামেন্টটি প্রচন্ড  প্রতিযোগিতামূলক৷  যেখানে প্রতিটি দল যেকোনও দিন বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। কেকেআরের জন্য, তাদের মূল খেলোয়াড়দের ফর্ম গুরুত্বপূর্ণ হবে।
মূল খেলোয়াড়দের প্রতিযোগিতা এবং ফর্ম:
আইপিএল টুর্নামেন্টটি প্রচন্ড  প্রতিযোগিতামূলক৷  যেখানে প্রতিটি দল যেকোনও দিন বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। কেকেআরের জন্য, তাদের মূল খেলোয়াড়দের ফর্ম গুরুত্বপূর্ণ হবে।
আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়দের, যাদের বিস্ফোরক ব্যাটিং খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, অথবা সুনীল নারিনের বোলিং দক্ষতা যা দলকে শীর্ষে থাকতে সাহায্য করে৷  ক্রিকেট অনিশ্চয়তায় মোড়া খেলা, এবং খেলোয়াড়দের অফ ফর্ম থাকতে পারে।
আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়দের, যাদের বিস্ফোরক ব্যাটিং খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, অথবা সুনীল নারিনের বোলিং দক্ষতা যা দলকে শীর্ষে থাকতে সাহায্য করে৷  ক্রিকেট অনিশ্চয়তায় মোড়া খেলা, এবং খেলোয়াড়দের অফ ফর্ম থাকতে পারে।
KKR-র তারকা ক্রিকেটাররা যদি ফর্মে ঘাটতি বা ইনজুরির সম্মুখীন হয়, তাহলে দলের  শূন্যতা আরও বাড়তে পারে৷  বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংসের মতো দলের বিরুদ্ধে, যাঁরা তাঁদের স্কোয়াডে স্থিতিস্থাপকতা এবং গভীরতা দেখিয়েছে। এছাড়া  অন্যান্য দলের  নতুন ক্রিকেটারদের পারফরম্যান্সের উত্থান KKR-র কৌশলগুলিকে ছাপিয়ে দিতে পারে, বিশেষ করে যদি এই নতুন তারকারা কেকেআর-র ম্যানেজমেন্টের নজরে না থাকে তাহলে বিপদ আরও বাড়তে পারে৷
KKR-র তারকা ক্রিকেটাররা যদি ফর্মে ঘাটতি বা ইনজুরির সম্মুখীন হয়, তাহলে দলের  শূন্যতা আরও বাড়তে পারে৷  বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংসের মতো দলের বিরুদ্ধে, যাঁরা তাঁদের স্কোয়াডে স্থিতিস্থাপকতা এবং গভীরতা দেখিয়েছে। এছাড়া  অন্যান্য দলের  নতুন ক্রিকেটারদের পারফরম্যান্সের উত্থান KKR-র কৌশলগুলিকে ছাপিয়ে দিতে পারে, বিশেষ করে যদি এই নতুন তারকারা কেকেআর-র ম্যানেজমেন্টের নজরে না থাকে তাহলে বিপদ আরও বাড়তে পারে৷
যদিও কেকেআর-র আইপিএল খেতাবের  জন্য হাড্ডাহাড্ডি লড়াই করার  সম্ভাবনা এবং ইতিহাস রয়েছে৷  নিলাম-পরবর্তী দল এক ছাতার তলায় আনা বড় চ্যালেঞ্জ৷ এছাড়াও চাপের মধ্যে নেতৃত্বের কার্যকারিতা এবং খেলোয়াড়দের অপ্রত্যাশিত ফর্ম আইপিএল ২০২৫-এ তাদের জয়ের পথে কাঁটা হতে পারে।
যদিও কেকেআর-র আইপিএল খেতাবের  জন্য হাড্ডাহাড্ডি লড়াই করার  সম্ভাবনা এবং ইতিহাস রয়েছে৷  নিলাম-পরবর্তী দল এক ছাতার তলায় আনা বড় চ্যালেঞ্জ৷ এছাড়াও চাপের মধ্যে নেতৃত্বের কার্যকারিতা এবং খেলোয়াড়দের অপ্রত্যাশিত ফর্ম আইপিএল ২০২৫-এ তাদের জয়ের পথে কাঁটা হতে পারে।
ক্রিকেট, বিশেষ করে আইপিএল ফরম্যাট এই কারণগুলি সম্ভাব্য ত্রুটিগুলিকে হাইলাইট করে৷  তবুও, KKR-র সামনেই প্রাথমিক যে সমস্যাগুলি দেখতে পাবে তা  কাটিয়ে উঠতে, তাদের শুধু দক্ষতা নয় বরং কিছুটা ভাগ্য এবং কৌশলগত দূরদর্শিতাও প্রয়োজন।
ক্রিকেট, বিশেষ করে আইপিএল ফরম্যাট এই কারণগুলি সম্ভাব্য ত্রুটিগুলিকে হাইলাইট করে৷  তবুও, KKR-র সামনেই প্রাথমিক যে সমস্যাগুলি দেখতে পাবে তা  কাটিয়ে উঠতে, তাদের শুধু দক্ষতা নয় বরং কিছুটা ভাগ্য এবং কৌশলগত দূরদর্শিতাও প্রয়োজন।

KKR News: কেকেআর থেকে বাদ একাধিক তারকা! নিলামের আগেই বড় ধামাকা করবে নাইটরা? জানুন বিস্তারিত

আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। এখনও পর্যন্ত নিলামের নিয়ম বিসিসিআই পরিষ্কারভাবে জানায়নি। তবে বোর্ড সূত্রে যা খবর তাতে ডিসেম্বরের শেষের দিকেই হতে পারে নিলাম।
আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। এখনও পর্যন্ত নিলামের নিয়ম বিসিসিআই পরিষ্কারভাবে জানায়নি। তবে বোর্ড সূত্রে যা খবর তাতে ডিসেম্বরের শেষের দিকেই হতে পারে নিলাম।
একাধিস ফ্র্যাঞ্চাইজি মেগার বদলে মিনি নিলামের দাবি জানিয়েছে। তবে সে সিদ্ধান্ত বোর্ডের হাতে। মেগা নিলাম ধরে নিয়েই স্ট্র্যাটেডি সাজাতে শুরু করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। কাদের ধরে রাখা হবে আর কাদের রিলিজ করা হবে তা নিয়েও চলছে কাজ।
একাধিস ফ্র্যাঞ্চাইজি মেগার বদলে মিনি নিলামের দাবি জানিয়েছে। তবে সে সিদ্ধান্ত বোর্ডের হাতে। মেগা নিলাম ধরে নিয়েই স্ট্র্যাটেডি সাজাতে শুরু করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। কাদের ধরে রাখা হবে আর কাদের রিলিজ করা হবে তা নিয়েও চলছে কাজ।
এই আবহে গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর কেমন দল করবে তা নিয়ে নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে। কেকেআরের পক্ষে চ্যাম্পিয়ন দল থেকে প্লেয়ার রিলিজ করা কঠিন কাজ। তবে মনে করা হচ্ছে নিয়মের জাতাকলে একাধিক মহাতারকা বাদ পড়তে পারেন।
এই আবহে গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর কেমন দল করবে তা নিয়ে নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে। কেকেআরের পক্ষে চ্যাম্পিয়ন দল থেকে প্লেয়ার রিলিজ করা কঠিন কাজ। তবে মনে করা হচ্ছে নিয়মের জাতাকলে একাধিক মহাতারকা বাদ পড়তে পারেন।
এর আগে মেগা নিলামে ৪ জন প্লেয়ার রিটেন করা গিয়েছিল। এবার তা বাড়িয়ে ৬ করার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে ৪ বা ৬ যাই হোক না কেন কেকেআরকে রিলিজের খাতায় পাঠাতে হবে একাধিক তারকাকে।
এর আগে মেগা নিলামে ৪ জন প্লেয়ার রিটেন করা গিয়েছিল। এবার তা বাড়িয়ে ৬ করার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে ৪ বা ৬ যাই হোক না কেন কেকেআরকে রিলিজের খাতায় পাঠাতে হবে একাধিক তারকাকে।
আগে এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২৪-এ কেকেআর-এর সম্পূর্ণ দল-নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ফিল সল্ট, সুনীল নারাইন, সূয়শ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মিশেল স্টার্ক, অঙ্কৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শোরফেন রাদারফোর্ড, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, গ্যাস অ্যাটকিনসন, সাকিব হুসেন।
আগে এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২৪-এ কেকেআর-এর সম্পূর্ণ দল-নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ফিল সল্ট, সুনীল নারাইন, সূয়শ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মিশেল স্টার্ক, অঙ্কৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শোরফেন রাদারফোর্ড, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, গ্যাস অ্যাটকিনসন, সাকিব হুসেন।
কেকেআর যাদের রিলিজ করতে পারে সেই তালিকায় থাকতে পারেন নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, সূয়শ শর্মা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, রমনদীপ সিং, শেরফান রাদারফোর্ড, বৈভব অরোরা, অংক্রীশ রঘুবংশী।
কেকেআর যাদের রিলিজ করতে পারে সেই তালিকায় থাকতে পারেন নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, সূয়শ শর্মা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, রমনদীপ সিং, শেরফান রাদারফোর্ড, বৈভব অরোরা, অংক্রীশ রঘুবংশী।