আবীর ঘোষাল, কলকাতা: ২০২৪-এর উৎসবের মরশুম চলার সময়ে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে আরও আট জোড়া অতিরিক্ত উৎসব স্পেশাল ট্রেন পরিচালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই উৎসব স্পেশাল ট্রেনগুলির বিশদ বিবরণ নিম্নরূপ:
➢ ট্রেন নং. ০৫৭৪২ (নিউ জলপাইগুড়ি-গোমতিনগর) উৎসব স্পেশাল ৩ থেকে ২৪ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিউ জলপাইগুড়ি থেকে ৮.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ৭.১৫ ঘণ্টায় গোমতিনগর পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৫৭৪১ (গোমতিনগর-নিউ জলপাইগুড়ি) উৎসব স্পেশাল ৪ থেকে ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত গোমতিনগর থেকে ৯.২০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।
আরও পড়ুন– ভাইফোঁটার আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জেনে নিন বিস্তারিত
➢ ট্রেন নং. ০৮৬২৬ (রাঁচি-পুর্নিয়া কোর্ট) উৎসব স্পেশাল ৩ ও ১০ নভেম্বর, ২০২৪ তারিখে রাঁচি থেকে ১৮.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১১.০০ ঘণ্টায় পুর্নিয়া কোর্ট পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৮৬২৫ (পুর্নিয়া কোর্ট-রাঁচি) উৎসব স্পেশাল ৪ ও ১১ নভেম্বর, ২০২৪ তারিখে পুর্নিয়া কোর্ট থেকে ১২.১০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ৫.৩০ ঘণ্টায় রাঁচি পৌঁছবে।
➢ ট্রেন নং. 0৫৭৩৮ (কাটিহার-গোমতিনগর) উৎসব স্পেশাল ৪ থেকে ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত কাটিহার থেকে ১১.২৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ৭.১৫ ঘণ্টায় গোমতিনগর পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৫৭৩৭ (গোমতিনগর-কাটিহার) উৎসব স্পেশাল ৫ থেকে ২৬ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত গোমতিনগর থেকে ৯.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ৫.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
আরও পড়ুন– রাশিফল নভেম্বর ২০২৪: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
➢ ট্রেন নং. ০৮১৮১ (টাটা নগর জং.-কাটিহার) উৎসব স্পেশাল ৪ ও ১১ নভেম্বর, ২০২৪ তারিখে টাটা নগর জংশন থেকে ২২.৪০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫.১৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৮১৮২ (কাটিহার-টাটা নগর জং.) উৎসব স্পেশাল ৫ ও ১২ নভেম্বর, ২০২৪ তারিখে কাটিহার থেকে ১৯.৪০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০.০০ ঘণ্টায় টাটা নগর জংশন পৌঁছবে।
➢ ট্রেন নং. ০৫৬৪১ (গুয়াহাটি-গোমতিনগর) উৎসব স্পেশাল ২ নভেম্বর, ২০২৪ তারিখে গুয়াহাটি থেকে ১৯.৪০ ঘণ্টায় রওনা দিয়ে তৃতীয় দিন ১.৫০ ঘণ্টায় গোমতিনগর পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৫৬৪২ (গোমতিনগর-গুয়াহাটি) উৎসব স্পেশাল ০৪ নভেম্বর, ২০২৪ তারিখে গোমতিনগর থেকে ৫.১৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১২.০০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।
➢ ট্রেন নং. ০৫৪০৮ (চন্ডিগড়-কাটিহার) উৎসব স্পেশাল ৩ নভেম্বর, ২০২৪ তারিখে চন্ডিগড় থেকে ২২.০০ ঘণ্টায় রওনা দিয়ে তৃতীয় দিন ০৩.৪৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৫৪০৭ (কাটিহার-আমবালা ক্যান্ট.) উৎসব স্পেশাল ১ ও ৫ নভেম্বর, ২০২৪ তারিখে কাটিহার থেকে ৭.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৩.৪০ ঘণ্টায় আমবালা ক্যান্ট. পৌঁছবে। ট্রেনটি আন-রিজার্ভ হিসেবে চলবে।
➢ ট্রেন নং. ০৭৬৯১ (আগরতলা – ধর্মনগর) উৎসব স্পেশাল আগরতলা থেকে ৫:০০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে ০৮:৫০ ঘণ্টায় ধর্মনগর পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৭৬৯২ (ধর্মনগর – আগরতলা) উৎসব স্পেশাল ধর্মনগর থেকে ১০:৩০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে ১৪:০৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। ট্রেনটি ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর, ২০২৪ পর্যন্ত প্রতিদিন চলবে ৷
➢ ট্রেন নং. ০৭৬৯৮ (আগরতলা – সাব্রুম) উৎসব স্পেশাল আগরতলা থেকে ১৪:৩০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে ১৬:৫০ ঘন্টায় সাব্রুম পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৭৬৯৭ (সাব্রুম – আগরতলা) উৎসব স্পেশাল সাব্রুম থেকে ১৭:২০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে ১৯:৪৫ ঘন্টায় আগরতলা পৌঁছবে। ট্রেনটি ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর, ২০২৪ পর্যন্ত প্রতিদিন চলবে ৷