জ্যোতিষকাহন Diwali 2024: দিওয়ালিতে ১১ হাজার আলোর মালায় সাজল কাশি বিশ্বনাথ ধাম, দেখুন ছবি Gallery November 1, 2024 Bangla Digital Desk সন্ধ্যা নামতেই বিশ্বনাথ ধামে দীপের মালা জ্বালানো শুরু হয়। এ সময় মন্দিরে দর্শন করতে আসা ভক্তরাও মন্দির প্রাঙ্গণে দীপোৎসবে অংশগ্রহণ করে এবং ধামে দীপ জ্বালান। এ সময় মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় রঙোলি তৈরি করা হয় এবং সুন্দর রঙ-বিরঙের রঙোলির চারপাশে দীপ সাজানো হয়। এই অসাধারণ দৃশ্য দেখে ভক্তরা আবেগে আপ্লুত হন। কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বভূষণ মিশ্র জানিয়েছেন যে ধামে দীপের এই উৎসব অত্যন্ত ধুমধাম করে উদযাপিত হয়েছে। এই সময় প্রায় ১১ হাজারেরও বেশি দীপ দিয়ে পুরো ধামকে সাজানো হয়েছে। দীপোৎসবের এই অনুষ্ঠানের আগে ধামে অবস্থিত সত্যনারায়ণ মন্দিরে গণেশ লক্ষ্মীর পূজা করা হয় এবং দেশের উন্নতির কামনা করা হয়। জানা যায়, কাশি বিশ্বনাথ ধামকে ধনতেরাস থেকে রঙ-বেরঙের ঝুলনের মাধ্যমে সাজানো হয়। মন্দিরের প্রধান গেট ছাড়াও গঙ্গাদ্বার এবং অন্যান্য স্থানে সুন্দর লাইটিং করা হয়েছিল। উৎসবের মরশুমে এমনিতেই ভিড় থাকে কাশি বিশ্বনাথের মন্দির৷ তার উপর এমন সুন্দর করে সাজানোর কারণে পর্যটকরা খুব খুশি হয়েছেন৷