দেশ IMD Weather Update: আবহাওয়া দফতরের কাঁপানো আপডেট! ৫ রাজ্য ভাসবে, হলুদ-কমলা সতর্কতা, বাংলার কপালে কী আছে? Gallery November 1, 2024 Bangla Digital Desk আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে কয়েকটি রাজ্যে ঝড়বৃষ্টি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷ কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্ণাটকের বিভিন্ন এলাকায় শুক্রবার ও শনিবার কাঁপাবে ৷ প্রতীকী ছবি ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, করাইকল, মাহে-তে বিশাল বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ প্রতীকী ছবি ৷ হলুদ সতর্কতা জারি করা হয়েছে, ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে ৷ কেরল ও কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ৷ স্বাভাবিকের থেকে তাপমাত্রায় বেশি থাকবে আগামী চারদিন ৷ প্রতীকী ছবি ৷ দিল্লি, এনসিয়ারে আগামী কয়েকদিন হালকা কুয়াশা থাকবে সকাল সন্ধেয় ৷ এই রকমের ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আবহাওয়া থাকবে ৷ দিল্লির আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে বলে জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷ গত তিন বছরের তুলনায় দীপাবলিতে দূষণের পরিমাণ ভয়ঙ্কর আকার নিয়েছে ২০২৪-এর দীপাবলি ৷ প্রতীকী ছবি ৷ শুক্র ও শনিবার তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রায়লসীমার উপকূলীয় এলাকা ঝড়বৃষ্টির সতর্কতা আছে এমনই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ প্রতীকী ছবি ৷